Friday, November 14, 2025

লিভ-ইন বা সমকামী যুগলের সম্পর্কও পরিবারের স্বীকৃতি পাবে, পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

Date:

Share post:

লিভ-ইন বা সমকামী যুগলের সম্পর্কও পরিবারের আওতার মধ্যে পড়ে। এক মামলার শুনানিতে এমনই পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের।শুধুমাত্র বিবাহিত নারী-পুরুষ এবং তাঁদের সন্তান থাকলেই পরিবার সংগঠিত হয়, এই ধারণা থেকে বেরিয়ে আসা দরকার বলে মত দিয়েছে শীর্ষ আদালত। কিন্তু নানা কারণে পরিবার গঠনের এই সংজ্ঞা পরিপূর্ণ হয় না, সেই কারণেই এহেন পর্যবেক্ষণ করা হয়েছে সুপ্রিম কোর্টের তরফে।

আরও পড়ুন:নিয়োগ দুর্নীতি মামলায় মিডলম্যান প্রসন্ন রায়কে আজ ফের আদালতে পেশ

শীর্ষ আদালতের বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং এ এস বোপান্না বিচারপতির বেঞ্চ রবিবার একটি মামলার রায়ে বলেন,  নানা কারণেই একটি পরিবারের অবস্থান বদল হতে পারে। কোনও সদস্যের মৃত্যু হলে বা পুনর্বিবাহ করলে গোটা পরিবারের সমীকরণ পালটে যায়। সেই কথা মাথায় রেখেই বলা হচ্ছে, সকল প্রকারের সম্পর্ককেই পরিবারের স্বীকৃতি দিতে হবে। কেউ যদি বিয়ে না করে একসঙ্গে থাকেন, তাহলে তাঁদেরও পরিবার হিসাবে গণ্য করতে হবে। সমকামীরাও যদি লিভ ইন করেন তাহলেও তাঁরা পরিবার হিসাবে স্বীকৃতি পাবেন।

প্রসঙ্গত নার্সের একটি মামলার রায় দিতেই এই পর্যবেক্ষণ। ওই নার্স মাতৃত্বকালীন ছুটির জন্য আবেদন করেছিলেন। কিন্তু তাঁর ছুটির আবেদন নাকচ করে দেয় কর্তৃপক্ষ কারণ হিসাবে বলা হয়, আগেও স্বামীর প্রথম পক্ষের সন্তানের দেখভাল করার জন্য ছুটি নিয়েছিলেন তিনি। সেই কারণেই নিজের সন্তান নেওয়ার জন্য ছুটি পাবেন না ওই নার্স। জানা গিয়েছে, ওই নার্সের স্বামীর প্রাক্তন স্ত্রীয়ের মৃত্যু হয়েছে। তারপরেই ওই ব্যক্তি দ্বিতীয়বার বিয়ে করেছিলেন। তাঁর সন্তানকে দেখভাল করার জন্যই মাতৃত্বকালীন ছুটি নিয়েছিলেন আবেদনকারী নার্স।

২০১৮ সালে সমকামী সম্পর্ককে স্বীকৃতি দিলেও তাঁদের বিয়েকে আইনি মান্যতা দেয়নি শীর্ষ আদালত।  লিভ ইন সম্পর্কে থাকলে সন্তান দত্তক নেওয়ার অধিকার থাকে না। এই দু’টি বিষয়ে অধিকার পাওয়া নিয়ে বহুদিন ধরেই আন্দোলন চলছে। এহেন পরিস্থিতিতে শীর্ষ আদালতের রায় যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। দুই বিচারপতির বেঞ্চের তরফে বলা হয়েছে, হয়তো চিরাচরিত পরিবার প্রথার চেয়ে এই ধরনের পরিবারগুলি অনেকটাই আলাদা। কিন্তু এই ধরনের পরিবারেও একই রকম ভাবে ভালবাসার সম্পর্ক থাকে। তাই এই পরিবারগুলির একইরম আইনি সুযোগ সুবিধা পাওয়া উচিত।

spot_img

Related articles

মমতার পথে হেঁটেই নীতীশের জয়! কী বলছে রাজনৈতিক মহল

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পথ ধরেই বিহারে নীতীশ কুমারের (Nitish Kumar) সাফল্য। বাংলায় লক্ষ্মীর ভাণ্ডারকে নকল...

কটকে শ্রেয়ার অনুষ্ঠানে ভিড়ের চাপে হুলুস্থুল, জ্ঞান হারালেন একাধিক শ্রোতা

ওড়িশার কটকে (Cuttack, Odissa) অনুষ্ঠান করতে গিয়ে অস্বস্তি সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)। হুলুস্থুল বেঁধে গিয়েছিল কনসার্টে। শ্রোতারাও...

৯৮ বছরে প্রয়াত বিশিষ্ট অভিনেত্রী ও ধর্মেন্দ্রর প্রথম নায়িকা কামিনী কৌশল

প্রয়াত বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কামিনী কৌশল( Kamini Kaushal)। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৮। বর্ষীয়ান এই অভিনেত্রী বহুদিন ধরেই বার্ধক্যজনিত...

বুমরাহের বোলিংয়ে প্রোটিয়া ব্যাটিংয়ে ধস, ভয়ঙ্কর হওয়ার ইঙ্গিত কুলদীপের

ইডেন টেস্টের প্রথম দিনেই জ্বলে উঠলেন জসপ্রীত বুমরাহ (Jaspret Bumrah)।স্পিন সহায়ক উইকেট হওয়ায় প্রথম একাদশে দুই পেসারকে নিয়ে...