Wednesday, November 12, 2025

ছাত্র সমাবেশে ছাত্রভোটের দামামা বাজাবেন নেত্রী? মমতার ভাষণের দিকে তাকিয়ে বিরোধীরাও

Date:

আজ, সোমবার মেয়ো রোডে গান্ধীমূর্তির পাদদেশে তৃণমূলের ২৪তম ছাত্র সমাবেশ। গত দু’বছরের করোনা আবহের পর এই প্রথম প্রকাশ্য সমাবেশ। প্রধান বক্তা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ছাত্রযুবদের আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সকাল থেকেই সমাবেশস্থলে ভিড় করতে শুরু করেছে ছাত্র সমাজের প্রতিনিধিরা। নেত্রীর আগামীর বার্তা শোনার অপেক্ষায় সকলে। তবে তৃণমূল ছাত্রদের পাশাপাশি এই সমাবেশে নজর রয়েছে বিরোধী ছাত্র সংগঠনগুলিরও। দীর্ঘদিন রাজ্যের কলেজ, বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র সংসদের নির্বাচন হয়নি। এদিনের সমাবেশ থেকে তৃণমূল নেত্রী তেমন কোনও বার্তা দেন কি-না সেদিকে তাকিয়ে বাংলার তামাম ছাত্রসমাজ।

আরও পড়ুন:২৪-এ লক্ষ্য ২৪! আজ তৃণমূল ছাত্র পরিষদের ২৪ বছর পূর্তি সমাবেশ 

একুশের জুলাইয়ের মতোই চব্বিশের লোকসভা নির্বাচনকে পাখির চোখ করেই এবারের ছাত্র সমাবেশ। ছাত্র নেতাদের কর্মসূচির মূল সুর—”চব্বিশের লক্ষ্যে চব্বিশ’’, অর্থাৎ কেন্দ্রের জনবিরোধী মোদি সরকারকে হটাতে তৃণমূল ছাত্রসমাজ এককাট্টা। এই সমাবেশ থেকে মোদি সরকারের ২৪টি জনস্বার্থ বিরোধী পদক্ষেপ তুলে ধরা হবে। যেমন—মোদি সরকার ছাত্রস্বার্থবাহী কোনও দিশাই দেখা পারেনি। তাই এই সরকারকে ক্ষমতাচ্যুত করতে ছাত্রসমাজ লড়াই-আন্দোলন চালিয়ে যাবে। নেত্রীর ভাষণে সাম্প্রতিক বিভিন্ন বিষয় উঠে আসবে বলে মনে করা হচ্ছে। ছাত্রছাত্রীদের আচরণ ও কর্তব্যবোধ সম্পর্কেও বিশেষ নির্দেশিকা দিতে পারেন তিনি।

এদিকে, গান্ধীমূর্তির পাদদেশে আজ অবস্থান করবেন না এসএসসি চাকরি প্রার্থীরা। সমাবেশ থাকায় ময়দান থানার অনুরোধে তাঁরা এই সিদ্ধান্ত নিয়েছেন।

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version