Saturday, August 23, 2025

দেশের সবচেয়ে অপরাধপ্রবণ শহর দিল্লি: রিপোর্ট তুলে ধরে অমিত শাহকে তুলোধনা অভিষেকের

Date:

দেশের সবচেয়ে অপরাধপ্রবণ শহর দেশের রাজধানী দিল্লি। যার আইনশৃঙ্খলার দায়িত্বে কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রক। আর দেশের মধ্যে নিরাপদতম মেট্রো শহর কলকাতা। কেন্দ্রের রিপোর্টের এই পরিসংখ্যান তুলে ধরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah) তুলোধনা করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।
নিজের টুইটার হ্যান্ডেলে তিনি লেখেন,
“কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাতে এখন দুটি কাজ- বাড়িতে তাঁর ছেলেকে জাতীয়তাবাদ সম্পর্কে শেখানো এবং তাঁর মন্ত্রণালয়ের অধীনে পুলিশকে সাজানো।
দিল্লির অস্বাভাবিক অপরাধের হার আমাদের সবাইকে হতবাক করে দিয়েছে।
ইডি-কে হাতের পুতুল না করে ওনার বাংলার সরকারের মডেল থেকে শিক্ষা নেওয়া উচিত“

পরিসংখ্যান অনুযায়ী, গত তিন বছরে নিয়মিত হারে অপরাধের সংখ্যা কমেছে কলকাতায়। মহিলাদের বিরুদ্ধে অপরাধমূলক ঘটনায় মেট্রো শহর দিল্লি, বেঙ্গালুরু, মুম্বইয়ের থেকে অনেক কম। এই উদাহরণ সমানে রেখেই অমিত শাহর উচিত বাংলা মডেল মেনে নিয়ে মন্ত্রকের পুলিশকে সাজানো। একই সঙ্গে ইডি-সিবিআইয়ের মতো এজেন্সি ব্যবহার করে বিরোধীদের হেনস্থা করার বিষয় নিয়েও তোপ দাগেন অভিষেক।

পাশাপাশি, অমিত-পুত্র জয় শাহর ভারতের জাতীয় পতাকা হাতে না নেওয়ার বিষয় নিয়েও ফের কটক্ষ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বলেন, অমিত শাহর উচিত নিজের ছেলেকে জাতীয়তাবাদ শেখানো।

সোমবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সমাবেশের মঞ্চে দাঁড়িয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেছিলেন, ‘‘অভিষেক আজ এত ভালো বক্তৃতা দিল। কাল না আবার ওকে নোটিশ পাঠিয়ে দেয়!’ একই মঞ্চ থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ২১ জুলাইয়ের সভার পরদিনই পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে ইডি হানা দিয়েছিল। আজকের সভার পর আবার কোথায় হানা দেয় দেখুন! পুঙ্খানুপুঙ্খভাবে মিলে গেল তাঁদের কথা। মঙ্গলবার সকালেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টর। ইডির তরফে শুক্রবার সকাল ১১ টার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজিরা দিতে বলা হয়েছে। এদিকে কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা রাজ্যের আইনশৃঙ্খলার চূড়ান্ত অবনতি। এই সব নিয়েই কেন্দ্রের বিজেপি সরকার তথা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহরে বিরুদ্ধে তোপ দাগলেন অভিষেক।

Related articles

বাংলা দখলে প্রধানমন্ত্রীর ‘হতাশার আর্তনাদ’! ভিডিও দেখিয়ে তোপ তৃণমূলের

বাংলার মানুষকে দিনের পর দিন বঞ্চিত রেখে বাঙালির কাছেই ভোট ভিক্ষা! বাঙালিকে একের পর এক রাজ্যে হেনস্থা করে...

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...
Exit mobile version