Corona Update: করোনা গ্রাফ নিম্নমুখী, আক্রান্তের সংখ্যা নামল ৬ হাজারের নিচে

এখনও পর্যন্ত প্রায় ২১২ কোটির বেশি করোনা ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছে। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, এই মুহূর্তে দেশে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা মোট ৬৫ হাজার ৭৩২ জন।

করোনা গ্রাফ (Corona)নিম্নমুখী, খুশি স্বাস্থ্য বিশেষজ্ঞরা। দৈনিক সংক্রমণ নামল ৬ হাজারের নিচে। দেশের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য ও পরিসংখ্যান বলছে মঙ্গলবার সকালের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের করোনায় আক্রান্ত হয়েছেন ৫৪৩৯ জন। দৈনিক পজিটিভিটি রেট ১.৭০ শতাংশ।

করোনা নিয়ে আগের থেকে অনেক বেশি স্বস্তিতে দেশ। স্বাস্থ্য বিশেষজ্ঞরা (Health Experts) বলছেন এইভাবে চলতে পারলে খুব দ্রুত করোনা মুক্তির পথে এগিয়ে যাবে দেশ । গত ২৪ ঘণ্টার রিপোর্ট বলছে সারা দেশে সুস্থ হয়েছেন ২২ হাজার ৩১ জন। সাপ্তাহিক পজিটিভিটি রেট ২.৬৪ শতাংশ। শতকরা হিসেবে সুস্থতার হার প্রায় ৯৮.৬৬ শতাংশ। করোনার মোকাবিলায় জোরকদমে চলছে ভ্যাকসিন (Vaccine)দেওয়ার কাজ। এখনও পর্যন্ত প্রায় ২১২ কোটির বেশি করোনা ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছে। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, এই মুহূর্তে দেশে অ্যাকটিভ করোনা (Active cases) রোগীর সংখ্যা মোট ৬৫ হাজার ৭৩২ জন।