এআইএফএফ-কে জরিমানা এএফসি-র

মাঠে লোক ঢুকে পড়ার অভিযোগে এআইএফএফ-কে ১৮ হাজার ডলার জরিমানা করেছে এএফসি।

ফিফা (FIFA) ব্যান উঠলেও এবার এএফসির (AFC) জরিমানার মুখে পড়ল ভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF)। গত জুনে কলকাতায় এশিয়ান কাপের বাছাই পর্বে আফগানিস্তান ও হংকং ম্যাচে মাঠে লোক ঢুকে পড়ার অভিযোগে এআইএফএফ-কে ১৮ হাজার ডলার জরিমানা করেছে এএফসি। তবে এরমধ্যে ১৩,৫০০ ডলার সাসপেন্ডেড ফাইন বলা হয়েছে। যা আপাতত দিতে হবে না। দু’বছরের মধ্যে ফের এমন হলে তখন দিতে হবে। বাকিটা ৯০ দিনের মধ্যে দিতে হবে এএফসি-কে।

মোট দু’টি বিভাগে জরিমানা করা হয়েছে এআইএফএফ-কে। প্রথমত, ম্যাচ চলার সময় যে ধরনের নিরাপত্তা থাকার দরকার ছিল, তা ছিল না। এবং দ্বিতীয়ত, স্টেডিয়াম এবং তার আশেপাশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সঠিক ছিল না বলে জানান হয়। সোমবার এএফসি তরফ থেকে জানান হয়েছে, নিলম্বিত জরিমানা বাদে বাকি যে ৪৫০০ ডলার জরিমানা হয়েছে, তা আগামী ৯০ দিনের মধ্যে জমা করতে হবে।

আরও পড়ুন:Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস