গরু পাচার-কাণ্ডে আসানসোল জেলে রয়েছেন অনুব্রত মণ্ডল। সেখানে আজ তাঁকে জেরা করা হবে বলে সিবিআই সূত্রের খবর। মঙ্গলবার সকালেই সেখানে যাওয়ার কথা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের। সূত্রের খবর, সকাল ১১টার মধ্যে আসানসোল জেলে পৌঁছবেন তদন্তকারীরা।
আরও পড়ুন:ভরা বৈঠকে বিজেপি রাজ্য সভাপতিকে “সুকান্ত ভট্টাচার্য” সম্বোধন! পুরোটা জানলে হাসি থামবে না

জানা গেছে, জেরার আগে অনুব্রতের স্বাস্থ্যপরীক্ষা করানো হবে। তাঁর শারীরিক অবস্থা ঠিক থাকলে তবেই তাঁকে জেরা করা হবে। অনুব্রত মণ্ডলকে জেল হেফাজতের নির্দেশের আগেই সিবিআইয়ের তরফে আদালতে মামলার তদন্তের প্রয়োজনে জেরা করার আবেদন জানানো হয়েছিল। সেই আর্জি মঞ্জুরও করেন বিচারক। সেইমতই এদিন অনুব্রতকে প্রশ্ন করা হবে।
