Friday, November 7, 2025

ধর্ষণের ক্ষেত্রে ৯৭ শতাংশ অভিযুক্তরাই নিগৃহীতার পরিচিত- NCRB Report প্রকাশ। সম্প্রতি ২০২১ সালের রিপোর্ট প্রকাশ করেছে NCRB। তাতে দেখা যাচ্ছে, *৩১৬৭৭টির মধ্যে ৩০৫৭১টি মামলায় অভিযুক্ত নির্যাতিতার পরিচিত। এমনকী, ২০২৪টি মামলায় পরিবারের একজন সদস্যকে অভিযুক্ত করা হয়েছে। ১৫১৯৬টি মামলায় আসামি পারিবারিক বন্ধু, প্রতিবেশী অথবা পরিচিত ব্যক্তি। অনলাইন বন্ধু, লিভ-ইন পার্টনার অথবা বিয়ের প্রতিশ্রুতি দেওয়া ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে ১২৯৫১টি ক্ষেত্রে। ১১০৬টি মামলায় আসামিকে শনাক্ত করা যায়নি। ২০২১ সালে, ৩১৬৭৭টি ধর্ষণের মামলা নথিভুক্ত করা হয়েছে। এর মধ্যে ২৮৮৪০ জন প্রাপ্তবয়স্ক এবং ৩০৩৮ জন নাবালক। ৩৮০০টি ধর্ষণের চেষ্টার মামলা নথিভুক্ত হয়েছে।

ক্রাইম রেকর্ড ব্যুরোর রিপোর্ট অনুযায়ী, ভারতের বিভিন্ন থানায় ১৯৪৮ সালে প্রায় ৬ লক্ষ অভিযোগ জমা পড়ে। আর ৭৫ বছর পর ২০২২-এ এই সংখ্যাটা দাঁড়িয়েছে ৬০ লক্ষের বেশি। অর্থাৎ গত ৭৫ বছরে দেশে অপরাধ বেড়েছে প্রায় দশ গুণ। গত বছর সারা দেশে ৬০.৯৬ লক্ষ ফৌজদারি মামলা নথিভুক্ত হয়েছে। এর মধ্যে ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) অধীনে ৩৬.৬৩ লক্ষ মামলা নথিভুক্ত করা হয়েছে। ২০২০-র তুলনায় ২০২১ সালে প্রায় আট শতাংশ কম মামলা নথিভুক্ত করা হয়েছে।

এনসিআরবি রিপোর্ট অনুযায়ী, গত বছর দেশে ২৯২৭২টি খুনের মামলা নথিভুক্ত করা হয়। অর্থাৎ প্রতিদিন ৮০টি মামলা। এই সংখ্যা ২০২০-এর তুলনায় ০.৩ শতাংশ বেশি। খুনের সবচেয়ে বড় কারণ ‘বিতর্ক’। গত বছর বিতর্কের জেরে ৯৭৬৫টি খুনের ঘটনা ঘটেছে। ওই সময়ে ব্যক্তিগত শত্রুতার জেরে খুন হয়েছে ৩৭৮২টি।

২০২১-তে মহিলাদের বিরুদ্ধে অপরাধের ক্ষেত্রে ৪.২৮ লক্ষেরও বেশি মামলা নথিভুক্ত করা হয়। প্রতিদিন ১১৭৩ টি ঘটনা ঘটে। ২০২০-এর তুলনায় ২১-এ মহিলাদের বিরুদ্ধে অপরাধের ঘটনা ১৫ শতাংশের বেশি মামলা নথিভুক্ত করা হয়েছে। একই সময়ে শিশুদের বিরুদ্ধে অপরাধের ১ লাখ ৪৯ হাজারের বেশি মামলা নথিভুক্ত হয়েছে। এই সংখ্যা ২০২০ এর তুলনায় ১৬ শতাংশ বেশি। শিশুদের বিরুদ্ধে অপরাধের বেশিরভাগ মামলা অপহরণ এবং পকসো আইনের অধীনে নথিভুক্ত করা হয়েছে।

২০২১-এ অপ্রাপ্তবয়স্কদের বিরুদ্ধে ৩১১৭০ টি মামলা নথিভুক্ত করা হয়েছিল। ৩৭৪৪৪ জন নাবালক গ্রেফতার হয়েছে। ৭৬ শতাংশেরও বেশি ক্ষেত্রে নাবালকদের বয়স ১৬ থেকে ১৮ বছরের মধ্যে। বয়স্কদের বিরুদ্ধে অপরাধের ২৬১১০টি মামলা নথিভুক্ত করা হয়েছে। তার বেশিরভাগই আঘাত করার অভিযোগ।

Related articles

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...

JNU-তে ফের বাম জোটের জয়জয়কার, খাতা খুলতে পারল না ABVP

ফের দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভোটে (JNU Students' Union Elections) খাতা খুলতে পারল না এবিভিপি। JNU ছাত্র...
Exit mobile version