Monday, January 5, 2026

CBI -এর কাছে ‘ফেরার’ মানিক ফের প্রকাশ্যে, সশরীরে হাজির হলেন বিধানসভায়

Date:

Share post:

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার (Central Bureau of Investigation)চোখে বেপাত্তা পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য (Manik Bhattacharya)মঙ্গলবার ফের প্রকাশ্যে এলেন। শুধু তাই নয় বিধানসভায় স্ট্যান্ডিং কমিটির বৈঠকে (Standing committee meeting) হাজির হওয়ার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন পলাশিপাড়ার বিধায়ক।

এর আগেই মানিক ভট্টাচার্যকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে সিবিআই (CBI) লুক আউট নোটিশ (Look Out Notice)জারি করে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে দাবি করা হয় যে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতির সঙ্গে কোনও ভাবেই যোগাযোগ করা যাচ্ছে না। এমনকি তাঁর বাড়িতেও তাঁকে পাওয়া যাচ্ছে না। এরপরই লুক আউট নোটিশ জারি করা হয়। তাঁর কিছু পরেই মানিক ভট্টাচার্যকে তাঁর যাদবপুরের বাড়ির বারান্দায় ক্যামেরা বন্দি করে সংবাদমাধ্যম। এরপর আজ তিনি উপস্থিত হন বিধানসভায়। বিধানসভায় ২টি স্ট্যান্ডিং কমিটির সদস্য তিনি। এদিন দুপুরে নিজের সরকারি গাড়িতে বিধানসভায় পৌঁছন মানিকবাবু। বিধানসভায় উচ্চশিক্ষা বিষয়ক স্ট্যান্ডিং কমিটির বৈঠকে অংশগ্রহণ করেন মানিক ভট্টাচার্য। এর পর তাপস রায়ের ঘরে বসে বেশ কিছুক্ষণ কথাবার্তা বলেন বলে জানা যায়। এরপর সেখান থেকে বেরিয়ে সংবাদ মাধ্যমের প্রশ্নের মুখোমুখি হয়ে তিনি জানান যে, বিচারাধীন বিষয় নিয়ে তিনি কোনও মন্তব্য করবেন না। তবে এদিন পশালিপাড়ার বিধায়ক স্পষ্ট করে বলেন যে তাঁর বিরুদ্ধে যেদিন সিবিআই লুক আউট নোটিশ জারি করে সেদিন তিনি পশালিপাড়ায় নিজের বিধানসভা কেন্দ্রেই ছিলেন। আর আজ বৈঠকে যোগ দিতে হাজির হলেন বিধানসভায়।

spot_img

Related articles

নাগরিকত্ব না থাকলে ভোটার তালিকাতেও নয়! মতুয়াদের কোপ বিজেপির সর্বভারতীয় নেতার

এসআইআর করে যেভাবে রাজ্যের মতুয়া সম্প্রদায়ের একটা বড় অংশের ভোটারদের ভোটার তালিকা থেকে বাদ দিয়েছে নির্বাচন কমিশন তাতে...

তৃণমূলের ৪০০ BLA-2-কে সংবর্ধনা, বিধানসভা ভোট উপলক্ষ্যে মন্ত্রীর থিম সং লঞ্চ

দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বাংলার বুথ স্তরে দলের বিএলএ ২...

অভিষেকের হস্তক্ষেপে রূপশ্রী অনুদান প্রক্রিয়া! মিলা নাগাশিয়ার নথি সংগ্রহ বিধায়কের 

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নির্দেশে রূপশ্রীর অনুদান না পাওয়া দুই মহিলা চা শ্রমিকের পাশে দাঁড়ালেন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন...

সম্প্রীতির লিট্টি-চোখা উৎসব: বিভেদের রাজনীতিকে কটাক্ষ তৃণমূলের

শুধুমাত্র বাংলা নয়, গোটা দেশে বিভেদের বিষ ছড়িয়েছে বিজেপি। তবে বাংলাতেই সেই বিষ প্রতিহত হয়েছে। এর পিছনে গুরুত্বপূর্ণ...