Saturday, July 12, 2025

CBI -এর কাছে ‘ফেরার’ মানিক ফের প্রকাশ্যে, সশরীরে হাজির হলেন বিধানসভায়

Date:

Share post:

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার (Central Bureau of Investigation)চোখে বেপাত্তা পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য (Manik Bhattacharya)মঙ্গলবার ফের প্রকাশ্যে এলেন। শুধু তাই নয় বিধানসভায় স্ট্যান্ডিং কমিটির বৈঠকে (Standing committee meeting) হাজির হওয়ার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন পলাশিপাড়ার বিধায়ক।

এর আগেই মানিক ভট্টাচার্যকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে সিবিআই (CBI) লুক আউট নোটিশ (Look Out Notice)জারি করে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে দাবি করা হয় যে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতির সঙ্গে কোনও ভাবেই যোগাযোগ করা যাচ্ছে না। এমনকি তাঁর বাড়িতেও তাঁকে পাওয়া যাচ্ছে না। এরপরই লুক আউট নোটিশ জারি করা হয়। তাঁর কিছু পরেই মানিক ভট্টাচার্যকে তাঁর যাদবপুরের বাড়ির বারান্দায় ক্যামেরা বন্দি করে সংবাদমাধ্যম। এরপর আজ তিনি উপস্থিত হন বিধানসভায়। বিধানসভায় ২টি স্ট্যান্ডিং কমিটির সদস্য তিনি। এদিন দুপুরে নিজের সরকারি গাড়িতে বিধানসভায় পৌঁছন মানিকবাবু। বিধানসভায় উচ্চশিক্ষা বিষয়ক স্ট্যান্ডিং কমিটির বৈঠকে অংশগ্রহণ করেন মানিক ভট্টাচার্য। এর পর তাপস রায়ের ঘরে বসে বেশ কিছুক্ষণ কথাবার্তা বলেন বলে জানা যায়। এরপর সেখান থেকে বেরিয়ে সংবাদ মাধ্যমের প্রশ্নের মুখোমুখি হয়ে তিনি জানান যে, বিচারাধীন বিষয় নিয়ে তিনি কোনও মন্তব্য করবেন না। তবে এদিন পশালিপাড়ার বিধায়ক স্পষ্ট করে বলেন যে তাঁর বিরুদ্ধে যেদিন সিবিআই লুক আউট নোটিশ জারি করে সেদিন তিনি পশালিপাড়ায় নিজের বিধানসভা কেন্দ্রেই ছিলেন। আর আজ বৈঠকে যোগ দিতে হাজির হলেন বিধানসভায়।

spot_img

Related articles

ঘরে বাবার মৃতদেহ, কর্তব্যে অবিচল চুঁচুড়ার চিকিৎসক

তাঁর কর্তব্যপরায়ণতা মনে করিয়ে দিল অগ্নিশ্বরকে। বরাবরই তিনি ব্যতিক্রমী, তবে শুক্রবার তাঁকে একেবারে ভিন্ন রূপে দেখলেন তাঁর রোগী...

৩০ বছরের পথচলার উৎসব: চারদিন রবীন্দ্র সরণিতে ‘দুর্বার’

যৌনকর্মীদের অধিকারের পক্ষে তিন দশকের নিরবচ্ছিন্ন লড়াইয়ের স্মারক অনুষ্ঠান। ১২ জুলাই থেকে ১৫ জুলাই পর্যন্ত উত্তর কলকাতার রবীন্দ্র...

এক দেশ এক ভোট উপহাসে পরিণত হতে পারে: দাবি দুই প্রাক্তন প্রধান বিচারপতির

এক দেশ এক ভোট- কেন্দ্রীয়  সরকারের  ভাবনায় অনেক আইনি জটিলতা আছে।  এই পদক্ষেপ দেশের সাংবিধানিক নির্বাচনী পরিকাঠামোকে উপহাসে...

নতুন ঘাস বারাসত ময়দানে: পরিদর্শনে ক্রীড়ামন্ত্রী

খুব শীঘ্র খুলে যাবে বারাসত স্টেডিয়াম (Barasat Stadium)। প্রস্তুতি তুঙ্গে। কেমন চলছে উত্তর চব্বিশ পরগণার গুরুত্বপূর্ণ এই ময়দানের...