Tuesday, November 11, 2025

পয়লা সেপ্টেম্বর ‘পুলিশ ডে’। তার আগের দিন নবান্ন থেকে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি জানান, পুলিশের (Police) উপরতলা ও নীচুতলার মধ্যে যাতে কোনও তারতম্য না থাকে তার জন্য সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এই সিদ্ধান্ত কলকাতা ও রাজ্য পুলিশের ক্ষেত্রেই প্রযোজ্য।
কী কী সিদ্ধান্ত ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী-

• পুলিশের চাকরির ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ২৭ থেকে বাড়িয়ে ৩০ বছর করা হয়েছে।
• পুলিশ, সিভিক ভলান্টিয়াররা প্রোমোশনের জন্য বয়সের ঊর্ধ্বসীমা ২৭ বছর থেকে ৩৫ করা হয়েছে।
• চাকরিকরাকালীন কেউ মারা গেলে তাঁর পরিবারের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে।
• কলকাতা পুলিশের ড্রাইভারের বেতন ১১৫০০ থেকে বাড়িয়ে ১৩৫০০টাকা করা হল।
• পুলিশের চুক্তিভিত্তিক ড্রাইভারের বেতন ১৩৫০০ থেকে বাড়িয়ে ১৫ হাজার করে দেওয়া হল।
• চুক্তিভিত্তিক ড্রাইভাররা আগামী দিনে পরীক্ষায় বসলে কিছু সুযোগ দেওয়া হবে।
• কনস্টেবল থেকে অ্যাসিট্যান্ট সাব ইন্সপেক্টর, অ্যাসিট্যান্ট সাব ইন্সপেক্টর থেকে সাব ইন্সপেক্টর পদে পদোন্নতিতে সুযোগ থাকবে।
• মাউন্ট পুলিশের সহিসদেরও পদোন্নতির ব্যবস্থা করা হচ্ছে।
• কলকাতা পুলিশের এসিপি এবং ডিসিপিরা ইউনিফর্ম অ্যালাওন্স বা পোশাক ভাতা হিসেবে বছরে ১৫ হাজার টাকা পাবেন।
• পুলিশের SI, ASI এবং কনস্টেবলরা এতদিন ইউনিফর্মের কিট পেতেন। এবার থেকে ইউনিফর্ম ভাতা পাবেন।
• ইন্সপেক্টর পাবেন ১০ হাজার টাকা, সাব ইন্সপেক্টর পাবেন সাড়ে ৭ হাজার, অ্যাসিট্যান্ট সাব ইন্সপেক্টর পাবেন ৬ হাজার টাকা, কনস্টেবল পাবেন ৫ হাজার টাকা।
• এবছর কিট পেয়েছেন তাই পোশাক রক্ষণাবেক্ষণের বাবদ কিছু টাকা দেওয়া হবে। ইন্সপেক্টর পাবেন সাড়ে ৪ হাজার টাকা, সাব ইন্সপেক্টর পাবেন ৪ হাজার, অ্যাসিট্যান্ট সাব ইন্সপেক্টর পাবেন ৩ হাজার টাকা, কনস্টেবল পাবেন ৩ হাজার টাকা।

মুখ্যমন্ত্রী জানান, চাকরিকরাকালীন কেউ মারা তাদের ক্ষেত্রে বয়স বা শারীরিক মাপে ছাড় দেওযা হবে। তাঁরা category মতো চাকরি পাবেন। মমতা বলেন, পুলিশকর্মী দিনরাত পরিশ্রম করেন। সেই কারণে তাঁদের কাজ প্রশংসিত হওয়া উচিত।

 

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version