বুলডোজারের ভয় দেখিয়ে মাইকিং করে পুত্রবধূকে শ্বশুরবাড়িতে ঢোকাল পুলিশ

পুত্রবধূকে সসম্মানে ফিরিয়ে নেওয়ার নির্দেশ ছিল আদালতের। কিন্তু সেই নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে যোগীরাজ্যের বিজানোরে পুত্রবধূকে ঢুকতেই দেয়নি শ্বশুরবাড়ির লোকেরা। তাই কড়া হাতে পুলিশকে অন্য ব্যবস্থা নিতে হয়। কী সেই ব্যবস্থা?

আরও পড়ুন: UttarPradesh:যোগীরাজ্যে ফের ধ*র্ষণ! মেয়ের বিচার চাইতে গিয়ে পুলিশের হাতে ধ*র্ষিতা ‘মা’

বুলডোজার নীতিতে সবসময়ই বিশ্বাসী যোগীরাজ্য। এক্ষেত্রেও সেই একই পন্থা অবলম্ববন করল যোগী পুলিশ।বাড়ির সামনে বুলডোজার রেখে মাইকিং করে একরকম ভয় দেখিয়েই ওই মহিলাকে শ্বশুরবাড়িতে প্রবেশ নিশ্চিত করল পুলিশ।

৩০ বছর বয়সী গৃহবধু নুতনকে “যেকোন উপায়ে” তার শ্বশুর বাড়িতে প্রবেশ করার নির্দেশ দিয়েছিল এলাহাবাদ হাইকোর্ট। কিন্তু রায়ের ১৫ দিন পেরিয়ে গেলেও তার মান্যতা দেয়নি শ্বশুরবাড়ির লোকেরা।। শেষে  তখন বাধ্য হয়ে আদালতের আদেশ পালন করতে পুলিশ বুলডোজার নিয়ে  তার  শ্বশুরবাড়িতে পৌঁছায়, মাইকিং করে পরে বুলডোজারের ভয় দেখিয়ে কাজে সফল হন ।

Previous articleযে কোনও শর্তে জামিন দিন: ভার্চুয়াল শুনানিতে পার্থর আবেদন
Next articleGujrat: উৎসবের মরসুমে মাংস খাওয়া বন্ধ! আদালতের নির্দেশে তোলপাড় রাজ্য