Saturday, May 3, 2025

লেনি- কিয়ানের গোল, নৌ সেনাকে হারিয়ে ডুরান্ড কাপে ভেসে রইল এটিকে মোহনবাগান

Date:

মোহনবাগান ২   নৌসেনা ০

ডুরান্ড কাপে টিকে থাকল মোহনবাগান। বুধবার কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে ভারতীয় নৌসেনাকে ২-০ গোলে হারাল তারা। সবুজ-মেরুনের দুই গোলদাতা লেনি রডরিগেজ এবং কিয়ান নাসিরি। এই জয়ের ফলে ‘বি’ গ্রুপে চার ম্যাচে সাত পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে জুয়ান ফেরান্দোর দল। প্রথম স্থানে থাকা মুম্বই সিটি এফসি-র পয়েন্টও ৭। এক ম্যাচ বাকি থাকতেই তারা কোয়ার্টার ফাইনালে উঠে গিয়েছে।

মোহনবাগান গুরুত্ব দিচ্ছে ৭ সেপ্টেম্বর যুবভারতীতে এএফসি কাপের আন্তঃআঞ্চলিক সেমিফাইনালকে। তাই এদিন বিদেশিহীন ভারতীয় দল নামিয়েছিলেন জুয়ান। লক্ষ্য, সেরা খেলোয়াড়দের এএফসি কাপের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ফিট রাখা। ডার্বিতে যাঁরা খেলেননি এবং দলের কিছু তরুণ ফুটবলার মূলত এদিন সুযোগ পান। রবি রানা, অভিষেক সূর্যবংশী, হানামতে, লেনি, কিয়ান, ফারদিন আলি মোল্লারা এদিন সবুজ-মেরুন জার্সি গায়ে খেলেন। বিপক্ষ নৌসেনা দলেও কোনও বিদেশি নেই।

প্রথমার্ধে ১৮ মিনিটে মোহনবাগানকে এগিয়ে দেন লেনি। বক্সের মধ্যে থেকে বুদ্ধিমত্তার সঙ্গে গোল করেন গোয়ার ফুটবলার। ২৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন কিয়ান। ফারদিনের পাশ থেকে জামশিদ নাসিরির পুত্র সামনে বিপক্ষ গোলকিপারকে পেয়ে গোল করতে ভুল করেননি। গোলকিপারকে টপকেই অনবদ্য গোল করেন কিয়ান। তবে দুর্দান্ত খেলেন তরুণ বাঙালি স্ট্রাইকার ফারদিন। তাঁর একটি শট ক্রসবারে লেগে ফেরে। নৌসেনাকে হারালেও শেষ আটের লক্ষ্যে মোহনবাগানের ভাগ্য এখন তাদেরই হাতে। শুক্রবার নৌসেনা দল রাজস্থানকে হারালে বা ড্র করলে মোহনবাগান পৌঁছে যাবে কোয়ার্টার ফাইনালে। কিন্তু ম্যাচে রাজস্থান জিতলে ছিটকে যাবে জুয়ানের দল।

আরও পড়ুন- হাইকোর্ট চত্বরে ‘জাগোবাংলা’র স্ট্যান্ড উদ্বোধন, উচ্ছ্বসিত সবাই

Related articles

বাংলার মুখ্যমন্ত্রীর তৈরি দিঘার জগন্নাথ মন্দির অসাধারণ, বিতর্ক ঠিক নয়: মত পুরীর দৈতপতি রামকৃষ্ণের

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দিঘায় যে জগন্নাথ মন্দিরটি তৈরি করেছেন, সেটি অসাধারণ। দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের পরে পুরী ফিরে গিয়ে...

নাবালক ছাত্রকে নিয়ে পালালেন গুজরাটের শিক্ষিকা, ফিরতেই তিনি গর্ভবতী!

গুজরাটের সুরাটে এক নাবালককে অপহরণ করার অভিযোগ ওঠে তার শিক্ষিকার বিরুদ্ধে। পরিবারের অভিযোগ পেয়ে পুলিশ একটি বাস থেকে...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

৩ মে (শনিবার), ২০২৫কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.০১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯১.৮২ টাকাদিল্লিতে লিটার প্রতি...

জেলে যৌন নির্যাতনের শিকার ইমরান! রিপোর্ট ঘিরে শোরগোল

রাওয়ালপিণ্ডির আদিয়ালা জেল বন্দি প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)। আর সেখানেই না কি তিনি যৌন নির্যাতনের...
Exit mobile version