হাইকোর্ট চত্বরে বুধবার রীতমতো উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে উদ্বোধন হল ‘জাগোবাংলা’র স্ট্যান্ড। পূরণ হল দীর্ঘদিনের প্রত্যাশা। উপস্থিত ছিলেন জাগোবাংলার সম্পাদক তথা সাংসদ সুখেন্দুশেখর রায়, মন্ত্রী মলয় ঘটক, বিধায়ক অশোক দেব, দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ, মুখপাত্র বিশ্বজিৎ দেব, অশোক ঢনঢনিয়া ও তরুণ চট্টোপাধ্যায়-সহ অনেকে।
নানা মামলায় সিবিআইয়ের ব্যর্থতার পরিসংখ্যান তুলে ধরে সাংসদ সুখেন্দুশেখর রায় বলেন, পুরুলিয়া অস্ত্রবর্ষণ মামলায় ২৫ বছরে একজনকেও সিবিআই গ্রেফতার করতে পারেনি। ২০১১ সালের নেতাই গণহত্যা মামলায় সিআইডি অভিযুক্তদের কয়েকজনকে গ্রেফতার করলেও সিবিআই একচুলও এগোতে পারেনি। রবিঠাকুরের নোবেল চুরির কিনারা করতে পারেনি।
আরও পড়ুনঃ আগামিকাল পুজোর মহামিছিল: প্রস্তুতি চূড়ান্ত, একনজরে যাত্রাপথ
তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, বিরোধীদের কুৎসার জবাব দিতে তথ্য ও পরিসংখ্যান সহ দৈনিক প্রচুর রসদ থাকছে জাগো বাংলায়। বস্তুত এই কারণে দৈনিক ১১ লক্ষ পাঠকপাঠিকা জাগোবাংলা পড়ছেন। বার কাউন্সিলের চেয়ারম্যান অশোক দেব বলেন, ইডি-সিবিআইয়ের তথাকথিত সূত্রকে আমরা আইনজীবীরা মান্যতা দিই না। কোর্টের আইনজীবীরা আইন মেনে চলেন বলেই কাউকে ভয় পান না।