Thursday, November 6, 2025

আগামিকাল পুজোর মহামিছিল: প্রস্তুতি চূড়ান্ত, একনজরে যাত্রাপথ

Date:

ইউনেস্কো (UNESCO) বাংলার দুর্গাপুজোকে হেরিটেজের মর্যাদা দিয়েছে। সেই স্বীকৃতিকে ধন্যবাদ জানাতে পয়লা সেপ্টেম্বর শহরজুড়ে হবে মহামিছিল। বর্ণাঢ্য মিছিলে পা মেলাতে সবাইকে আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Benarjee)। মহামিছিলে পা মেলাবেন স্বয়ং মুখ্যমন্ত্রী। থাকবেন ইউনেস্কোর প্রতিনিধিরা, কলকাতার সমস্ত দুর্গাপুজো কমিটির প্রতিনিধিরা, থিমশিল্পী, প্রতিমা শিল্পী, আবহশিল্পী, পড়ুয়া এবং সাংস্কৃতিক কর্মীরা। দুপুর ২টো থেকে বিকাল ৫টা পর্যন্ত মিছিল ও অনুষ্ঠানের সময় ধরা হয়েছে।

মিছিলের পথ
• দুপুর ২ টোয় জোড়াসাঁকো ঠাকুরবাড়ির সামনে থেকে শুরু হবে মহামিছিল।
• শোভাযাত্রায় নেতৃত্ব দেবেন মুখ্যমন্ত্রী।
• রানি রাসমণি রোড হয়ে মহামিছিল শেষ হবে রেড রোডে।
• জোড়াসাঁকো থেকে রেড রোড প্রায় সাড়ে ৪ কিলোমিটার রাস্তা।
• দুর্গাপুজেোর আবহে সাজানো হচ্ছে রেড রোডকে।
• জোড়াসাঁকো থেকে রেড রোড রাস্তার দুধার সাজিয়ে তোলা হচ্ছে।
• যাত্রাপথের দুই ধারে বাঁশের ব্যারিকেড দেওয়া হয়েছে।

আরও পড়ুন- বর্ধমানে বামেদের আইন অমান্য ঘিরে ধুন্ধুমার: পুলিশকে মার, সরকারি সম্পত্তি নষ্ট

নিরাপত্তা ব্যবস্থা
মহামিছিলের আয়োজনে লালবাজারে একটি উচ্চপর্যায়ের বৈঠক হয়।
 পুলিশি ব্যবস্থাকে ৩টি স্তরে ভাগ করা হয়েছে – জোড়াসাঁকো ঠাকুরবাড়ি, সেন্ট্রাল অ্যাভিনিউ এবং রেড রোড। সামগ্রিক দায়িত্বে থাকবেন স্পেশাল সিপি দময়ন্তী সেন।
 ৬ জন যুগ্ম কমিশনার পদমর্যাদার পুলিশ অফিসার ওই ৩টি জোনের দায়িত্বে থাকবেন।
 প্রতিটি জোনে ১ হাজার করে মোট ৩ হাজার পুলিসকর্মী থাকবেন।
 রাস্তায় থাকবেন ২২ জন DC এবং ৪০ জন AC।
 ডোরিনা ক্রসিং এবং গিরীশ পার্কে থাকবে ৫০টি পুলিস পিকেট।
 মিছিলে থাকবে কলকাতা পুলিশের মহিলা বাহিনী ‘উইনার্স’কে।
 থাকবে কুইক রেসপন্স টিম।

মুখ্যমন্ত্রী আগেই জানিয়ে দিয়েছেন যানজট ঠেকাতে বৃহস্পতি সরকারি স্কুল, কলেজ, অফিস বেলা ১টা তেই ছুটি হয়ে যাবে। বেশ কিছু পদক্ষেপ নিচ্ছে কলকাতা পুলিশও। ২১টি গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল পুরোপুরি নিয়ন্ত্রণ করা হচ্ছে। শুধু যান চলাচলই নয়, পার্কিং পর্যন্ত বন্ধ করা হচ্ছে। সেন্ট্রাল অ্যাভিনিউয়ের রাস্তার হাওড়াগামী দিক খোলা থাকবে। আচার্য প্রফুল্লচন্দ্র রায় রোড ও আচার্য জগদীশচন্দ্র বসু রোডের একাংশ খোলা থাকবে, যাতে শিয়ালদহগামী গাড়ি চলাচল করে। দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সেন্ট্রাল অ্যাভিনিউতে যান চলাচল বন্ধ থাকবে।

রেড রোডে ইউনেস্কোর প্রতিনিধিদের সম্মানিত করবে রাজ্য সরকার। হবে সেই সাংস্কৃতিক অনুষ্ঠান। তৈরি হয়েছে বিশাল মঞ্চ। রেড রোডের সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন অভিনেত্রী শুভশ্রী। থাকবেন লোকশিল্পীরাও। পুজো উপলক্ষ্যে এক ঐতিহাসিক বর্ণাঢ্য মহামিছিলের সাক্ষী হতে চলেছে কলকাতা।

 

Related articles

JNU-তে ফের বাম জোটের জয়জয়কার, খাতা খুলতে পারল না ABVP

ফের দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভোটে (JNU Students' Union Elections) খাতা খুলতে পারল না এবিভিপি। JNU ছাত্র...

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় গাইতেই হবে রাজ্য সঙ্গীত: জারি নির্দেশিকা

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় বাধ্যতামূলক করা হল রাজ্য সঙ্গীত। বৃহস্পতিবার প্রকাশিত মধ্যশিক্ষা পর্ষদের এক নির্দেশিকায় জানানো হয়েছে,...

বিনামূল্যে হৃদরোগের চিকিৎসা – জটিল অপারেশন! ‘শিশু সাথী’ প্রকল্প নিয়ে পোস্ট মুখ্যমন্ত্রীর

নয়া মাইলফলকে পৌঁছাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হওয়া ‘শিশু সাথী’ প্রকল্প । কলকাতা, মেদিনীপুর, মুর্শিদাবাদ, মালদা, উত্তরবঙ্গ...

বিমানবন্দর থেকে ‘পলাতক’ বাঁদর, তুলকালাম নেটপাড়া

অবাক কাণ্ড! কলকাতা বিমানবন্দরে থাই এয়ারওয়েজের এক যাত্রীর ব্যাগ খুলতেই বেরিয়ে এল দুটি ছোট বাঁদর। কিন্তু আশ্চর্যের বিষয়...
Exit mobile version