Friday, August 22, 2025

Asia Cup: সূর্যর বিরাট ব্যাটিং, হংকংকে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোরে ভারত

Date:

দুর্বল হলেও হংকংকে মোটেই হালকাভাবে নেয়নি টিম ইন্ডিয়া। যোগ্যতা অর্জন পর্বে সংযুক্ত আরব আমিরশাহীকে হারিয়ে এশিয়া কাপে খেলার সুযোগ পেয়েছিল হংকং। সেই হংকংকে বুধবার এশিয়া কাপের ম্যাচে ৪০ রানে হারিয়ে সুপার ফোরে পৌঁছে গেল টিম ইন্ডিয়া।

হংকংয়ের বিরুদ্ধে এশিয়া কাপের ম্যাচে টস হেরে প্রথমে ব্যাটিং করতে হয় ভারতকে। এদিন হার্দিক পান্ডিয়া খেলেননি। তাঁর জায়গায় সুযোগ দেওয়া হয় ঋষভ পন্তকে। দারুণ বল করেন হংকং বোলাররা। বেঁধে রাখেন ভারতের দুই ওপেনিং ব্যাটারকে। মাত্র ১৩ বলে ২১ রান করেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। তাঁর ইনিংসে ছিল ২টো চার ও একটা ছক্কা মারেন তিনি। প্রথম উইকেট কিছুটা তাড়াতাড়ি পড়ে গেলেও দারুণ ব্যাট করেন বিরাট কোহলি ও লোকেশ রাহুল। রাহুল ৩৯ বলে ৩৬ রানের ইনিংস খেলেন। তাঁর ইনিংসে ছিল ২টো ছক্কা। ধরে খেলতে থাকেন বিরাট। ৪০ বলে ৫০ রানে পৌঁছে যান বিরাট। শেষপর্যন্ত ৪৪ বলে ৫৯ রান করে অপরাজিত থাকেন তিনি। শুধু হাফ সেঞ্চুরি করাই নয়। এদিনের ইনিংসে তিনটি বিশাল ছক্কাও হাঁকান তিনি। ইনিংসের শেষদিকে বিরাটকে দেখে মনে হচ্ছিল, যেন আবার আগের ছন্দে ফিরে গিয়েছেন ভারতীয় ক্রিকেটের পোস্টার বয়।

তবে এদিনের ম্যাচের সব আলো কেড়ে নিয়েছেন সূর্যকুমার যাদব। মাত্র ২৬ বলে ৬৮ রান করেন সূর্যকুমার। শেষ ওভারে পরপর চারটি ছক্কা হাঁকানোর পাশাপাশি ইনিংসে ছটি ছক্কা ও ছটি বাউন্ডারি হাঁকান সূর্যকুমার। তাঁর বিধ্বংসী ব্যাটিংয়ে ভর করেই নির্ধারিত ২০ ওভারে ২ উইকেটের বিনিময়ে ১৯২ রান তোলে ভারত।

জবাবে ব্যাট করতে নেমে পাওয়ার প্লে তেই পঞ্চাশের গণ্ডি পেরিয়ে যায় হংকং। তবে খেলার মোড় ঘুরিয়ে দেন জাদেজা। দুরন্ত থ্রো করে হংকং অধিনায়ক নিজাকত খানকে ফেরান তিনি। ব্যাটিংয়ে হংকংয়ের হয়ে সর্বোচ্চ ৪১ রানের দুরন্ত ইনিংস খেলেন বাবর হায়াত। তবে জাদেজার বলে হায়াত ফিরে যাওয়ার পর ব্যাটিংয়ে নিজেদের সেভাবে প্রমান করতে পারেনি হংকং। ভারতীয় স্পিনারদের কাছে একাবারেই শেষ হয়ে যায় তারা। শেষ অবধি ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫২ রান তোলে তারা। তবে এদিন ভারতীয় পেসাররা খুব একটা ভালো পারফরম্যান্স করতে পারেনি, যা চিন্তায় রাখবে টিম ম্যানেজমেন্টকে।

আরও পড়ুন- বাম আমলের পুরনো মামলায় তলব অনুব্রতকে! আগামিকালই হাজিরার নির্দেশ

Related articles

অর্ডার ছাড়া বর্ডার ক্রস নয়, ওয়ার্নিং নুসরতের!

অঙ্কুশ হাজরার 'গোবিন্দ দাঁত মাজে না' আর কৌশানী মুখোপাধ্যায়ের 'ডাকাতিয়া বাঁশি'র পর থেকে উইন্ডোজের সিনেমায় আইটেম ডান্স বা...

সুপ্রিম রায়ে বদল: জোর পথকুকুরদের বন্ধ্যাত্বকরণ ও প্রতিষেধকে, রয়েছে ব্যতিক্রমও

দিল্লির পথকুকুরদের নিয়ে রায় বদল করল শীর্ষ আদালত। আগের রায়ে স্থগিতাদেশ দিয়ে শুক্রবার, সুপ্রিম কোর্টের (Supreme Court) ৩...

শিল্পপতি স্বরাজ পলের মৃত্যুতে শোকপ্রকাশ প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর

৯৪ বছর বয়সে প্রয়াত অনাবাসী শিল্পপতি তথা সমাজসেবক লর্ড স্বরাজ পল (Lord Swaraj Paul)। লন্ডনে থাকলেও দেশের প্রতি...

কৌশিকী অমাবস্যার বিশেষ মাহাত্ম্য! কেন ভাদ্রমাসেই এই পুজো হয়

আজ কৌশিকী অমাবস্যা (Kaushiki Amabasya)। ভাদ্র মাসের অমাবস্যায় এই পার্বণ অত্যন্ত পুণ্যদায়ী এবং পবিত্র৷ শুক্রবার সকাল ১১.৫৫ মিনিটে...
Exit mobile version