Thursday, November 13, 2025

দাউদ ও সঙ্গীদের খোঁজ দিলেই মিলবে ২৫ লক্ষ টাকা, ঘোষণা এনআইএ-র

Date:

দাউদ (Daud Ibrahim) ও তাঁর সঙ্গীদের সন্ধান দিলেই মিলবে মোটা অঙ্কের পুরস্কার। সম্প্রতি এমনই বড়সড় ঘোষণা করল জাতীয় তদন্তকারী সংস্থা (NIA)। খোঁজ দিতে পারলেই হাতেনাতে মিলবে নগদ ২৫ লক্ষ টাকা। তবে শুধু ডি কোম্পানির (D Company) বেতাজ বাদশাই নয়, একই ভাবে দাউদের সঙ্গী ছোট শাকিল, টাইগার মেমনের জন্যও ঘোষণা করা হয়েছে ২০ লক্ষ টাকা। পাশাপাশি জাভেদ চিকনা ও আনিস ইব্রাহিমের খোঁজ দিলে মিলবে ১৫ লক্ষ টাকা।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার (National Investigative Agency) পক্ষ থেকে সম্প্রতি একটি বিবৃতিতে জানানো হয়েছে, একাধিক জঙ্গিগোষ্ঠীকে নিয়মিত সাহায্য করে চলেছেন দাউদ ইব্রাহিম ও তাঁর দলবল। ১৯৯৩ সালের মুম্বই ধারাবাহিক বিস্ফোরণের মাস্টারমাইন্ড (Mastermind) দাউদকে আগেই ‘গ্লোবাল টেররিস্টের’ তকমা দেওয়া হয়েছে।অভিযোগ, তারপরেও পাকিস্তানের (Pakistan) আশ্রয়ে বহাল তবিয়তে রয়েছেন এই ডন। কিন্তু পাকিস্তান কখনওই স্বীকার করেনি যে দাউদকে তারা দেশে আশ্রয় দিয়েছে বরং ভারত-পাক দ্বিপাক্ষিক বৈঠকে (Indo Pak Bilateral Meeting) নয়াদিল্লি আগে যতবার দাউদের প্রসঙ্গ তুলেছে, ততবারই ইসলামাবাদ (Islamabad) সাফ জানিয়েছে এই তথ্য পুরোপুরি ভুল। দাউদ পাকিস্তানে থাকেন না।

এরপরই গত বছর পাকিস্তানের দাউদকে আশ্রয় দেওয়ার অভিযোগে ফের রাষ্ট্রসংঘের (United Nations) দ্বারস্থ হয় ভারত। আন্ডারওয়ার্ল্ডের বেতাজ বাদশাকে ধরতে অনেকদিন থেকেই চেষ্টা চালিয়ে যাচ্ছে ভারত। পাকিস্তানের গোপন ডেরায় দাউদ আত্মগোপন করে আছে এমন খবরও সামনে এসেছে। যদিও সেই বিষয়ে এখনও কোনও সঠিক খবর মেলেনি।

গোয়েন্দা দফতরের উচ্চপদস্থ আধিকারিকরা জানিয়েছেন, একটি স্পেশ্যাল ইউনিট (Special Unit) গঠন করে ভারতে বিস্ফোরক (Explosives), অস্ত্রশস্ত্র (Weapons), জাল নোট (Fake Notes) ও ড্রাগস পাচারের (Drugs Smugglin) মতো কাজ চালিয়ে যাচ্ছেন দাউদ ও তার সঙ্গীরা। শুধু তাই নয় কুখ্যাত কিছু নিষিদ্ধ সংগঠনের স্লিপার সেলকে (Sleeper Cell) কাজে লাগিয়ে দেশের বেশ কয়েকজন রাজনৈতিক নেতা ও ব্যবসায়ীকে খুন করার ষড়যন্ত্র করছে তারা।

চলতি বছরের মে মাসে দাউদ ইব্রাহিমের সঙ্গীদের খোঁজে মুম্বইয়ের প্রায় ২০টিরও বেশি জায়গায় হানা দেয় (Raid) এনআইএ। মুম্বইয়ের একাধিক জায়গায় অভিযান চালানো (Search Operation) হয়। তল্লাশি চলাকালীন দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ এক ব্যক্তিকে মুম্বইয়ের বাড়ি থেকে আটক করেন গোয়েন্দারা। সেখান থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিও হাতে আসে তদন্তকারীদের।

 

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version