Friday, May 9, 2025

লক্ষ্য কি অ-বিজেপি জোট? কেসিআরের নীতীশ-তেজস্বী সাক্ষাতে জল্পনা

Date:

Share post:

বিহারে বিজেপির(BJP) সঙ্গ ছেড়ে মহাজোটে অংশ নেওয়ার পর অ-বিজেপি জোটে গুরুত্ব বেড়েছে জেডিইউ(JDU) নেতা নীতীশ কুমারের। এই ঘটনার পরই বিহারে গিয়ে মুখ্যমন্ত্রী নীতীশ কুমার(Nitish Kumar) ও উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের(Tejaswi Yadav) সঙ্গে সাক্ষাৎ করলেন তেলেঙ্গানার(Telengana) মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও(K ChandraShekhar Rao)। ঘোর বিজেপি বিরোধী কেআরের এই সাক্ষাতে রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়েছে। কারণ ২৪-এর লোকসভা নির্বাচনকে মাথায় রেখে বিগত কয়েকমাস ধরেই অ-বিজেপি এবং অ-কংগ্রেসি সমমনস্ক দলগুলিকে একজোট করার প্রয়াস চালিয়ে যাচ্ছেন তিনি।

বৃহস্পতিবার পাটনায় একত্রে মধ্যাহ্ন ভোজ করেন নীতীশ কুমার, তেজস্বী যাদব এবং কেসিআর। পাশাপাশি বেশ কয়েকটি অনুষ্ঠানেও একত্রে দেখা যায় তাঁদের। এই সাক্ষাতকে যে বেশ তাৎপর্যপূর্ণ তা অস্বীকার করছে না রাজনৈতিক মহল। কারণ আগামী লোকসভা নির্বাচনকে মাথায় রেখে ইতিমধ্যেই কোমর বাধতে শুরু করেছে বিরোধী শিবির। একদিকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন উদ্যোগ নিচ্ছেন, অন্যদিকে তেমনি একতা রক্ষার কাজ চালিয়ে যাচ্ছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কেসিআর। বিরোধীদের কাছে একটা বিষয় বেশ স্পষ্ট যে, চব্বিশ-সমরে একতাই মোদির বিরুদ্ধে লড়াইয়ের মূলমন্ত্র। পাশাপাশি এটাও তারা বেশ বুঝেছে এই লড়াই থেকে কংগ্রেস শত ক্রোশ দূরে সরে গিয়েছে। ফলে লড়াই করতে গেলে দেশের সব বিরোধীদের এক ছাতার তলায় আনা ভীষণভাবে প্রয়োজন। সেদিকে নজর রেখেই সদ্য এনডিএর সঙ্গ ত্যাগ করা জেডিইউ প্রধান নীতীশ কুমারের গুরুত্ব বেড়েছে অবিজেপি জোটে। বৃহস্পতিবার পাটনা গিয়ে সেই জোটের মন্ত্রে নীতীশকে বাধা হল বলে মনে করছে রাজনৈতিক মহল।

spot_img

Related articles

নগদ উদ্ধারকাণ্ডে বিচারপতি ভার্মার ইমপিচমেন্ট সুপারিশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির

শীর্ষ আদালতের বিচারপতির বাড়ি থেকে উদ্ধার কাঁড়ি কাঁড়ি টাকা, গত মার্চ মাসে এই ছবিটা উঠে আসার পরই বিচারপতি...

শুক্রবার ভোরে রামগড় BSF ক্যাম্পে পাক-ড্রোন হামলা ব্যর্থ করল ভারতীয় সেনা

কোনও ছাড় নয়। পাকিস্তানজুড়ে প্রত্যাঘাত ভারতের। এমনকি দেশের মাটিতে পাকিস্তানের আঘাতের হাত থেকে রক্ষা করছে ভারতীয় সেনা (Indian...

বিশ্বকবির জন্মদিনে রবীন্দ্র কবিতায় শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর, সমাজমাধ্যমে পোস্ট অভিষেকের 

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীতে (Rabindranath Tagore Birth Anniversary) কবিগুরুর লেখা কবিতা পোস্ট করেই শ্রদ্ধা নিবেদন করলেন বাংলার মুখ্যমন্ত্রী...

পাকিস্তানি সশস্ত্র বাহিনীর ড্রোন হামলা প্রতিহত, প্রেস বিবৃতিতে জানালো ভারতীয় সেনা

সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন (Ceasefire Violation) করে সীমান্তের লাগাতার আক্রমণ করে চলেছে পাকিস্তান। বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে শুক্রবার...