Thursday, December 4, 2025

দক্ষিণের জেলাগুলিতেও ইউনেস্কোকে ধন্যবাদ জানিয়ে শোভাযাত্রা

Date:

Share post:

বাংলার দুর্গাপুজোকে ইউনেস্কোর (UNESCO) হেরিটেজ তকমা দেওয়ায় কলকাতার (Kolkata) পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) নির্দেশ মতো রাজ্যের প্রতিটি জেলায় বৃহস্পতিবার বর্ণাঢ্য শোভাযাত্রা হল। বাংলার উত্তর থেকে দক্ষিণ জেলায় জেলায় রঙিন মিছিল।

বারাসতের বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনে সাংস্কৃতিক অনুষ্ঠানের পর জেলা প্রশাসনের উদ্যোগে পদযাত্রা শুরু ও শেষ হয় মধ্যমগ্রাম চৌমাথার সুভাষ ময়দানে। ছিলেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, রথীন ঘোষ, পার্থ ভৌমিক, জেলাশাসক শ্রী শরদকুমার দ্বিবেদী, পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায় ও জে বি থমাস, সব্যসাচী দত্ত, বিধায়ক বীণা মণ্ডল ও নারায়ণ গোস্বামী, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ-সহ জনপ্রতিনিধি ও সরকারি আধিকারিকরা।

হুগলি জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য পদযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে ছিলেন মন্ত্রী বেচারাম মান্না, সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও অপরূপা পোদ্দার, পুলিশ কমিশনার অমিত পি জাভালগী, তৃণমূলের রাজ্য কমিটির সদস্য দিলীপ যাদব-সহ বিশিষ্টজনেরা।

বহরমপুরে মুর্শিদাবাদ জেলা প্রশাসন আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রায় হাঁটলেন জেলাশাসক রাজর্ষি মিত্র, পুলিশ সুপার সবরী রাজকুমার, মন্ত্রী সুব্রত সাহা, আখরুজ্জামান, বহরমপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি সাওনি সিংহ রায় প্রমুখ।

বাঁকুড়ায় মহামিছিলে পুজো উদ্যোক্তা, প্রতিমাশিল্পী ও পড়ুয়ারা পা মেলান। ছৌ, রণপা, ঝুমুর, আদিবাসী নৃত্য-সহ মিছিল লালবাজার হিন্দু স্কুল ময়দান থেকে ইন্দারাগোড়া, রানিগঞ্জ মোড়, চকবাজার হয়ে মাচানতলা পরিক্রমা করে।

ডায়মন্ড হারবারের এসডিও গ্রাউন্ড থেকে শুরু হওয়া শোভাযাত্রায় ছিলেন মন্ত্রী বঙ্কিম হাজরা, দিলীপ মণ্ডল, জেলাশাসক সুমিত গুপ্তা, পুলিশ সুপার, বিধায়ক-সহ জনপ্রতিনিধি, পুজো সংগঠক, স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা।

রামপুরহাটের শোভাযাত্রায় ঢাক-ঢোল, ভাদু, রণপা নৃত্য-সহ ইউনেস্কোর তকমাখচিত ব্যানার নিয়ে শহর ঘোরেন পুজো কমিটির সদস্যদর সঙ্গে বিধানসভার উপাধ্যক্ষ আশিস বন্দ্যোপাধ্যায়, ত্রিদিব ভট্টাচার্য, অমিত চক্রবর্তী প্রমুখ। সিউড়ির শোভাযাত্রায় ছিলেন জেলাশাসক বিধান রায়, জেলা সভাধিপতি বিকাশ রায়চৌধুরী, পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী প্রমুখ। পুরুলিয়ায় ভিক্টোরিয়া স্কুল ময়দান থেকে শুরু হয়ে শহর পরিক্রমা করে শোভাযাত্রা শেষ হয় রথতলায়।

আরও পড়ুন:তিস্তা সেতালবাদ মামলা: গুজরাট সরকারকে গুচ্ছ প্রশ্ন সুপ্রিম কোর্টের 

 

spot_img

Related articles

শিক্ষামন্ত্রী না থাকলে বিজয়ের গোড়ায় পৌঁছানো সম্ভব হত না: কৃতজ্ঞতা প্রকাশ পর্ষদ সভাপতির

রাজনৈতিক অভিসন্ধি থেকে যে ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তা প্রমাণ...

রাস্তা তৈরি থেকে অন্যান্য পরিষেবা কেমন চলছে? নজরদারিতে বিরাট সিদ্ধান্ত নবান্নের

রাজ্যে উন্নয়নের গতি কোনওভাবেই যেন থেমে না যায়, সদা তৎপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশনের চাপিয়ে দেওয়া এসআইআর...

বৃহস্পতিবার লক্ষাধিক জমায়েত: দলনেত্রীর সম্প্রীতির বার্তা শুনতে অপেক্ষায় বহরমপুর

রাজ্যে এসআইআর পরিস্থিতি ও বিজেপির ক্রমাগত উস্কানির রাজনীতির মধ্যেই জেলা সফরে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার...

আর জি কর মামলার তদন্ত শেষ, সমন পাঠানোর নির্দেশ আখতার আলিকে

আর জি কর হাসপাতালের মামলার তদন্ত শেষ হয়েছে বলে বুধবার আলিপুর বিশেষ সিবিআই আদালতকে জানাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা...