Thursday, August 28, 2025

রাজপথে বর্ণাঢ্য মহামিছিল, ‘পরশ্রীকাতর’ বাম-বিজেপির সমালোচনাকে পাত্তা দিচ্ছে না তৃণমূল

Date:

এক মাস আগে পুজোর সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন জোড়াসাঁকো থেকে যে শোভাযাত্রা শুরু হয়, সেখান থেকেই মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যায়, “আজ থেকেই আমাদের দুর্গাপুজো শুরু হয়ে গেল। এবারের পুজোয় নতুন আগমন। নতুন আগমনী মায়ের। আমরা ইউনেস্কোকে ধন্যবাদ জানাই। আমাদের সকল বন্ধুকে ধন্যবাদ জানাই, যারা কলকাতার দুর্গাপুজোকে ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ করতে সহযোগিতা করেছেন। জয় মা দুর্গা বলে এগিয়ে চলুন। সব ধর্ম, সব বর্ণ, সব সম্প্রদায়, সবাইকে নিয়ে।”

বৃহস্পতিবার শহর যখন উৎসবমুখর। রাজপথ যখন ঢাকের বোল, ধামসা, মাদলের তালে মুখরিত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্ণাঢ্য শোভাযাত্রায় পা মেলালেন, সেই সময় বারবার বিজেপি নেতাদের মুখে শোনা গেল,’এই কৃতিত্ব পুরোপুরি মোদি সরকারের’। বিজেপির মুখপাত্র অমিত মালব্য এদিন একটি টুইটে লেখেন, ‘ইউনেস্কো ইনট্যানজিবল কালচারাল হেরিটেজের সম্মান জানিয়েছে দুর্গাপুজাকে। মমতা বন্দ্যোপাধ্যায় এর জন্য একটি শোভাযাত্রা করছেন। তিনি এই স্বীকৃতির কৃতিত্ব নিতে চান। কিন্তু সত্যি এটাই যে, এই কৃতিত্বে তাঁর কোনও ভূমিকাই নেই। এই কৃতিত্ব এসেছে মোদী সরকারের অধীনস্থ সঙ্গীত নাটক অ্যাকাডেমির জন্য।’

আরও পড়ুন- Bangladesh : ১০ হাজার ডলারের বেশি রাখতে পারবে না কোন ব্যক্তি, নির্দেশ দিল কেন্দ্রীয় ব্যাঙ্ক  

যদিও এদিনই জোড়াসাঁকোতে দাঁড়িয়ে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, “এটা সারা পৃথিবীর কাছে ভারতের গর্ব। আর এটা তৈরি করে দিয়েছেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেশ বিদেশ থেকে মানুষ এসেছেন। এছাড়া টেলিভিশন, সোশ্যাল মিডিয়াতেও মানুষ দেখছেন। এটা একটা অন্য মেজাজ। যারা রাজনীতি করছে করুক, বৈদিক ভিলেজে খেয়েছে, ঢেকুর তুলুক, ওরা বুঝবে না। এটা অনুভবের, উপলব্ধির। বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ করতে পারেন, কিন্তু ওরা যে রাজনৈতিক দলে, তাতে পারবে না। বাংলা যদি দুর্গাপুজো না নিয়ে যেত, ওদের সাধ্য ছিল এই জায়গায় নিয়ে যাওয়ার?”

এমনকি কটাক্ষবাণ শানাতে দেখা গেল বাম নেতা মহম্মদ সেলিমকে (MD. Selim)। একইসঙ্গে ‘মমতা-আরএসএস’ (RSS-Mamata relationship) সম্পর্ক নিয়েও তুলোধনা করলেন তিনি।  “আরএসএস তাঁকে দুর্গা বলে দিয়েছিল। আর তিনি আরএসএসের দুর্গা রোল প্লে করছেন।”  এ ভাষাতেই এদিন কাটক্ষ করতে দেখা গেল সেলিমকে। একইসঙ্গে মমতার এই উদ্যোগে আদপে “সংকীর্ণ রাজনীতির স্বার্থে, দুর্গা ঠাকুরের জন্য নয়” বলেও তোপ দেগেছেন সেলিম। একইসঙ্গে দুর্গাপুজোর নিজস্বতা নিয়ে প্রশ্ন তুলে সেলিম বলেন, “প্রতিটা ব্লকের একটা নিজস্বতা আছে। যে দুর্গাপুজো মডেল ছিল স্বনির্ভর, স্বকীয়, স্বতন্ত্র। আজকে আরএসএস গোটা ধর্মটাকে রাজনীতির মিশ্রণ করে একটা টানেলের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। মমতাও তাই করছেন। যেখানে শত ফুল বিকশিত নয়, সব ফুল এসে তাঁর পায়ে পড়ুক। আরএসএস তাঁকে বলে দিয়েছিল দুর্গা তিনি। আর তিনি আরএসএসের দুর্গা রোল প্লে করছেন। সরকারি ছুটি দিয়ে, স্কুলগুলিকে দিয়ে, কর্পোরেশনকে দিয়ে সবাইকে জড়ো করতে হবে। কারণ ইস্যুটাকে পাল্টাতে হবে।”

বাম-বিজেপি এই উদ্যোগকে যতই সমালোচনা করুক না কেন, তাকে আমল দিতে নারাজ তৃণমূল।তাদের সাফ কথা, দুর্গাপুজোর সঙ্গে বাঙালির আবেগ জড়িয়ে।সেটা নিয়ে যারা রাজনীতি করছেন করুন।

 

Related articles

ওয়াক ফর প্যারালিম্পিকসে হাঁটলেন একাধিক বিশেষ ক্ষমতা সম্পন্ন অ্যাথলিটরা

প্রতিবছরের মতো এই বছরও হয়ে গেল সিভিলিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে walk for paralympics পদযাত্রা। এই পদযত্রা শুরু হয়েছিল...

পদপিষ্ট হওয়ার প্রায় ৮৪ দিন পর নীরবরতা ভাঙল RCB

আরসিবির(RCB) বিজয়োল্লাসের সেই মর্মান্তিক ঘটনা ঘটার পর প্রায় ৮৪ দিন পর  নীরবতা ভাঙল রয়্যাল চ্যালেঞ্জারেস বেঙ্গালুরু। সেই ঘটনার...

আমাকে স্টেনগান-পাইপগান নিয়ে তাড়া করেছিল: গায়ে কাঁটা দেওয়া অভিজ্ঞতা শোনালেন তৃণমূল সভানেত্রী

তৃণমূল ছাত্র পরিষদ (TMCP) প্রতিষ্ঠা দিবস। আর বৃহস্পতিবার সেই সমাবেশে বক্তব্য রাখতে উঠে স্মৃতি মেদুর তৃণমূল (TMC) সুপ্রিমো...

এখনও চুপ মোদি! শুল্ক লাগুর পরেও ভারত নিয়ে কুকথা ট্রাম্পের পারিষদদের

পাকিস্তানের সঙ্গে সংঘাতের সময়ে বারবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন ভারত-পাকিস্তানের যুদ্ধ তিনি থামিয়েছিলেন। তখন চুপ করেছিলেন...
Exit mobile version