Friday, December 5, 2025

INS Vikrant: সরে গেল ব্রিটিশ শাসনের চিহ্ন, ভারতীয় নৌবাহিনীতে নয়া প্রতীক

Date:

Share post:

স্বাধীনতার ৭৫ বছরে ব্রিটিশ শাসনের চিহ্ন মুছে ফেলল ভারতীয় নৌ সেনা (Indian Navy)। জলে ভাসল আইএনএস বিক্রান্ত (INS Vikrant), আর তার সঙ্গেই তৈরি হল ঐতিহাসিক মুহূর্ত। ভারতে তৈরি প্রথম যুদ্ধবিমানবাহী যুদ্ধজাহাজ আইএনএস বিক্রান্ত ((INS Vikrant)আজ যাত্রা শুরু করল। আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী (PM)। আর তার সঙ্গেই বদলে গেল ভারতীয় নৌবাহিনীর পতাকা। ব্রিটিশ শাসনের স্মৃতিবাহী সেন্ট জর্জ ক্রস নয়, এবার থেকে ইন্ডিয়ান নেভির পতাকায় ছত্রপতি শিবাজির ‘রাজমুদ্রা’।

সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি প্রথম বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্ত। ভারতের নৌ সেনার ইতিহাসে এই প্রথম এত বড় যুদ্ধজাহাজ তৈরি করা সম্ভব হয়েছে। শুক্রবার সকালে কেরলের কোচিতে একটি অনুষ্ঠানের মাধ্যমে নতুন এই বিমানবাহী যুদ্ধজাহাজের যাত্রা শুরু হয়। এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, আইএনএস বিক্রান্ত শুধুমাত্র একটি যুদ্ধাস্ত্র নয়। ভারতের দক্ষতা এবং প্রতিভারও প্রমাণ। এদিন ভারতীয় নৌবাহিনীর প্রতীক (New Naval Ensign) নতুন করে উন্মোচিত হল। এদিন প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন এতদিন ব্রিটিশ শাসনের চিহ্ন ছিল ভারতীয় নৌবাহিনীর (Indian Navy)প্রতীকে। এবার থেকে তা সরে গেল। আর ভারতের গর্ব ছত্রপতি শিবাজির আদর্শ থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করা হল নতুন প্রতীক। এর আগে ভারতীয় নৌসেনায় ব্রিটিশ আমলের সেন্ট জর্জ ক্রস এর ছবি ছিল। প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর আমলেও এক বার ভারতীয় নৌবাহিনীর পতাকা বদল করা হয়েছিল। ১৯৫০ সালের পর থেকে এই নিয়ে চার বার রং এবং ধাঁচ বদলাল ভারতীয় নৌসেনার পতাকার। বিজেপি সরকারের আমলে প্রথম নৌসেনার যে পতাকা বাতিল করা হয় তার রং ছিল সাদা। তাতে লাল রঙের ক্রস চিহ্ন ছিল। তার মধ্যে এক কোণে ছিল ভারতের জাতীয় পতাকা। ওই কোণটিতেই ব্রিটিশ শাসনে রয়্যাল ইন্ডিয়ান নেভির পতাকায় শোভা পেত ইউনিয়ন জ্যাক। তবে এবার মোদীর উদ্বোধন করা নতুন পতাকায় সাদা পতাকার কোণে ভারতের জাতীয় পতাকা থাকলেও মুছে দেওয়া হয়েছে জর্জ ক্রস। যুক্ত করা হয়েছে ভারতীয় নৌসেনার প্রতীক এবং স্লোগান, ‘শ নৌ বরুণ’ । দেশে তৈরি প্রথম বিমানবাহী যুদ্ধজাহাজ আইএনএস বিক্রান্তকে ভারতীয় নৌসেনার হাতে তুলে দেওয়া হয় আজ।

spot_img

Related articles

কুণালে হাত ধরে ‘অরণ্যবহ্নি রানি শিরোমণি’ বইয়ের প্রচ্ছদ প্রকাশ

তাঁর লেখা 'রানি সাহেবা' বইয়ের মাধ্যমে চুয়াড় বিদ্রোহের নেত্রী রানি শিরোমণিকে আবার পাদপ্রদীপের নিয়ে এসেছিলেন প্রাক্তন সাংসদ তথা...

বাংলা সম্পর্কে সংসদে অসত্য বলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী! তীব্র ধিক্কার দোলাদের

রাজ্যসভায় সেন্ট্রাল এক্সাইজ অ্যামেন্ডমেন্ট বিলের উপর আলোচনার শেষে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বক্তব্য ঘিরে তুমুল বিতর্কের সৃষ্টি হল।...

সন্দেশখালি কাণ্ডে আরও চাপে শেখ শাহজাহান! হাইকোর্টে বিস্ফোরক রিপোর্ট সিবিআইয়ের

আরও বিপাকে সন্দেশখালির শেখ শাহজাহান ও তাঁর ঘনিষ্ঠরা। কলকাতা হাইকোর্টে জমা দেওয়া সিবিআই–এর সর্বশেষ অনুসন্ধানী রিপোর্টে দাবি করা...

আর জি কর চিকিৎসক অনিকেত মামলায় নতুন মোড়! সুপ্রিম কোর্টে রাজ্যের এসএলপি

আর জি কর মেডিক্যাল কলেজের চিকিৎসক ডাঃ অনিকেত মাহাতোর যোগদান সংক্রান্ত মামলায় নয়া মোড়। আগামী ৮ই ডিসেম্বর এই...