Thursday, December 18, 2025

অবশেষে সুপ্রিমকোর্টে জামিন পেলেন সমাজকর্মী তিস্তা সেতালবাদ

Date:

Share post:

তিস্তা সেতালবাদ(Teesta Setalvad) জামিন মামলায় বৃহস্পতিবার গুজরাত সরকারকে(Gujrat Govt) তোপ দেগে একাধিক প্রশ্ন তুলেছিল দেশের শীর্ষ আদালত(Supreme Court)। স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিল, এই মামলায় এমন কিছু নেই যাতে জামিন দেওয়া যায় না। দীর্ঘ ২ মাস জেলবন্দি থাকার পর অবশেষে শুক্রবার তিস্তার জামিনের আবেদনের শুনানিতে ওই সমাজকর্মীর জামিন মঞ্জুর করল দেশের শীর্ষ আদালত। যদিও তদন্তে পূর্ণ সহযোগিতা ও পাসপোর্ট জমা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার তিস্তার জামিন মামলায় গুজরাত সরকারকে তোপ দাগার পাশাপাশি উদ্বেগ প্রকাশ করে সুপ্রিমকোর্ট। পাশাপাশি তিস্তা র গ্রেফতারি নিয়ে একগুচ্ছ প্রশ্ন তোলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ইউ ইউ লতিতের বেঞ্চ। বলা হয়, “এই মামলায় এমন কোন অপরাধ নেই যার জন্য জামিন দেওয়া যাবে না।” চার্জশিট না পেশ করে কোনও মহিলাকে এতদিন বন্দি রাখা নিয়ে প্রশ্ন তোলে শীর্ষ আদালত। বৃহস্পতিবার আদালত বলে, এই মামলায় UAPA (Unlawful Activities (Prevention) Act) বা সন্ত্রাস বিরোধী আইনের ধারায় কোনও অভিযোগ নেই। সেক্ষেত্রে কোনও মামলায় কোনও মহিলাকে এভাবে আটকে রাখার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলা হয়। অবশেষে ওই সমাজকর্মীর জামিনের আবেদনে অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করল আদালত।

উল্লেখ্য, ২০০২-এর গুজরাট দাঙ্গায় নির্দোষ ব্যক্তিদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ আনার ‘অপরাধে’ গত ২৫ জুন গ্রেফতার করা হয় তিস্তাকে। ২০০২-এর গুজরাট দাঙ্গায় তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) ক্লিনচিট দিয়েছিল বিশেষ তদন্তকারী দল (সিট)। সেই ক্লিনচিটকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন দাঙ্গায় নিহত কংগ্রেস সাংসদ এহসান জাফরির স্ত্রী জাকিয়া। সেই আবেদন খারিজ করে শীর্ষ আদালত জানিয়েছিল, উদ্দেশ্যপ্রণোদিত ভাবে নির্দোষ ব্যক্তিদের ফাঁসানোর চেষ্টা হচ্ছে। এই ষড়যন্ত্রের সঙ্গে যুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছিল আদালত। গুজরাট মামলায় জাকিয়া জাফরির আবেদন খারিজ হওয়ার পরের দিনই গ্রেফতার হন তিস্তা সেতালবাদ। একইসঙ্গে গ্রেফতার হন গুজরাটের অবসরপ্রাপ্ত ডিজিপি আর বি শ্রীকুমারকে। অন্য অভিযুক্ত, প্রাক্তন আইপিএস সঞ্জীব ভাট একটি মামলায় জেলেই রয়েছেন। তিন জনের বিরুদ্ধেই ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়।

spot_img

Related articles

নিউটাউনের ঝুপড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

উত্তর ২৪ পরগনার নিউটাউনে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার সন্ধ্যার পর...

বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভ: বিনিয়োগের বার্তা নিয়ে শিল্পপতিদের সামনে মুখ্যমন্ত্রী

রাজ্যে শিল্প ও বিনিয়োগের সম্ভাবনাকে আরও বিস্তৃত করতে বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে চলেছে ‘বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভ’। ধনধান্য প্রেক্ষাগৃহে...

২২ জানুয়ারি থেকে শুরু ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা, ভার্চুয়ালেও মিলবে মেলার স্বাদ

আর দেড় মাসের অপেক্ষা। আগামী ২২ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। বইপ্রেমীদের জন্য এ...

যুবভারতীর বিশৃঙ্খলা-কাণ্ডে শোকজের জবাব জমা তিন শীর্ষ কর্তার

যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসির অনুষ্ঠান ঘিরে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনায় শোকজের জবাব জমা দিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, ক্রীড়া...