Friday, May 23, 2025

নির্ধারিত সময়ের অনেক আগেই ইডির দফতরে পৌঁছলেন অভিষেক

Date:

Share post:

নির্ধারিত সময়ের অনেক আগেই শুক্রবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) দফতর সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সকাল পৌনে ১১টা নাগাদ সিজিও কমপ্লেক্সে পৌঁছে যান তিনি। সাড়ে ১১টা নাগাদ তাঁকে জিজ্ঞাসাবাদ পর্ব শুরু হবে।

আরও পড়ুন:আজ কলকাতায় ইডির মুখোমুখি অভিষেক

মুখ্যমন্ত্রীর আশঙ্কাকে সত্যি করে তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সমাবেশের ঠিক পরের দিনই দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে তলব করে ইডি। এর আগে, এই মামলায় দিল্লিতে ইডির দফতরে হাজিরা দিয়েছিলেন অভিষেক।সে বার তাঁকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করেছিলেন তদন্তকারীরা। এই প্রথম কলকাতায় সিজিও কমপ্লেক্সে বেলা ১১টা নাগাদ তাঁকে তলব করা হয়। ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যাঁরা দিল্লিতে আগে জিজ্ঞাসাবাদ করেছিলেন, ইডির সেই আধিকারিকরা কলকাতায় পৌঁছেছেন। তাঁদের মধ্যে কয়েকজন সাইবার এক্সপার্ট রয়েছেন। তাঁরা অভিষেকের নথি খতিয়ে দেখবেন। অন্য একটি দল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করবেন। দিল্লির এই টিমটি সিজিও কমপ্লেক্স ইডি দফতরে এসে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করেছিল। এঁরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সেই প্রত্যেকটি বয়ান মিলিয়ে দেখবেন । এমনকি অভিষেকের বয়ানও রেকর্ড করা হবে।

জানা গেছে, কয়লাকাণ্ডে তদন্ত করতে গিয়ে নতুন করে বেশ কিছু জায়গায় তল্লাশি চালায় ইডি। বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করে সেখান থেকেই বেশ কিছু তথ্য মিলেছে সেই সম্পর্কেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে ইডি সূত্রে খবর অভিষেক বন্দ্যোপাধ্যায় এর আগে তদন্তে সহযোগিতা করেছিলেন।এবারও তেমনটি করবেন তিনি।

প্রসঙ্গত, গত ২৩ জুন সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছিলেন অভিষেক-পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়। পুত্রসন্তানকে কোলে নিয়ে ইডি দফতরে গিয়েছিলেন তিনি।

spot_img

Related articles

বাংলার কনিষ্ঠ অঙ্গদাতা হয়ে ইতিহাস গড়ল ১২ বছরের উমাঙ্গ! 

'জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর'—এই প্রবাদকে সত্যি প্রমাণ করল কলকাতার এক ১২ বছরের কিশোর,...

চিপস চুরির অপবাদ! অপমানে আত্মঘাতী ছাত্র, উত্তাল পাঁশকুড়া

চিপস চুরির অপবাদ সহ্য করতে না পেরে আত্মঘাতী হল পাঁশকুড়ার এক সপ্তম শ্রেণীর ছাত্র। বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায়...

নির্বাচন ঘিরে একগুচ্ছ প্রতিশ্রুতি দেবাশিসের নেতৃত্বাধীন শাসক গোষ্ঠীর

বেশ কয়েকদিন আগেই ইস্তেহার প্রকাশ করেছিল মোহনবাগানে(Mohunbagan) এই মুহূর্তে বিরোধি গোষ্ঠী। সৃঞ্জয় বোসরা(Srinjoy Bose) সেখানে নানান প্রতিশ্রুতির কথা...

অনুমতি ছাড়া কর আদায় নয়! কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর, জারি নির্দেশিকাও 

ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থায় কোনও রকম সরকারি অনুমতি ছাড়া কর আদায় বন্ধ করতে কড়া নির্দেশ জারি করলেন মুখ্যমন্ত্রী মমতা...