Sunday, August 24, 2025

টিকা নিয়ে মেয়ের মৃত্যু, বিল গেটস-সেরামের বিরুদ্ধে ১ হাজার কোটির ক্ষতিপূরণ দাবি

Date:

Share post:

করোনা টিকা(Covid Vaccine) নেওয়ার পর মেয়ের মৃত্যু হয়েছে। গুরুতর এমনই অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হয়েছেন দিলীপ লুনওয়াত(Dilip Lunwat) নামের এক ব্যক্তি। শুধু তাই নয়, এই মৃত্যুর জেরে ধনকুবের বিল গেটস ও সেরাম ইনস্টিটিউটের কাছে ১ হাজার কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন তিনি। কন্যাহারা বাবার আবেদনের ভিত্তিতে গেটস এবং সেরামকে শুক্রবার নোটিস ধরিয়েছে বম্বে হাই কোর্টে(Bombe High Court)।

ওরাঙ্গাবাদের বাসিন্দা দিলীপ লুনওয়াত আদালতে মামলা দায়ের করে জানিয়েছেন, তাঁর মেয়ে পেশায় চিকিৎসক ছিলেন। একইসঙ্গে ছিলেন একটি ডেন্টাল কলেজের লেকচারার। ভারত সরকার চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সর্বপ্রথম ভ্যাকসিন নেওয়ার নির্দেশিকা জারি করেছিল। তাই তাঁর মেয়েকেও তখন ভ্যাকসিন নিতে হয়েছিল। বলা হয়েছিল, এই টিকা সম্পূর্ণ সুরক্ষিত। কিন্তু তারই পার্শ্বপ্রতিক্রিয়ায় প্রাণ হারাতে হয় তাঁর মেয়েকে। পাশাপাশি তিনি সংবাদমাধ্যমকে জানান, “মেয়ের জীবন চলে গিয়েছে। কিন্তু যারা এভাবে বহু মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে, তাদের সুবিচার চেয়েই আদালতের দ্বারস্থ হয়েছি।”

উল্লেখ্য, ২০২০ সালে বিশ্বজুড়ে ভয়াবহ আকার নেয় করোনার প্রকোপ। সেই সময় গোটা দুনিয়ায় কোভিশিল্ড ভ্যাকসিনের ১০০ মিলিয়ন ডোজ পৌঁছে দিতে বিল গেটসের সঙ্গে হাত মেলান সেরাম ইনস্টিটিউট (Serum Institute) প্রধান আদর পুনাওয়ালা। এই ভ্যাকসিনের পার্শ্বপ্রতিক্রিয়াতেই দিলীপের মেয়ের মৃত্যু হয় বলে অভিযোগ। যের জেরেই গেটস ও সেরামকেই কাঠগড়ায় তুলেছেন তিনি। পাশাপাশি নিজের আবেদনে স্বাস্থ্যমন্ত্রক, DCGI, ড. ভিজি সোমানি, ড্রাগ কন্ট্রোল জেনারেল এবং এইমসের ডিরেক্টর ড. রণদীপ গুলেরিয়ার নামও উল্লেখ করেছেন ওই মামলাকারী।

spot_img

Related articles

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...