Sunday, November 16, 2025

বিমানবন্দরে অনুপ্রবেশ, জোর করে উড়ানের অনুমতি আদায়: ৯ বিজেপি নেতার বিরুদ্ধে FIR

Date:

জোর করে বিমানবন্দরে(AirPort) ঢুকে নিয়ম ভেঙে বিমান টেকঅফ করানোর অভিযোগ উঠল বিজেপি(BJP) সাংসদ সহ ৯ জন বিজেপি নেতার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের(Jharkhand) দেওঘর বিমান বন্দরে। রাতে ওই বিমান বন্দরে বিমান ওঠা নামার অনুমতি না থাকলেও আধিকারিক বাধ্য করা হয়েছে চার্টার্ড বিমান টেক অফের জন্য। গোটা ঘটনায় এফআইআর দায়ের করা হয়েছে বিজেপি সাংসদ নিশীকান্ত দুবে, মনোজ তিওয়ারি সহ মোট নয়জন বিজেপি নেতার বিরুদ্ধে।

জানা গিয়েছে ওই ৯ বিজেপি নেতা ও সাংসদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন দেওঘর বিমানবন্দরের ডিএসপি সুমন আনন। সাংসদ নিশীকান্ত দুবে, মনোজ তিওয়ারি সহ নয়জন বিজেপি নেতা এবং বিমানবন্দরের ডিরেক্টরের বিরুদ্ধে অপরাধমূলক অনুপ্রবেশ ও যাত্রীদের প্রাণ বা সুরক্ষায় ঝুঁকি তৈরি করার অভিযোগ আনা হয়েছে। পুলিশের এফআইআরে জানানো হয়েছে, গত ৩১ অগাস্ট গোড্ডার লোকসভা সাংসদ নিশীকান্ত দুবে, তাঁর ছেলে কনিষ্ককান্ত দুবে, মহিকান্ত দুবে, সাংসদ মনোজ তিওয়ারি, মুকেশ পাঠক, দেবতা পাণ্ডে ও পিন্টু তিওয়ারি বিনা অনুমতিতেই ঝাড়খণ্ডের দেওঘর বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলে প্রবেশ করেন। কড়া নিরাপত্তা বিশিষ্ট এই জায়গায় সাধারনের প্রবেশের অনুমতি নেই। সেখানে আধিকারিকদের উপরে নিজেদের প্রশাসনিক ক্ষমতার জোর দেখিয়ে তারা নিজেদের চার্টার্ড বিমান ওড়ার অনুমতি আদায় করে নেন।

উল্লেখ্য, দেওঘর বিমানবন্দরের সম্প্রতি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যদিও এখন সম্পূর্ণরূপে চালু হয়নি এই বিমান বন্দর। নিয়ম অনুযায়ী সুর্যাস্তের পর এখানে কোনও বিমান ওঠানামা করে না। তবে এই নিয়ম ভেঙেই আধিকারিকদের জোর করে প্রভাব খাটিয়ে বিমান ওড়াতে বাধ্য করার অভিযোগ উঠল বিজেপি নেতাদের বিরুদ্ধে।

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...
Exit mobile version