Wednesday, May 7, 2025

আইন না মেনে চার্জশিট, মুখ পুড়ল ত্রিপুরা পুলিশের: আটকাল কুণালের বিরুদ্ধে চার্জ গঠন

Date:

আইন না মেনে চার্জশিট দেওয়ায় মুখ পুড়ল ত্রিপুরা পুলিশের। আটকে গেল তিনটি ‘সীতার পাতালপ্রবেশ’ মামলায় তৃণমূল (TMC) মুখপাত্র কুণাল ঘোষের (Kunal Ghosh) বিরুদ্ধে চার্জ গঠন। ত্রিপুরার (Tripura) অমরপুরে তিনটি মামলাতেই সশরীরে হাজিরা থেকে আপাতত অব্যাহতি পাচ্ছেন কুণাল। শনিবার, বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট সুস্মিতা দাসের এজলাসে কুণাল ঘোষের বিরুদ্ধে চার্জ গঠনের কথা ছিল। কুণাল স্বয়ং হাজির ছিলেন। তাঁর আইনজীবী অয়ন চক্রবর্তী (Ayan Chakraborty) পিটিশন দিয়ে বলেন, যে ধারাগুলিতে চার্জশিট দেওয়া হয়েছে, তার মধ্যে একটি ধারায় আইন না মেনে চার্জশিট দিয়েছে পুলিশ। এর উপর দাঁড়িয়ে চার্জ গঠন করা যায় না। অয়নের যুক্তি মেনে নেন সরকারি আইনজীবীও। দীর্ঘ শুনানির পরে আটকে যায় চার্জগঠন। বিচারক জানান, পরে নির্দেশ দেবেন।

এদিন আইনজীবী অয়ন এবং প্রবাহনের আর্জিতে সাড়া দিয়ে তিনটি মামলাতেই কুণালকে সশরীরে উপস্থিতি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ফলে সেপ্টেম্বরেই পরের শুনানির দিন কুণালকে আসতে হবে না।

কুণাল এদিন বলেন, “সীতার পাতালপ্রবেশ সবাই জানেন। আমি জনমদুখিনী সীতা মায়ের কথা বলে কোনও অন্যায় করিনি। বিজেপি কর্মীরা জয় শ্রীরাম স্লোগান দিয়ে আক্রমণ করত বলেই আমি কথা প্রসঙ্গে বিষয়টা তুলেছিলাম। রাজনীতিতে ধর্ম জড়ানো কখনই উচিত নয়। রামের নামে সন্ত্রাস করেছিল বলেই আমি মা সীতার পরিণতির কথা বলেছিলাম।” এরপর অমরপুর পার্টি অফিসে তৃণমূল কর্মীদের সঙ্গে বৈঠক করেন কুণাল। বিকেলে আগরতলায় রাজ্য দফতরে যাবেন।

 

Related articles

লস্করের হেডকোয়ার্টার গুঁড়িয়ে দিল ভারত, ‘মোক্ষম জবাব’ সোশ্যাল মিডিয়ায় দাবি ভারতীয় সেনার

মধ্যরাতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের ৯ জায়গায় ভারতীয় সেনার প্রিসিশন স্ট্রাইক (Precision Strike)। পহেলগাম হামলার (Pahelgam Attack...

‘অপারেশন সিন্দুর’কে ‘লজ্জা’ দাবি ট্রাম্পের! কথা ডোভাল-রুবিওর

ভারত-পাকিস্তান সম্পর্ক নিয়ে সাম্প্রতিককালে পাকিস্তানের দোষ ঢাকার চেষ্টা দেখা গিয়েছে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) মুখে। পহেলগাম...

নাগরিক মৃত্যুকে হাতিয়ার পাকিস্তানের: জঙ্গিদের ‘সেনা’ দাবী শাহবাজ শরিফের

পহেলগাম জঙ্গি হামলা পরবর্তীতে প্রতিদিন লাইন অফ কন্ট্রোল দিয়ে গোলাগুলি চালানো অব্যাহত রেখেছে পাকিস্তান। মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তান ও...

আজ প্রকাশিত হতে চলেছে উচ্চমাধ্যমিকের ফলাফল, মার্কশিট মিলবে ৮ মে

আজ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চ মাধ্যমিকের ফলাফল (Higher Secondary Result 2025)। পরীক্ষা শেষ হওয়ার দেড় মাসের...
Exit mobile version