Friday, November 14, 2025

৫৪ বছর বয়সেই শেষ হল রতন টাটার ‘মানসপুত্র’ সাইরাসের পথ চলা

Date:

মাত্র ৫৪ বছর বয়সেই শেষ হয়ে গেল দেশের অন্যতম সফল শিল্পপতিদের মধ্যে অন্যতম টাটা সন্সের প্রাক্তন চেয়ারম্যান সাইরাস মিস্ত্রির (Cyrus Mistry) চলা। রবিবার, গুজরাটের আমেদাবাদ থেকে মুম্বইয়ে ফিরছিলেন সাইরাস। তিনটে ১৫ মিনিট নাগাদ সূর্য নদীর উপর ব্রিজে দুর্ঘটনার কবলে পড়ে তাঁর গাড়ি। দুর্ঘটনায় সাইরাসের সঙ্গে মৃত্যু হয়েছে তাঁর গাড়ি চালকের। গাড়িতে থাকা বাকি দু’জন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

সাইরাস মিস্ত্রির মা আয়ারল্যান্ডের মহিলা। বাবা পালোনজি মিস্ত্রি দেশের অন্যতম সফল শিল্পপতি। মুম্বই জন্ম হলেও সাইরাস লেখাপড়া করেন লন্ডনে। লন্ডনের ইম্পিরিয়াল কলেজ অফ সায়েন্স, টেকনোলজি অ্যান্ড মেডিসিন থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক তিনি। লন্ডন বিজনেস স্কুল থেকে ম্যানেজমেন্টে মাস্টার্স করেন।

সাইরাস আসলে আইরিশ নাগরিক। তাঁর বাবা পালোনজি আইরিশ নাগরিকত্ব নিয়েছিলেন। তবে ভারতের স্থায়ী বাসিন্দা হিসেবে সাইরাসের বিশেষ অনুমতি রয়েছে।

১৯৯১ সালে পারিবারিক ব্যবসায় যোগ দেন সাইরাস মিস্ত্রি। নিজেদের ব্যবসাও বাড়িয়েছিলেন তিনি। পরে যোগ দেন টাটা গোষ্ঠীতে।

২০০৬ থেকে টাটা গোষ্ঠীর সঙ্গে নাম জোড়ে সাইরাসের। সেই সময় টাটা সন্সের বোর্ড থেকে অবসর নেন তাঁর বাবা পালোনজি মিস্ত্রি। তাঁর জায়গায় বোর্ডে যোগ দেন সাইরাস।

ছ বছর পরে ২০১২ সালে Tata গোষ্ঠীর চেয়ারম্যান পদ থেকে রতন টাটা অবসর নিলে, সেই পদে বসেন সাইরাস। এক বছর রতন টাটা (Ratan Tata) নিজে তাঁকে সংস্থা পরিচালনা সংক্রান্ত খুঁটিনাটি কাজ শিখিয়েছিলেন। সাইরাসকে বলা হত রতন টাটার ‘মানসপুত্র’। ২০১৬ -তে তাঁকে সরিয়ে টাটা গোষ্ঠীর চেয়ারম্যান পদে বসানো হয় এন চন্দ্রশেখরনকে (N Chandrasekharan)। এখনও পালোনজি গোষ্ঠীর মাধ্যমে সাইরাস মিস্ত্রির ১৮.৪ শতাংশ স্টেক রয়েছে টাটা সন্সে।

সাইরাসের স্ত্রী রোহিকা চাগলা। তাঁদের দুই ছেলে ফিরোজ মিস্ত্রি ও জাহান মিস্ত্রি।

আরও পড়ুন- কলকাতাবাসী জানেন কে আসল ‘পাপ্পু’, অমিত শাহকে টুইট খোঁচা জহরের

 

Related articles

গণমাধ্যমই সাঁটিয়ে দিচ্ছে বাংলাদেশী তকমা! জবাব দিতে তৈরি বাংলা

পেশায় শ্রমিক। পেটের দায়ে তারা নানা জায়গায় ছোটেন। কাজের তাগিদে অন্যত্র গেলেই একশ্রেণির মিডিয়া চিৎকার করে ওঠে, ওই...

বিহারের ফলাফলে বাংলা নিয়ে মোদির স্বপ্ন ‘সেগুড়ে বালি’: ধুইয়ে দিল তৃণমূল

একদিকে যখন বিহারে নির্বাচনের ফলাফল প্রকাশিত হচ্ছে, তখন বাংলার বিজেপি নেতারা হঠাৎই আবির খেলা, মিষ্টিমুখে মেতে উঠেছেন। ফলাফল...

SIR আতঙ্কে মৃত্যু: পরিবারের পাশে তৃণমূল নেতৃত্ব

SIR–এর আতঙ্কে প্রায় এক সপ্তাহ আগে আত্মঘাতী হন মুর্শিদাবাদের কান্দি পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের বাগডাঙা এলাকার বাসিন্দা মোহন...

দিল্লি বিস্ফোরণের জের: রাজ্যের বিশেষ বিশেষ স্থানে ঢেলে সাজছে নিরাপত্তা

রাজধানীতে গোয়েন্দা ব্যর্থতা স্পষ্ট। সেই সঙ্গে অমিত শাহর স্বরাষ্ট্র মন্ত্রকের দিল্লি পুলিশও। দিনভর ঘাতক গাড়ি ঘুরে বেড়ালো, অথচ...
Exit mobile version