Wednesday, August 27, 2025

পুজোর মুখে চোখ রাঙাচ্ছে ডেঙ্গি: সতর্ক স্বাস্থ্য দফতর, একগুচ্ছ সিদ্ধান্ত কলকাতা পুরসভার

Date:

হাতে মাত্র আর কয়েকদিন। তারপরেই বাঙালি সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো (Durga Pujo)। কিন্তু তার আগেই রাজ্যজুড়ে চোখ রাঙাচ্ছে ডেঙ্গি (Dengue)। স্বাস্থ্য দফতরের অভ্যন্তরীণ রিপোর্ট অনুযায়ী, শেষ দু’ সপ্তাহে নতুন করে আক্রান্ত হয়েছেন ২২৪০ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ৬৪২৪ জন। গত এক সপ্তাহে শুধু সরকারি হাসপাতালেই ভর্তি হয়েছেন প্রায় ৬০০ রোগী।

আরও পড়ুন:ডেঙ্গি নিয়ে সতর্ক প্রশাসন, নবান্নে রিপোর্ট পাঠাল রাজ্য স্বাস্থ্য দফতর

স্বাস্থ্য দফতরের অভ্যন্তরীণ রিপোর্ট অনুযায়ী, ডেঙ্গির প্রকোপ সবথেকে বেশি উত্তর ২৪ পরগনা, হাওড়া ও উত্তরবঙ্গের জলপাইগুড়িতে। প্রতি বৃহস্পতিবার ডেঙ্গি পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য দফতরে (Health Department) সাপ্তাহিক পর্যালোচনা হয়। তাতেই এই তথ্য মিলেছে।

পাশের দুই জেলায় ডেঙ্গির প্রভাব বৃদ্ধির ফলে তার জের রয়েছে কলকাতাতেও। মশাবাহিত রোগ প্রতিরোধে কড়া পদক্ষেপ নিচ্ছে কলকাতা পুরসভা। কারণ, কলকাতাজুড়ে মশাবাহিত রোগে আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। কলকাতা পুরসভা সূত্রে পাওয়া পরিসংখ্যান অনুযায়ী, জানুয়ারি থেকে এখনও অবধি মোট ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৫৬৪। ম্যালেরিয়া আক্রান্ত ৩ হাজারের বেশি।

ডেঙ্গির প্রকোপ বেশি ৮১, ৮২ ও ১০৬ নম্বর ওয়ার্ডে। প্রধানত টালি নালার দু’পাশের বিভিন্ন ওয়ার্ডে ডেঙ্গির প্রকোপ বেশি। এই পরিস্থিতিতে পুরসভার স্বাস্থ্য, নিকাশি-সহ সব বিভাগের আধিকারিক এবং প্রত্যেক বরোর স্বাস্থ্য আধিকারিকদের নিয়ে বৈঠক করেন মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। সিদ্ধান্ত হয়,
পুরসভার সমস্ত বিভাগের ১০০ দিনের কর্মীদের ১৪৪টি ওয়ার্ডেই ডেঙ্গি মোকাবিলায় কাজে লাগানো হবে।
টালি নালার দু’ধারে জমে থাকা জঞ্জাল পরিস্কার করতে নৌকো নামানো হবে।
যেখানে যাওয়া যাবে না, সেখানে ড্রোনের মাধ্যমে স্প্রে করা হবে মশা প্রতিরোধক।
কারও জমি পরিষ্কার না থাকলে, সাফাইয়ের খরচ দিলে পুরসভা তা করে দেবে।
বহুতল বা আবাসনের পাশের ফাঁকা জমিতে জঞ্জাল ফেললে বহুতলের আবাসিক এবং জমির মালিক – দু’পক্ষকেই নোটিশ পাঠানো পাঠাবে পুরসভা।

Related articles

তিনিই নিয়োগ করেছিলেন, এবার গৌড়বঙ্গের উপাচার্যকে সরালেন রাজ্যপালই

রাজ্যের তালিকা অগ্রাহ্য করে বাংলার বিশ্ববিদ্যালয়গুলির উপর কার্যত এক নায়কতন্ত্র চালানোয় অভিযুক্ত রাজ্যপাল সি ভি আনন্দ বোস (C...

ভারতে বসছে দাবা বিশ্বকাপের আসর, কী বললেন প্রধানমন্ত্রী মোদি?

চলতি বছরে ভারতে বসছে দাবা বিশ্বকাপের আসর। ২০০২ সালের পর আবারও দাবা বিশ্বকাপ আয়োজন করতে চলেছে ভারত। ২৩...

একসঙ্গে গণেশ পুজোয়! সুনিতা বললেন ‘আমার গোবিন্দা শুধুই আমার’

বিচ্ছেদের যাবতীয় গুঞ্জন উড়িয়ে এক সঙ্গে গোবিন্দা-সুনিতা (Govinda-Sunita)। বুধবার বাড়ির গণেশ পুজোয় (Ganesh festival) ভেস্তে দিলেন নিন্দুকদের সব...

আমার ইতিহাস জড়িয়ে রয়েছে: মহারাষ্ট্র নিবাসের গণেশপুজোয় মন্তব্য মমতার

১০১ বছরে পড়ল কলকাতার মহারাষ্ট্র নিবাসের গণেশপুজো (Ganesh Pujo)। বুধবার, সেই পুজোর উদ্বোধন করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়...
Exit mobile version