Tuesday, January 13, 2026

ডুরান্ডের শেষ ম‍্যাচে দুরন্ত জয়, মুম্বইকে হারিয়ে উচ্ছসিত কনস্ট‍্যান্টাইন

Date:

Share post:

ডুরান্ড কাপের পরের রাউন্ডে না উঠলেও ডুরান্ডের গ্রুপ পর্বের শেষ ম‍্যাচটা শেষটা দারুণভাবেই শেষ করেছে ইমামি ইস্টবেঙ্গল এফসি (Emami Eastbengal)। শনিবার মুম্বই সিটি এফসির (Mumbai City Fc) বিরুদ্ধে টানটান ম্যাচে ৪-৩ গোলে জয় পায় লাল-হলুদ ব্রিগেড। আর দলের এই দুরন্ত জয়ে খুশি ইমামি ইস্টবেঙ্গলের হেড কোচ স্টিফেন কনস্ট‍্যান্টাইন। মুম্বইয়ের বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্স করেছেন ক্লেইটন সিলভা। অধিনায়কত্বের আর্মব্যান্ড পড়ে গোটা ৯০ মিনিট দলকে নেতৃত্ব দিয়েছেন এবং করেছেন দুটি গোল। ক্লেইটনে মজে লাল-হলুদের হেডস‍্যার।

ক্লেইটন প্রসঙ্গে ম্যাচের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্টিফেন বলেন, “ও একজন প্রতিভাবান ফুটবলার। এই মরশুমে ওর থেকে আরও অনেক গোল দেখা বাকি আছে।”

এদিকে এই ম্যাচের অন্যতম নায়ক সুমিত পাসি। ডার্বি ম‍্যাচে আত্মঘাতী গোল থেকে জোড়া গোলের মালিক সুমিত। মুম্বই ম‍্যাচে সমালোচকদের মুখ বন্ধ করে দেওয়ার পারফরম্যান্স করেন তিনি। এই নিয়ে স্টিফেন বলেন, “সমালোচকরা কী বলল তা নিয়ে ভাবি না। এর আগে ও জাতীয় দলে খেলেছে। অনেকেই বোকার মতো বলেছিল, কেন সুমিত এই দলে আছে। ও দুর্দান্ত ফুটবলার। প্রথম ম্যাচে ও তিনটে জায়গায় খেলেছিল। ৯০ মিনিট যে ছেলেটা দৌড়ে যাচ্ছে, তাকে নিয়ে সমালোচনা ওঠে।”

ডুরান্ডে সেভাবে ছন্দে দেখা যায়নি ফরোয়ার্ড এলিয়ান্দ্রোকে। ব্রাজিলিও এই ফরোয়ার্ডকে নিয়ে লাল-হলুদের হেডস‍্যার বলেন, ‘৭ মাস ও ফুটবলের বাইরে ছিল। ও যখন খেলত, তখন স্ট্রাইকারের পিছনে উইথড্রল হিসেবে খেলত। ৭ মাস একজন ফুটবলার গোল ছাড়া রয়েছে। আমি জানি ওকে কীভাবে তৈরি করতে হবে। সেটাই করছি। মানিয়ে নিতে ওর একটু সময় লাগবে। প্রত্যেকেরই সময় লাগে মানাতে। ভারতীয় ফুটবলারদেরই মানিয়ে নিতে সময় লাগে। ও তো বিদেশি। আমাদের একটু ধৈর্য ধরতে হবে।”

এদিকে শনিবার মধ‍্যরাতে শহরে পা রাখল ইমামি ইস্টবেঙ্গলের ষষ্ঠ বিদেশি জর্ডান ডোহাটি। তাকে স্বাগত জানান লাল-হলুদ কর্তারা।

আরও পড়ুন:আগামী মরশুমে সিএসকে দলের নেতৃত্বে থাকবেন ধোনি, বললেন চেন্নাইয়ের সিইও কাশী বিশ্বনাথন

 

spot_img

Related articles

ফাঁকা থাকবে স্টেডিয়াম, জেমাইমা – হরমনপ্রীতদের ম্যাচ নিয়ে বিশেষ ঘোষণা বোর্ডের!

ঘরের মাঠে দেশি - বিদেশি ক্রিকেটাররা একে অন্যের প্রতিপক্ষ হয়ে জমিয়ে দিয়ে দিয়েছেন WPL-র বাইশ গজের লড়াই। প্রতি...

সাতসকালে মেট্রো বিভ্রাট, ব্লু লাইনে আংশিক ব্যাহত পরিষেবা

মঙ্গলবার সকাল থেকেই আংশিক ব্যহত ব্লু-লাইনের মেট্রো চলাচল। সকালের ব্যস্ত অফিস টাইমে চরম দুর্ভোগে নিত্য যাত্রীরা। দিনের প্রথম...

নিপা ভাইরাসের আশঙ্কা! রাজ্যকে পূর্ণ সহযোগিতার আশ্বাস কেন্দ্রের

রাজ্যের কল্যানী AIMS-এর ICMR-VRDL-এ দুইটি সন্দেহজনক নিপা ভাইরাস সনাক্ত হওয়ার পর রাজ্য সরকারকে পূর্ণ প্রযুক্তিগত, লজিস্টিক ও কার্যকরী সহযোগিতার...

কলকাতা হাইকোর্টের নতুন প্রধান বিচারপতির দায়িত্বে বিচারপতি সুজয় পাল 

কলকাতা হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হলেন বিচারপতি সুজয় পাল। এতদিন তিনি ওই আদালতের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির...