ডুরান্ডের শেষ ম‍্যাচে দুরন্ত জয়, মুম্বইকে হারিয়ে উচ্ছসিত কনস্ট‍্যান্টাইন

এদিকে শনিবার মধ‍্যরাতে শহরে পা রাখল ইমামি ইস্টবেঙ্গলের ষষ্ঠ বিদেশি জর্ডান ডোহাটি।

0
1

ডুরান্ড কাপের পরের রাউন্ডে না উঠলেও ডুরান্ডের গ্রুপ পর্বের শেষ ম‍্যাচটা শেষটা দারুণভাবেই শেষ করেছে ইমামি ইস্টবেঙ্গল এফসি (Emami Eastbengal)। শনিবার মুম্বই সিটি এফসির (Mumbai City Fc) বিরুদ্ধে টানটান ম্যাচে ৪-৩ গোলে জয় পায় লাল-হলুদ ব্রিগেড। আর দলের এই দুরন্ত জয়ে খুশি ইমামি ইস্টবেঙ্গলের হেড কোচ স্টিফেন কনস্ট‍্যান্টাইন। মুম্বইয়ের বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্স করেছেন ক্লেইটন সিলভা। অধিনায়কত্বের আর্মব্যান্ড পড়ে গোটা ৯০ মিনিট দলকে নেতৃত্ব দিয়েছেন এবং করেছেন দুটি গোল। ক্লেইটনে মজে লাল-হলুদের হেডস‍্যার।

ক্লেইটন প্রসঙ্গে ম্যাচের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্টিফেন বলেন, “ও একজন প্রতিভাবান ফুটবলার। এই মরশুমে ওর থেকে আরও অনেক গোল দেখা বাকি আছে।”

এদিকে এই ম্যাচের অন্যতম নায়ক সুমিত পাসি। ডার্বি ম‍্যাচে আত্মঘাতী গোল থেকে জোড়া গোলের মালিক সুমিত। মুম্বই ম‍্যাচে সমালোচকদের মুখ বন্ধ করে দেওয়ার পারফরম্যান্স করেন তিনি। এই নিয়ে স্টিফেন বলেন, “সমালোচকরা কী বলল তা নিয়ে ভাবি না। এর আগে ও জাতীয় দলে খেলেছে। অনেকেই বোকার মতো বলেছিল, কেন সুমিত এই দলে আছে। ও দুর্দান্ত ফুটবলার। প্রথম ম্যাচে ও তিনটে জায়গায় খেলেছিল। ৯০ মিনিট যে ছেলেটা দৌড়ে যাচ্ছে, তাকে নিয়ে সমালোচনা ওঠে।”

ডুরান্ডে সেভাবে ছন্দে দেখা যায়নি ফরোয়ার্ড এলিয়ান্দ্রোকে। ব্রাজিলিও এই ফরোয়ার্ডকে নিয়ে লাল-হলুদের হেডস‍্যার বলেন, ‘à§­ মাস ও ফুটবলের বাইরে ছিল। ও যখন খেলত, তখন স্ট্রাইকারের পিছনে উইথড্রল হিসেবে খেলত। à§­ মাস একজন ফুটবলার গোল ছাড়া রয়েছে। আমি জানি ওকে কীভাবে তৈরি করতে হবে। সেটাই করছি। মানিয়ে নিতে ওর একটু সময় লাগবে। প্রত্যেকেরই সময় লাগে মানাতে। ভারতীয় ফুটবলারদেরই মানিয়ে নিতে সময় লাগে। ও তো বিদেশি। আমাদের একটু ধৈর্য ধরতে হবে।”

এদিকে শনিবার মধ‍্যরাতে শহরে পা রাখল ইমামি ইস্টবেঙ্গলের ষষ্ঠ বিদেশি জর্ডান ডোহাটি। তাকে স্বাগত জানান লাল-হলুদ কর্তারা।

আরও পড়ুন:আগামী মরশুমে সিএসকে দলের নেতৃত্বে থাকবেন ধোনি, বললেন চেন্নাইয়ের সিইও কাশী বিশ্বনাথন