Saturday, November 8, 2025

ভারত সফরের প্রাক্কালে বাংলাদেশ সীমান্তে মর্টারশেল! চিন্তায় হাসিনা সরকার

Date:

খায়রুল আলম, ঢাকা

রাত পোহালেই শুরু বাংলাদেশের (Bangladesh)প্রধানমন্ত্রী শেখ হাসিনার (Sheikh Hasina) ভারত সফর। নয়া দিল্লিতে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বৈঠকে বসতে চলেছেন মোদি (Narandra Modi) এবং হাসিনা (Sheikh । তার আগেই বাংলাদেশ সীমান্তে এসে পড়ল মায়ানমারের (Myanmar)নিরাপত্তা বাহিনীর গোলা। বিষয়টিকে ভাল চোখে দেখছে না ঢাকা (Dhaka)। এই নিয়ে গত এক সপ্তাহে পরপর তিনবার বাংলাদেশ মায়ানমারের সীমান্তবর্তী বান্দারবনে মর্টারশেল এসে পড়েছে। মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত দেশের বিশিষ্ট জনদের।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় শনিবার সকাল সাড়ে ৯টার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তের কাছে মায়ানমার সেনাবাহিনীর দুটি যুদ্ধবিমান ও দুটি ফাইটিং হেলিকপ্টারকে টহল দিতে দেখা যায়। যুদ্ধবিমান থেকে প্রায় ৮-১০টি গোলা ছোড়া হয় আর হেলিকপ্টার থেকেও ৩০-৩৫টি গুলি করা হয় বলে অভিযোগ। বাংলাদেশের সীমানা পিলার ৪০-এর ১২০ মিটার ভেতরে যুদ্ধবিমান থেকে ছোড়া দুটি গোলা এসে পড়েছে বলে জানা যাচ্ছে। এরপরই তৎপর হয়েছে হাসিনা সরকার। জানা যাচ্ছে মায়ানমারের রাষ্ট্রদূত উ অং কিয়াউ মো যিনি ঢাকায় নিযুক্ত আছেন তাঁকে ডেকে কড়া বার্তা দিয়েছে শেখ হাসিনা প্রশাসন। এর আগে গত সপ্তাহেও মায়ানমার থেকে মর্টার শেল এসে পড়ে বাংলাদেশে। গত ১ সেপ্টেম্বর বিদেশ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনায় বিদেশ প্রতিমন্ত্রী  শাহ‌রিয়ার আলম জা‌নি‌য়ে‌ছি‌লেন, মায়ানমারের অভ্যন্তরীণ অবস্থা নিয়ে চিন্তা ভাবনা করছে বাংলাদেশ। সে দেশের আর একজন নাগরিকও যেন বাংলাদেশে ঢুকতে না পারে, সেজন্য বর্ডার গার্ড বাংলাদেশকে (BJB) সতর্ক থাকতে নির্দেশ দিয়েছে বাংলাদেশের সরকার। কেউ কেউ মনে করছেন, ভারত সফরের আগে ফের এই ঘটনা কি বিশেষ কোনও ইঙ্গিত দিচ্ছে?সেক্ষেত্রে চিন মায়ানমারকে ব্যবহার করে বাংলাদেশকে পরোক্ষ ভাবে ভারতের সঙ্গে সুসম্পর্ক তৈরি না করার হুঁশিয়ারি দিচ্ছে বলেও মনে করছেন অনেকে।

 

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version