Saturday, August 23, 2025

সুরের (Music) কোনও ভাষা (Language) হয় না। নিজের ছন্দেই সে সবার মাঝে মিশে গিয়ে ম্যাজিক তৈরি করতে পারে।’চুপচাপ চার্লি’ (Chupchap Charlie)যেন ঠিক সেই কাজটাই করে চলেছে। মানবতার স্বার্থে, দিন বদলের স্বপ্ন নিয়ে অভিনেতা নাইজেল আকারা (Nigel Akkara)এক বিশেষ উদ্যোগ নিয়েছেন, বিশেষ ভাবে সক্ষমদের (Specially Challenged)নিয়ে। তৈরি করেছেন এক সুরেলা সফরের ব্লু প্রিন্ট যা জিতে নিয়েছে শহরবাসীর মন।

সিনেমার সঙ্গে টক্কর দিচ্ছে ‘চুপচাপ চার্লি’ র গান , এ যেন এক বড় সাফল্য। কেউ কথা বলতে পারে না, কেউ শুনতে পান না। চার্লি তো কানে একেবারেই শোনে্ন না, কথাও বলতে পারেন না। তাঁর জন্য আলাদা করে ভয়েসওভার তৈরি করতে হয়েছে। সব মিলিয়ে নিজের নাট্যদল কোলাহল-এর কর্মশালায় বিশেষ ভাবে সক্ষম কিশোরদের নিয়ে নাটকের তালিম শুরু করেন নাইজেল। ডিসেম্বর মাসে মঞ্চস্থ হবে নাটক ‘চুপচাপ চার্লি’। একেকটা গান যেন একেক অনুভুতির কথা তুলে ধরছে। ‘ও মা’ গান যখন শুরু হয় তখন সদ্য মৃত মায়ের কথা মনে আসে কারোর। গল্প অনুযায়ী সেই মাকে খানিক আগেও তিনি চিনতে পারেন নি। ‘রাই জাগো’,’শাওন গগনে’ থেকে শুরু করে ‘চুপচাপ চার্লি’-র থিম সং – ল্যাপটপ থেকে মোবাইলের প্লে লিস্ট সর্বত্রই এই গানের জাদু। নাইজেলের ভাবনার কাণ্ডারি প্রাজ্ঞ দত্ত। নাটকের সঙ্গীত পরিচালনা করেছেন তিনিই। স্বেচ্ছায় এসেছেন ইমন চক্রবর্তী (Imon Chakraborty), তিমির বিশ্বাস (Timir Biswas), শোভন গঙ্গোপাধ্যায়ের (Sovan ganguly)মতো গায়করা। বিনা পারিশ্রমিকেই এই সৃষ্টির অঙ্গ হয়েছেন তাঁরা। প্রাজ্ঞ দত্ত আর নাইজেল আকারা দুজনে মিলে মানবতার এক অন্য অনুভুতির কথাকে সুরের মায়ায় বেঁধে দর্শকদের উপহার দিয়েছেন ‘চুপচাপ চার্লি’, যা কিনা বিনোদন জগতের চিন্তা- ভাবনাকে এক অন্য মাত্রায় পৌঁছে দিয়েছেন।

 

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version