Tuesday, November 11, 2025

আজ মহারণ, এশিয়া কাপে সুপার ফোরে ভারতের মুখোমুখি পাকিস্তান

Date:

আজ আরও একটা সুপার সানডে। আরও একটা ভারত-পাক ম্যাচ। সত্যজিৎ রায়ের ভাষায় লেখাই যায়, যত কাণ্ড দুবাইয়ে! এই এক ম্যাচ যতবার হবে, ততবারই আবহ পাল্টে যাবে। মাথার উপর থেকে চাপ কমাতে রাহুল দ্রাবিড় পাক ম্যাচের আগে তাঁর ছেলেদের রোয়িং, সার্ফিং, বিচ ভলিবল খেলিয়ে এনেছেন। অতঃপর বিরাট কোহলি হাই-অল্টিচ্যুড মাস্ক পরে গা ঘামাতে শুরু করেছেন। আবার নাসিম শাহ হুঙ্কার দিয়ে বলেছেন, গত রোববারের অসমাপ্ত কাজটা তিনি এই রোববারেই সেরে ফেলবেন!

আগের রোববার ভারত ও পাকিস্তান এশিয়া কাপের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল। শাহিন আফ্রিদির অভাব ঢেকে দিয়ে সেই ম্যাচে নাসিম শাহ ভারতীয় ব্যাটিংকে ধাক্কা দিয়েছিলেন। ২৭ রানে দুটো উইকেট তুলে নিয়েছিলেন তিনি। তৃতীয় বলে ফিরিয়ে দেন কে এল রাহুলকে। পরে সূর্যকুমারকেও। তবে তার থেকেও বড় কথা, মাসল ক্র্যাম্প নিয়ে চার ওভার শেষ করেছিলেন নাসিম। আক্রম-ওয়াকাররা ধন্য ধন্য করেছেন। কিন্তু পাকিস্তান হেরেছিল। নাসিম সুপার ফোর-এর এই ম্যাচ জিতে জবাব দিতে চান।

এই নিয়ে নাসিম শুক্রবার হংকংয়ের বিরুদ্ধে দুই উইকেট নিয়ে বলেছেন, ‘‘এখন পুরো ফিট মনে হচ্ছে। আগেরবার ম্যাচের মাঝখানে চোট পেয়েছিলাম। কিন্তু এবার সুপার ফোর-এ ভারতের বিরুদ্ধে অসমাপ্ত কাজটা শেষ করব।”

পাকিস্তান শুক্রবার হংকংকে উড়িয়ে সুপার ফোর-এ পা রেখেছে। কিন্তু ওপেনার মহম্মদ রিজওয়ানের স্লো ব্যাটিং নিয়ে কথা হচ্ছে। তিনি এজন্য দায়ী করেছেন উইকেটকে। রিজওয়ান বলেছেন, বল নিচু হয়ে আসছিল! পাকিস্তানের জন্য আরও একটা চাপের কারণ হল বাবর আজমের প্রথম দুই ম্যাচে রান না পাওয়া। হংকংয়ের বিরুদ্ধে ৯ রান করেছেন বাবর। ভারতের বিরুদ্ধে করেছিলেন ১০ রান।  পাকিস্তান ম্যাচে চাপের মুখে ৩৫ রানের একটা গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন রবীন্দ্র জাদেজা। কিন্তু হাঁটুর চোটে তিনি এশিয়া কাপ থেকে ছিটকে গিয়েছেন। বদলি হিসাবে অক্ষর প্যাটেল ইতিমধ্যেই দলে যোগ দিয়েছেন। এখন প্রশ্ন হল অক্ষরকে আজ খেলানো হবে কি না। এমনিতে হংকং ম্যাচে বিশ্রামের পর হার্দিক পান্ডিয়া রবিবারের ম্যাচে ফিরছেন। আগের ম্যাচে তাঁর জায়গায় ঋষভ পন্থ দলে এসেছিলেন।

বিশ্বকাপের আগে রাহুলের ব্যাটে রান দখতে চাইছে দল। জিম্বাবোয়ে সফর ধরলে টানা চার ইনিংসে রান পাননি তিনি। সুনীল গাভাস্কর শুভমন গিলের কথা তুলে রাহুলকে সতর্ক করে দিয়েছেন। বলেছেন এবার  রানে ফিরতেই হবে। রাহুলের জন্য পাক ম্যাচ তাই খুব গুরুত্বপূর্ণ। এদিকে বিরাট কোহলি রান পেয়ে গেলেও রোহিত শর্মা এখনও বড় রান পাননি। বিশ্বকাপের আগে  বড় পরীক্ষা পাকিস্তান ম্যাচ। রাহুল দ্রাবিড় টপ অর্ডারকে রানের মধ্যে দেখতে চান।

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

 

 

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version