Thursday, August 28, 2025

হৃদরোগে আক্রান্ত বাম নেতা বাসুদেব আচারিয়া, চিকিৎসাধীন আসানসোলের হাসপাতালে

Date:

বামপন্থী কর্মসূচিতে যোগ দিতে গিয়ে হৃদরোগে আক্রান্ত (Heart Attack) হলেন বর্ষীয়ান বাম নেতা বাসুদেব আচারিয়া (Basudeb Acharia)। রবিবার পশ্চিম বর্ধমানের আসানসোলে বামেদের শ্রমিক সংগঠনের তরফে একটি সম্মেলনের (Conference) আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন বাসুদেব। এদিন অসুস্থ হওয়ার পর প্রথমেই তাঁকে নিয়ে যাওয়া হয় আসানসোলের এক বেসরকারি হাসপাতালে। পরে সেখান থেকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় বর্ষীয়ান বাম নেতাকে। সিপিএম রাজ্য কমিটির(CPIM State Committee) সদস্য পার্থ মুখোপাধ্যায় জানিয়েছেন, একটি মাইল্ড স্ট্রোক (Mild Stroke) হয়েছে। তবে বর্তমানে বাসুদেব আচারিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল।

রবিবার আসানসোল জেলা গ্রন্থাগারে বামপন্থী সংগঠনের সম্মেলন ছিল। প্রবীণ নেতা হিসেবে তাঁকেই অনুষ্ঠানটি উদ্বোধনের জন্য বেছে নেওয়া হয়। আয়োজকরা জানান, এদিন নির্দিষ্ট সময়ে অনুষ্ঠানে পৌঁছে যান বাসুদেব। অনুষ্ঠানের উদ্বোধনও করেন তিনি। কিন্তু তারপরই অসুস্থতার কথা জানান বাম নেতা। এরপরই অনুষ্ঠানে উপস্থিত সংগঠনের নেতা-কর্মীরা তাঁকে দ্রুত নার্সিং হোমে নিয়ে যান। চিকিৎসকরা জানান, হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন বাসুদেব কিন্তু বর্তমানে তিনি সুস্থ রয়েছেন।

বাসুদেব আচারিয়া ১৯৮০ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত বাঁকুড়ার সাংসদ পদে ছিলেন। পরবর্তীকালে তৃণমূল কংগ্রেস প্রার্থী মুনমুন সেনের কাছে পরাজিত হন তিনি। বাম শ্রমিক সংগঠন সিআইটিইউ-এর (CITU) সঙ্গেও দীর্ঘদিন ধরে যুক্ত ছিলেন তিনি।

আরও পড়ুন- গরু পাচার ইস্যুতে ভারতের ধৈর্য্য দেখানো উচিত, তিস্তা-সংখ্যালঘু সহ একাধিক ইস্যুতে সরব হাসিনা

Related articles

উৎসবের মরশুমে সতর্ক স্বাস্থ্য দফতর, মাতৃ ও শিশুমৃত্যু রুখতে কড়া নির্দেশ 

আলো ঝলমলে প্যান্ডেল, রোশনাই, ভিড়—শহর যখন মেতে ওঠে উৎসবের আবহে, ঠিক তখনই অন্য প্রান্তে দেখা যায় উদ্বেগের ছবি।...

সুপ্রিম কোর্টের শুনানিতে আশা আলো, ফিফার পর এএফসির চিঠি ফেডারেশনকে

বৃহস্পতিবার ভারতীয় ফুটবলপ্রেমীদের সব নজর ছিল সুপ্রিম কোর্টের দিকে। ভারতীয় ফুটবল নিয়ে যে অচলাবস্তা চলছে তার জল গড়িয়েছে...

বিধানসভায় কেন্দ্রীয় বাহিনী নয়, মুখ পুড়ল বিরোধী দলনেতার

বিধানসভায়(WB Assembly) কেন্দ্রীয় বাহিনী প্রবেশ নিয়ে হাই কোর্টের নির্দেশে বিড়ম্বনায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Shubhendu Adhikari)। সম্প্রতি রাজ্য...

দুর্গাপুজোয় বাংলায় হয় কোটি টাকার ব্যবসা, বললেন মুখ্যমন্ত্রী

দুর্গাপুজো(Durga Puja) আমাদের গর্ব। বাংলার বড় উৎসব। এই দুর্গাপূজা(Durga Puja) থেকেও এক কোটি টাকার ব্যবসা হয়। বৃহস্পতিবার তৃণমূলের...
Exit mobile version