Wednesday, November 12, 2025

অভিষেককে স্বস্তি দিয়ে রক্ষাকবচ সুপ্রিমকোর্টের, বিদেশযাত্রাতেও অনুমতি

Date:

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Abhisekh Banerjee) বিরুদ্ধে কোনওরকম কড়া পদক্ষেপ নিতে পারবে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি(ED)। সোমবার ইডি মামলার শুনানিতে অভিষেককে স্বস্তি দিয়ে এমনটাই জানালো সুপ্রিম কোর্ট(Supreme Court)। শুধু তাই নয়, এর আগে চিকিৎসার জন্য অভিষেকের দুবাই যাত্রায় বাধা দেওয়ার চেষ্টা চালিয়েছিল ইডি। এদিনের শুনানিতে রক্ষাকবচের পাশাপাশি প্রয়োজন মতো বিদেশযাত্রারও অনুমতি দেওয়া হয়েছে তৃণমূল সাংসদকে। অবশ্য এদিনের শুনানিতে ইডির তরফে সলিসিটার জেনারেল অনেক কিছু বলার চেষ্টা করলেও তা ধোপে টেকেনি। এই রায়ের ফলে স্বাভাবিক ভাবেই উচ্ছসিত তৃণমূল কংগ্রেস শিবির।

গত শুক্রবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ৮ ঘণ্টা জেরা শেষে ইডির দফতর থেকে বেরিয়ে একের পর এক বোমা ফাটিয়েছিলেন অভিষেক। সেদিনও তিনি স্পষ্ট জানিয়েছিলেন, এই মামলায় ৫ পয়সার যোগাযোগ বের করতে পারলে ইডি- সিবিআইকে কিছু করতে হবে না তিনি নিজেই ফাঁসি কাঠে ঝুলবেন। একইসঙ্গে তিনি তীব্র আক্রমণ করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও। বলেছিলেন, তিনিই ভারতবর্ষের সবচেয়ে বড় পাপ্পু। গরু- কয়লার টাকা সরাসরি তাঁর কাছেই পৌঁছেছে। এই কেলেঙ্কারি স্বরাষ্ট্রমন্ত্রীর কেলেঙ্কারি। তাঁকে কেন ডাকবে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

সেদিনের তোপের পর অভিষেককে রক্ষাকবচ দিয়ে সুপ্রিম কোর্টের এই রায়ের ফলে স্বাভাবিকভাবেই মুখ পুড়ল বঙ্গ বিজেপির নাম নেতাদের। কারণ শুক্রবার ইডি জিজ্ঞাসাবাদের সময় চাঞ্চল্যকর মন্তব্য করেছিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর দাবি ছিল, ‘নজর রাখুন আজ বড় কিছু হতে পারে।’ তাঁর মন্তব্যে রাজ্য রাজনীতিতে রীতিমতো সাড়া পড়ে যায়। তৃণমূলের তরফে সরাসরি প্রশ্ন তোলা হয়, ইডি সিবিআই কি তবে বিজেপি নেতাদের কথায় ওঠবস করছে। অবশ্য সেই ঘটনার পর সোমবার অভিষেকের এই রক্ষাকবচ রাজ্য বিজেপি নেতাদের মুখে কালি তা বলার অপেক্ষা রাখে না।

Related articles

মৃত ভোটারের নামে ফর্ম জমা পড়লে কঠোর পদক্ষেপের নির্দেশ কমিশনের

মৃত ভোটারের নামে এনুমারেশন ফর্ম জমা পড়লে এবার সরাসরি আইনি ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। কমিশনের নতুন নির্দেশিকা অনুযায়ী,...

আর্থিক দুনীতির গুরুতর অভিযোগ, রাজ্য ভলিবল সচিবের বিরুদ্ধে নজিরবিহীন বিদ্রোহ

নজিরবিহীন কাণ্ড রাজ্য ভলিবলে(Volleyall)। সচিব পল্টু রায়চৌধুরীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন কর্তাদের একাংশ। অভিযোগ উঠেছে মঙ্গলবার পল্টুর অনুগামীরা...

ভারতকে সমীহ টেস্টের বিশ্ব চ্যাম্পিয়নদের, স্পিন অস্ত্রেই জোর প্রোটিয়াদের

বর্তমানে টেস্টের বিশ্ব চ্যাম্পিয়ন(WTC) দক্ষিণ আফ্রিকা(South Africa)। কিন্তু ভারতে এসে গম্ভীরের দলকে হারানো যে কঠিন বিলক্ষণ জানে প্রোটিয়ারা।ভারতকে...

২০০৯-এ ডিলিমিটেশন হলে ২০০২-এর ভোটার তালিকা ধরে কেন SIR, কমিশনের সিদ্ধান্তে প্রশ্ন কল্যাণের 

নির্বাচন কমিশনের একের পর এক সিদ্ধান্তকে তীব্র ভাষায় আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বুধবার...
Exit mobile version