অনুব্রতেরও ভার্চুয়াল শুনানির আবেদন জেল কর্তৃপক্ষের !

কনফারেন্সিংয়ের মাধ্যমে শুনানিতে অংশ নিতে অনুমতি দেওয়া হোক। বিশেষ সিবিআই আদালতের বিচারক রাজে‌শ চক্রবর্তীকে চিঠি দিয়ে এমন আবেদনই করলেন আসানসোল জেলের সুপার কৃপাময় নন্দী। কারণ? অনুব্রতর নিরাপত্তা!

আসানসোল সংশোধনাগারে বন্দি তিনি। আগামীতে অনুব্রত মণ্ডলকে আদালতের শুনানি প্রক্রিয়ায় ভার্চুয়াল মাধ্যমে হাজির করানো হোক, তাকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে শুনানিতে অংশ নিতে অনুমতি দেওয়া হোক। বিশেষ সিবিআই আদালতের বিচারক রাজে‌শ চক্রবর্তীকে চিঠি দিয়ে এমন আবেদনই করলেন আসানসোল জেলের সুপার কৃপাময় নন্দী। কারণ? অনুব্রতর নিরাপত্তা!

প্রসঙ্গত, ২৩ অগাস্ট সিদ্ধান্ত নেওয়া হয়, আর সশরীরে নয়৷ এবার থেকে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে ভার্চুয়ালি আদালতে পেশ করা হবে৷ তাদের সশরীরে আদালতে পেশ করার ক্ষেত্রে নিরাপত্তা জনিত সমস্যা হতে পারে, এই আশঙ্কা থেকেই আদালতের কাছে এই অনুমতি চেয়েছিল প্রেসিডেন্সি এবং আলিপুর জেল কর্তৃপক্ষ৷ সেই আবেদনেই সাড়া দিয়েছিলেন বিচারক। এবার অনুব্রতর ভার্চুয়াল হাজিরার আর্জি।