শিক্ষক দিবসে শিক্ষকরত্ন সম্মান প্রদান অনুষ্ঠানের মঞ্চ থেকে রাজ্যের শিক্ষক-শিক্ষিকাদের পাশাপাশি বাংলাদেশের শিক্ষক সমাজকেও অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee)। ঘটনাক্রমে সোমবারই ভারত সফরে এসেছেন বাংলাদেশের (Bangladesh) প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সেই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “আজ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Shekh Hasina) ভারতে এসেছেন। আমরা পশ্চিমবঙ্গের মানুষের তরফ থেকে বাংলাদেশের মানুষকে অভিনন্দন জানাই। ওখানকার শিক্ষকদেরও সম্মান জানাই।“ ভারত সফরে এসেছেন শেখ হাসিনা। ঠাসা কর্মসূচি রয়েছে তাঁর।