Thursday, November 13, 2025

“পুজো শপিং স্পেশ্যাল”, মহালয়া পর্যন্ত শনি-রবিবার-ছুটিরদিনে বিশেষ বাস চালাবে পরিবহন দফতর

Date:

শুরু হয়ে গিয়েছে কাউন্ট-ডাউন। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর বাকি আর মাত্র ২৫ দিন। করোনা মহামারি কাটিয়ে দু’বছর পর ফের স্বকীয় মেজাজে ফিরতে চলেছে বাঙালির সেরা ফেস্টিভ্যাল। ইতিমধ্যেই দুর্গাপুজোর ঢাকে কাটি ফেলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইউনেস্কোর হেরিটেজ তকমা পাওয়ার পর এবার বাঙালির দুর্গাপুজো বিশ্বজনীন। তাই উৎসাহ, উদ্যম অনেকটাই বেশি।

খুব স্বাভাবিকভাবেই দুর্গাপুজোকে কেন্দ্র করে বাঙালির ঘরে ঘরস শুরু হয় গিয়েছে প্রস্তুতি। শ্রেষ্ঠত্বর শিরোপা পেতে একদিকে যেমন তৎপরতা শুরু করে দিয়েছে পুজো কমিটিগুলি। ঠিক একইভাবে পুজোর কেনাকাটা করতে শহরের বাজারে বাজারে ভিড় জমাচ্ছে মানুষ। শহরের বড় বড় মার্কেটগুলিতে শনি এবং রবিবার সেই ভিড় আরও বাড়ছে। আবার এই দুটি দিনে শহরের পথে গাড়ি-ঘোরাও চলে কম। তাই সপ্তাহন্তের পুজোর মার্কেটের সেই ভিড় সামাল দিতে আগেই অতিরিক্ত মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এবার সপ্তাহন্তে চলবে অতিরিক্ত সরকারি স্পেশ্যাল বাস চালানোর সিদ্ধান্ত নিল রাজ্য পরিবহন দফতর।

পুজোর কেনাকাটা উপলক্ষে শহরে এই বিশেষ সরকারি বাস ছুটির আগামী ১০ থেকে মহালয়ার দিন, অর্থাৎ ২৫ সেপ্টেম্বর অবধি প্রতি শনিবার ও রবিবার সহ সরকারি ছুটির দিলগুলিতে। বেলা ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত এই বাস চলবে। ভাড়ার কোনও পরিবর্তন হচ্ছে না। তবে বাসগুলি হবে নন এসি। এবং এই বাসের সামনে লেখা থাকবে “পুজো শপিং স্পেশ্যাল”!

আরও পড়ুন- ২৩ জন টেট উত্তীর্ণকে ২৩ দিনের মধ্যে নিয়োগের নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের


Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version