Monday, August 25, 2025

ব্রিটেনের নয়া প্রধানমন্ত্রী (Prime Minister) হলেন লিজ ট্রাস (Liz Truss)। সোমবার ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনককে (Rishi Sunak) ২০ হাজারেরও বেশি ভোটে হারিয়ে ব্রিটেনের ইতিহাসে নতুন ইনিংস শুরু করলেন লিজ। সোমবার আনুষ্ঠানিকভাবে ফলাফল ( Election Result) ঘোষণা করা হয়। মঙ্গলবার রানি দ্বিতীয় এলিজাবেথের (Second Elizabeth) সঙ্গে দেখা করে ব্রিটেনের প্রধানমন্ত্রী পদে দায়িত্ব নেবেন তিনি।

গত ৭ জুলাই ব্রিটেনের কনজারভেটিভ পার্টির (Conservative Party) নেতা ও প্রধানমন্ত্রী বরিস জনসন (Boris Johnson) পদত্যাগ করেন। এরপরই শুরু হয় কনজারভেটিভ পার্টির নতুন নেতা ও নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের প্রক্রিয়া। সর্বশেষ প্রক্রিয়ায় টিকে ছিলেন ঋষি সুনক এবং লিজ ট্রাস। তবে সব প্রক্রিয়া শেষ করে শেষ হাসি হাসলেন লিজই। কনজারভেটিভ পার্টির নেতা ও নতুন প্রধানমন্ত্রী পেল ব্রিটেন। পার্টির চেয়ারম্যান এদিন জানান, লিজ ট্রাস পেয়েছেন ৮১ হাজার ৩২৬ ভোট। অন্যদিকে ঋষি সুনক পেয়েছেন ৬০ হাজার ৩৯৯ ভোট। ৮২.৬ শতাংশ সদস্য তাদের ভোটাধিকার (Voting) প্রয়োগ করেছেন। রবিবার থেকেই অনলাইন (Online) ও ব্যালটের (Ballot) ভোটের গণনা শুরু হয়েছিল কনজারভেটিভ ক্যাম্পেন হেডকোয়াটার্স-এ।

বর্তমানে আর্থিক সংকটে মুখ থুবড়ে পড়েছে ব্রিটেন। মূল্যবৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে চলছে লড়াই। প্রধানমন্ত্রী হিসেবে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দামবৃদ্ধি, বিদ্যুৎসংকট সহ একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুকে এখন কঠিন হাতে সমাধান করাটাই সব চেয়ে বড় চ্যালেঞ্জ লিজের সামনে।

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version