ধোনি ছাড়া কেউ পাশে থাকেননি, খারাপ সময়ে ও আমাকে ফোন করেছিল’, বললেন কোহলি

পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত ইনিংস খেলে সব সমলোচনার জবাব দিলেন বিরাট।

রবিবার এশিয়া কাপের (Asia Cup) সুপার ফোরে পাকিস্তানের (Pakistan) কাছে ৫ উইকেটে হেরেছে ভারতীয় দল (India)। ভারত হারলেও দুরন্ত পারফরম্যান্স করেছেন বিরাট কোহলি (Virat Kohli)। ৬০ রান করেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। রানে ফিরেছেন তিনি। হংকং ম‍্যাচ অপরাজিত ৫৯ রান থেকে রবিবার পাকিস্তানের বিরুদ্ধে ৬০ রান। কিন্তু যখন রান পাচ্ছিলেন না তখন তাঁকে নিয়ে উঠেছিল সমলোচনার ঝড়। এমনকি বিরাটকে ভারতীয় দল থেকে বসিয়ে দেওয়ার কথা বলেছিলেন অনেক প্রাক্তন ক্রিকেটার। বিরাটকে বসিয়ে দেওয়ার কথা বলেছিলেন প্রাক্তন ক্রিকেটার কপিল দেব। পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত ইনিংস খেলে সেই সব সমলোচনার জবাব দিলেন বিরাট। বললেন, খারাপ সময় আমাকে একজনই ফোন করেছিলেন, আর তিনি হলেন মহেন্দ্র সিং ধোনি।

ম‍্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে এই নিয়ে বিরাট বলেন,” আমি যখন টেস্ট অধিনায়কত্ব ছাড়ি, এক জন মাত্র প্রাক্তন ক্রিকেটার আমাকে ফোন করেছিল। অনেকের কাছেই আমার নম্বর আছে। কিন্তু ফোন করেছিলেন শুধু মহেন্দ্র সিং ধোনি। এর থেকেই বোঝা যায় কে আমার ভাল চায়। সত্যি যদি আমার কথা কেউ ভেবে থাকে তা হলে সে আমাকে ফোন করে কথা বলতে পারত। কিন্তু ধোনি ছাড়া কেউ আমাকে ফোনও করেনি।”

ব‍্যাটে রান পাচ্ছিলেন না। ইংল্যান্ড সফরের পর প্রায় একমাস বিশ্রাম নিয়েছিলেন বিরাট কোহলি। তারপর খেলতে এসেছেন এশিয়া কাপে। বিরাটের মতে এক মাসের বিশ্রামই তাঁকে নতুন ভাবে ফিরিয়ে এনেছে।

সাংবাদিক সম্মেলনে বিরাট বলেন,” কোনও দিন ভাবতে পারিনি যে একমাস ব্যাট স্পর্শ করব না। কিন্তু এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, যে বিশ্রামটা আমার খুব দরকার ছিল। শারীরিক ভাবে প্রয়োজন না থাকলেও মানসিক বিশ্রাম জরুরি ছিল। বিশ্রাম নেওয়ার মধ্যে খারাপ কিছু নেই। চাইলে যে কেউই বিশ্রাম নিতেই পারে। একমাস পর যখন আবার ব্যাট করতে শুরু করলাম, তখন নতুন করে উপলব্ধি করলাম কেন খেলতে শুরু করেছিলাম। অনেক সময়ই আমরা সেই অনুভূতিটা হারিয়ে ফেলি। খেলতে খেলতে নাম হয়। পরিচিতি তৈরি হয়। মাঠে নামলেই দর্শকরা নাম ধরে চিৎকার করেন। এসবের মধ্যে আসল বিষয়টাই অনেক সময় হারিয়ে যায়। খেলার আসল আনন্দটাই হারিয়ে যায়। সেটাই খুঁজে পেতে চেয়েছিলাম। মনের আনন্দে যাতে আবার খেলতে পারি, সেই চেষ্টাই করেছি। ”

আরও পড়ুন:ইডেনে বসল নতুন ফ্লাডলাইট