Monday, November 17, 2025

ধোনি ছাড়া কেউ পাশে থাকেননি, খারাপ সময়ে ও আমাকে ফোন করেছিল’, বললেন কোহলি

Date:

রবিবার এশিয়া কাপের (Asia Cup) সুপার ফোরে পাকিস্তানের (Pakistan) কাছে ৫ উইকেটে হেরেছে ভারতীয় দল (India)। ভারত হারলেও দুরন্ত পারফরম্যান্স করেছেন বিরাট কোহলি (Virat Kohli)। ৬০ রান করেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। রানে ফিরেছেন তিনি। হংকং ম‍্যাচ অপরাজিত ৫৯ রান থেকে রবিবার পাকিস্তানের বিরুদ্ধে ৬০ রান। কিন্তু যখন রান পাচ্ছিলেন না তখন তাঁকে নিয়ে উঠেছিল সমলোচনার ঝড়। এমনকি বিরাটকে ভারতীয় দল থেকে বসিয়ে দেওয়ার কথা বলেছিলেন অনেক প্রাক্তন ক্রিকেটার। বিরাটকে বসিয়ে দেওয়ার কথা বলেছিলেন প্রাক্তন ক্রিকেটার কপিল দেব। পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত ইনিংস খেলে সেই সব সমলোচনার জবাব দিলেন বিরাট। বললেন, খারাপ সময় আমাকে একজনই ফোন করেছিলেন, আর তিনি হলেন মহেন্দ্র সিং ধোনি।

ম‍্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে এই নিয়ে বিরাট বলেন,” আমি যখন টেস্ট অধিনায়কত্ব ছাড়ি, এক জন মাত্র প্রাক্তন ক্রিকেটার আমাকে ফোন করেছিল। অনেকের কাছেই আমার নম্বর আছে। কিন্তু ফোন করেছিলেন শুধু মহেন্দ্র সিং ধোনি। এর থেকেই বোঝা যায় কে আমার ভাল চায়। সত্যি যদি আমার কথা কেউ ভেবে থাকে তা হলে সে আমাকে ফোন করে কথা বলতে পারত। কিন্তু ধোনি ছাড়া কেউ আমাকে ফোনও করেনি।”

ব‍্যাটে রান পাচ্ছিলেন না। ইংল্যান্ড সফরের পর প্রায় একমাস বিশ্রাম নিয়েছিলেন বিরাট কোহলি। তারপর খেলতে এসেছেন এশিয়া কাপে। বিরাটের মতে এক মাসের বিশ্রামই তাঁকে নতুন ভাবে ফিরিয়ে এনেছে।

সাংবাদিক সম্মেলনে বিরাট বলেন,” কোনও দিন ভাবতে পারিনি যে একমাস ব্যাট স্পর্শ করব না। কিন্তু এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, যে বিশ্রামটা আমার খুব দরকার ছিল। শারীরিক ভাবে প্রয়োজন না থাকলেও মানসিক বিশ্রাম জরুরি ছিল। বিশ্রাম নেওয়ার মধ্যে খারাপ কিছু নেই। চাইলে যে কেউই বিশ্রাম নিতেই পারে। একমাস পর যখন আবার ব্যাট করতে শুরু করলাম, তখন নতুন করে উপলব্ধি করলাম কেন খেলতে শুরু করেছিলাম। অনেক সময়ই আমরা সেই অনুভূতিটা হারিয়ে ফেলি। খেলতে খেলতে নাম হয়। পরিচিতি তৈরি হয়। মাঠে নামলেই দর্শকরা নাম ধরে চিৎকার করেন। এসবের মধ্যে আসল বিষয়টাই অনেক সময় হারিয়ে যায়। খেলার আসল আনন্দটাই হারিয়ে যায়। সেটাই খুঁজে পেতে চেয়েছিলাম। মনের আনন্দে যাতে আবার খেলতে পারি, সেই চেষ্টাই করেছি। ”

আরও পড়ুন:ইডেনে বসল নতুন ফ্লাডলাইট

 

 

Related articles

ঝাড়খণ্ডের দুমকায় বিধবাকে পুড়িয়ে খুন! প্রেমিক গ্রেফতার, পলাতক স্ত্রী

ঝাড়খণ্ডের দুমকা জেলায় নৃশংস হত্যাকাণ্ড! শিকারিপাড়া থানা এলাকার সীতাশাল গ্রামে তিন বছরের সম্পর্কে থাকার পর ২১ বছরের বিধবা...

অসাংবিধানিক মন্তব্য! রাজ্যপালকে ধুয়ে দিলেন কল্যাণ, দিলেন পাল্টা চ্যালেঞ্জ

চূড়ান্ত অসাংবিধানিক এবং কুরুচিকর মন্তব্য বিজেপির ‘দলদাস’ রাজ্যপাল বোসের! একজন রাজ্যপাল কীভাবে এমন কুরুচিকর মন্তব্য করতে পারেন? শ্রীরামপুরের...

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...
Exit mobile version