Friday, August 29, 2025

অভিষেকের কথাকেই মান্যতা দিয়েছে সুপ্রিম কোর্ট: কুণাল

Date:

Share post:

সুপ্রিম কোর্টের সোমবারের নির্দেশ, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নেওয়া যাবে না। এমনকি, তার বিদেশ যাত্রাতেও কোনও বাধা নেই। এ প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, অভিষেক আদালতে যে আবেদন জানিয়েছিলেন তাকেই মান্যতা দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। তাকে কুৎসা করে যেভাবে বিরোধীরা রাস্তায় নেমেছে তার বিরুদ্ধে এটা বড় প্রমাণ। এর আগে বহুবার তিনি বলেছেন, যে কোনও অন্যায় কাজের সঙ্গে তিনি যুক্ত নন।

আরও পড়ুনঃ ৫০ যাত্রী সহ বিহারে ভয়াবহ নৌকাডুবি, নিখোঁজ ১০

তাপস রায় প্রসঙ্গে কুণালের স্বগোক্তি, তিনি একজন বর্ষীয়ান রাজনীতিবিদ, সংগঠক এবং ছাত্র রাজনীতি থেকেই তার উত্থান। তার মতো বর্ষীয়ান নেতার কাছ থেকে যে কোনও ধরনের মূল্যায়ন তো আশা করাই যায়। তাপস রায় তৃণমূল কংগ্রেসের সম্পদ। শুধুমাত্র একটা শব্দবন্ধ দিয়ে তাকে মূল্যায়ন করাটা ভুল।
শুভেন্দু অধিকারীকে তোপ দেগে কুণাল বলেন , শুভেন্দু যে বিনয় মিশ্রের সঙ্গে কথা বলেছে তার অডিও ক্লিপ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আছে। তা তিনি নিজেই জানিয়েছেন। তাই কাঁচের ঘরে বসে বড় বড় কথা না বলে শুভেন্দু সামনে আসুন। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে যে মারাত্মক অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায় এনেছেন, শুভেন্দু তার বিরুদ্ধে মানহানির মামলা করে দেখান? এখন কেন চুপ?
গরু পাচারকাণ্ড নিয়ে শুভেন্দুর মন্তব্যের পরিপ্রেক্ষিতে কুণালের কটাক্ষ, গত কুড়ি বছর ধরে যত গরু সীমান্তে ধরা পড়েছে, বিএসএফ আটক করেছে, শুভেন্দু আগে গিয়ে সেই গরুগুলো কোথায় গেল সেই গরুগুলোর হদিশ খোঁজার চেষ্টা করুন। তারপর বড় বড় কথা বলবেন।
তিনি বলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী লড়াইটাকে বিরোধীশূন্য করতে চাইছেন। সেটা করতে গিয়ে যখন রাজনৈতিকভাবে কোনও কূলকিনারা পাচ্ছেন না , তখন কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার করছেন। রিপোর্ট বলছে, অধিকাংশ দুর্নীতির অভিযোগ স্বরাষ্ট্রদফতর থেকেই এসেছে।
এ প্রসঙ্গে তিনি ফের মনে করিয়ে দেন, সাম্প্রতিক রিপোর্টৈই প্রকাশ, দিল্লি নারীদের জন্য কতটা বিপজ্জনক আর কলকাতা কতোটা নিরাপদ। তৃণমূল কংগ্রেস সব সময় মানুষের পাশে আছে। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মানুষের আর্থিক সুরক্ষা, নৈতিক সুরক্ষা, সামাজিক সুরক্ষায় সবসময় নিয়োজিত আছেন। তাই বিরোধীরা কী প্রচার করলো তাতে কিছু যায় আসে না ‌।

spot_img

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...