Tuesday, May 6, 2025

পয়গম্বরকে অপমানের শাস্তি: পাকিস্তানের মসজিদে তরুণীদের শিরচ্ছেদের প্রশিক্ষণ

Date:

Share post:

পয়গম্বরকে অপমান করলে তার শাস্তি হবে শিরচ্ছেদ। কীভাবে মুণ্ডচ্ছেদ করতে হবে, পাকিস্তানের(Pakistan) লাল মসজিদে(Mosque) তরুণীদের দেওয়া হচ্ছে তারই প্রশিক্ষণ। সেই ভিডিও প্রকাশ্যে আসার পর ব্যাপক বিতর্ক শুরু হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে বোরখা পরিহিত মহিলারা হাতে তলোয়ার নিয়ে সেই প্রশিক্ষণ নিচ্ছে।

সংবাদমাধ্যম সূত্রের খবর, কেউ যদি পয়গম্বরকে অপমান করে তবে তার শাস্তি হবে মৃত্যুদণ্ড। পাকিস্তানে তরুণীদের মগজ ধোলাই করে তাদের মুণ্ডচ্ছেদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে মসজিদে। ভিডিয়োতে দেখা গিয়েছে, মসজিদের মধ্যে বোরখা পরিহিত এক শিক্ষক গোলাপি রঙের বোরখা পরা তরুণীদের তলোয়ারের প্রশিক্ষণ দিচ্ছেন। কী ভাবে শিরশ্ছেদ করতে হয়, সে ব্যাপারে তরুণীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রশিক্ষণ পর্বে তলোয়ার হাতে তরুণীদের স্লোগান দিতেও দেখা গিয়েছে। লাল মসজিদের এই ভিডিও প্রকাশ্যে আসার পর স্বাভাবিকভাবেই বিতর্ক শুরু হয়েছে। পাক তরুণীদের এহেন প্রশিক্ষণ দেখে রীতিমতো আঁতকে উঠেছে বিভিন্ন মহল। এই ধরনে হিংসাত্মক ভয়াবহ বিষয় অবিলম্বে বন্ধ করার দাবিতে সরব হয়েছে সেখানকার বুদ্ধিজীবী মহল।

উল্লেখ্য, পয়গম্বরকে নিয়ে এক মন্তব্যে করে ভারতে বিতর্কের ঝড় তোলেন বিজেপি নেত্রী নূপুর শর্মা। তাঁর বিতর্কিত মন্তব্যে তোলপাড় হয় আন্তর্জাতিক মহলও। নূপুরের মন্তব্যের নিন্দায় সরব হয় ইরান, কাতার, ইরান-সহ একাধিক দেশ। ভারতেও বিভিন্ন রাজ্যে বিক্ষোভ প্রদর্শিত হয়। এমনকি, এই মন্তব্যের জন্য হুমকিও পান বলে অভিযোগ করেন নূপুর। এই প্রেক্ষাপটে পাকিস্তানে তরুণীদের এ ধরনের প্রশিক্ষণ উদ্বেগজনক বলেই মনে করছেন অ্যানালিস্ট আমিনা বেগম আনসারি। আমিনার আশঙ্কা, এ সব দেখে পরের প্রজন্ম জঘন্য অপরাধ ঘটাতে পারে। তাই অবিলম্বে এই ধরনের প্রশিক্ষণ বন্ধ করা হোক।

spot_img

Related articles

গোপীবল্লভপুরের বাড়িতে সস্ত্রীক দিলীপ, শ্বশুরবাড়িতে নতুন পদ রাঁধবেন নববধূ রিঙ্কু

রাজনীতি থেকে বহুদূরে এখন নতুন শ্বশুরবাড়িতে খোশ মেজাজে রিঙ্কু ঘোষ মজুমদার। সোমবার দুপুরে নববধূ রিঙ্কু ও মাকে নিয়ে...

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফর নিয়ে শুভেন্দুর মন্তব্যের পাল্টা কড়া জবাব কুণালের

সঠিক সময়ে তিনি মুর্শিদাবাদ যাবেন- আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতোই সোমবার দুদিনের সফরে গিয়েছেন তিনি। আর...

দাদাসাহেব ফালকে ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেত্রী পর্দার ‘বিনোদিনী’, রুক্মিণীকে শুভেচ্ছা দেবের

বাংলার নাট্য সম্রাজ্ঞীর জীবনকে বড়পর্দায় নিখুঁতভাবে ফুটিয়ে দর্শকের প্রশংসা করিয়েছিলেন রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)। এবার 'বিনোদিনী, একটি নটীর...

চেনা মেজাজে মুখ্যমন্ত্রী, বহরমপুরে আচমকা ঢুকলেন প্রতিমাশিল্পীর বাড়ি

জনসংযোগ জননেত্রীর। বালিগঞ্জ হোক কিংবা বহরমপুর মমতা বন্দ্যোপাধ্যায় সব জায়গাতেই মিশে যান মানুষের ভিড়ে। মানুষের ঘরে। হ্যাঁ, ঘরে।...