Sunday, November 16, 2025

কুমারীত্বের পরীক্ষায় ব্যর্থ, নববধূকে ত্যাগ করে ১০ লক্ষ টাকা জরিমানা

Date:

রাজস্থানের বিতর্কিত ‘কুকড়ি'(Kukri) প্রথার শিকার হতে হল নববধুকে। কুমারীত্বের(virginity) পরীক্ষায় ব্যর্থ হওয়ায় অপরাধে সদ্য বিবাহিতা বধুকে ত্যাগ করল পরিবার। শুধু তাই নয়, ১০ লক্ষ টাকা জরিমানা করা হল নববধূর পরিবারকে। রাজস্থানের (Rajasthan) ভিলওয়ারার এই ঘটনা প্রকাশ্যে আসার পর রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা গিয়েছে, মাস তিনেক আগে ২৪ বছর বয়সি মেয়েটির বিয়ে হয়েছিল গত ১১ মে। বিয়ের পর ‘কুকড়ি’ (Kukri Pratha) রীতি মেনে তাঁর কুমারীত্ব পরীক্ষা করা হয়। তাতে পাশ করতে পারেননি বধূ। এই প্রথায় বিয়ের প্রথম রাতে স্বামীর সঙ্গে শারীরিক মিলনের পর সাদা চাদরের উপর যদি মেয়েটির রক্তের দাগ লাগে, তবেই তাঁর সতীত্বের প্রমাণ মিলবে। শুধু তা-ই নয়, সেই চাদরটি সমাজের আর পাঁচ জনের সামনেও প্রদর্শনও করা হয়। এই পরীক্ষায় পাশ না করতে পারলে যেমন স্ত্রীকে ত‌্যাগ করার সুযোগ থাকে তেমনই নগ্ন করে গ্রামে ঘোরানোর মতো নিদানও দেওয়া হয়।

বছর ২৪ এর এই মেয়েটির ক্ষেত্রেও ঘটে একই ঘটনা। ‘কুকড়ি’ প্রথা অনুযায়ী পরীক্ষায় ব্যর্থ হওয়ায় মেয়েটিকে ত্যাগ করার পাশাপাশি নতুন বউয়ের পরিবারের কাছে ১০ লক্ষ টাকা দাবি করে তার শ্বশুরবাড়ির লোক। টাকা না মেলায় শুরু হয় হেনস্থা। এরপর পুলিশের দ্বারস্থ হয় মেয়েটির পরিবার। পুলিশের কাছে জামাই ও তাঁর পরিবারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে মেয়ের পরিবার। থানার ইনচার্জ আইয়ুব খান এ বিষয়ে জানান, প্রধানত টাকা আদায় নিয়েই বাধে গোলমাল। পুলিশি জেরায় জানা গিয়েছে, বিয়ের আগে পাড়ার এক যুবক মেয়েটিকে ধর্ষণ করেছিল। যা জানতে পেরে মেয়েটিকে তাঁর স্বামী ও শাশুড়ি প্রবল মারধরও করে। উল্লেখ্য, দুই দশক আগে রাজস্থানে এই নৃশংস প্রথা বন্ধ হয়ে গেলেও আজ রাজস্থানের নানা প্রান্তে জারি রয়েছে এই প্রথা।

Related articles

টাটা সুমো-ডাম্পারের সংঘর্ষ, জম্মু-কাশ্মীরে পথ দুর্ঘটনায় মৃত ৪ আহত একাধিক

শ্রীনগরের নওগ্রামে বিস্ফোরক থেকে বিস্ফোরণের ঘটনা নিয়ে যখন শোরগোল পড়ে গেছে ঠিক সেই আবহে ভূস্বর্গে ভয়াবহ সড়ক দুর্ঘটনার...

শ্যুটিং করতে গিয়ে রক্তাক্ত ছোটপর্দার নায়িকা তিয়াসা, চিন্তায় অনুরাগীরা!

টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় মুখ তিয়াসা লেপচা ফের খবরের শিরোনামে। এবার শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছেন তিনি (Tiyasha...

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...
Exit mobile version