Tuesday, August 26, 2025

কুমারীত্বের পরীক্ষায় ব্যর্থ, নববধূকে ত্যাগ করে ১০ লক্ষ টাকা জরিমানা

Date:

রাজস্থানের বিতর্কিত ‘কুকড়ি'(Kukri) প্রথার শিকার হতে হল নববধুকে। কুমারীত্বের(virginity) পরীক্ষায় ব্যর্থ হওয়ায় অপরাধে সদ্য বিবাহিতা বধুকে ত্যাগ করল পরিবার। শুধু তাই নয়, ১০ লক্ষ টাকা জরিমানা করা হল নববধূর পরিবারকে। রাজস্থানের (Rajasthan) ভিলওয়ারার এই ঘটনা প্রকাশ্যে আসার পর রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা গিয়েছে, মাস তিনেক আগে ২৪ বছর বয়সি মেয়েটির বিয়ে হয়েছিল গত ১১ মে। বিয়ের পর ‘কুকড়ি’ (Kukri Pratha) রীতি মেনে তাঁর কুমারীত্ব পরীক্ষা করা হয়। তাতে পাশ করতে পারেননি বধূ। এই প্রথায় বিয়ের প্রথম রাতে স্বামীর সঙ্গে শারীরিক মিলনের পর সাদা চাদরের উপর যদি মেয়েটির রক্তের দাগ লাগে, তবেই তাঁর সতীত্বের প্রমাণ মিলবে। শুধু তা-ই নয়, সেই চাদরটি সমাজের আর পাঁচ জনের সামনেও প্রদর্শনও করা হয়। এই পরীক্ষায় পাশ না করতে পারলে যেমন স্ত্রীকে ত‌্যাগ করার সুযোগ থাকে তেমনই নগ্ন করে গ্রামে ঘোরানোর মতো নিদানও দেওয়া হয়।

বছর ২৪ এর এই মেয়েটির ক্ষেত্রেও ঘটে একই ঘটনা। ‘কুকড়ি’ প্রথা অনুযায়ী পরীক্ষায় ব্যর্থ হওয়ায় মেয়েটিকে ত্যাগ করার পাশাপাশি নতুন বউয়ের পরিবারের কাছে ১০ লক্ষ টাকা দাবি করে তার শ্বশুরবাড়ির লোক। টাকা না মেলায় শুরু হয় হেনস্থা। এরপর পুলিশের দ্বারস্থ হয় মেয়েটির পরিবার। পুলিশের কাছে জামাই ও তাঁর পরিবারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে মেয়ের পরিবার। থানার ইনচার্জ আইয়ুব খান এ বিষয়ে জানান, প্রধানত টাকা আদায় নিয়েই বাধে গোলমাল। পুলিশি জেরায় জানা গিয়েছে, বিয়ের আগে পাড়ার এক যুবক মেয়েটিকে ধর্ষণ করেছিল। যা জানতে পেরে মেয়েটিকে তাঁর স্বামী ও শাশুড়ি প্রবল মারধরও করে। উল্লেখ্য, দুই দশক আগে রাজস্থানে এই নৃশংস প্রথা বন্ধ হয়ে গেলেও আজ রাজস্থানের নানা প্রান্তে জারি রয়েছে এই প্রথা।

Related articles

প্রাথমিক টেট-এর তথ্য ফাঁস হয়নি, বিভ্রান্তি কাটিয়ে জানালো পর্ষদ

নতুন জালিয়াতির বিরুদ্ধে কড়া রাজ্যের শিক্ষা দফতর। প্রাথমিক টেট-এর (Primary TET) তথ্য ফাঁস হওয়া নিয়ে নতুন করে বিভ্রান্তি...

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...
Exit mobile version