Monday, August 25, 2025

বিমানবন্দর থেকে সরিয়ে RSS কার্যালয়ের নিরাপত্তায় CISF! প্রতিবাদে সরব শশী

Date:

সিআইএসএফের ৩০০০ পদ বাতিল করেছে কেন্দ্রীয় সরকার। মোদি সরকারের সিদ্ধান্ত অনুযায়ী দেশের বিমানবন্দরগুলিতে যে সিআইএসএফের কর্মীরা নিরাপত্তার দায়িত্বে থাকেন তাঁদের সরিয়ে নেওয়া হয়েছে। এখন থেকে সেখানে নিরাপত্তার দায়িত্বে থাকছে বেসরকারি সংস্থার নিরাপত্তারক্ষীরা। সরকারের এহেন সিদ্ধান্তের তীব্র বিরোধিতায় সরব হলেন কংগ্রেস সাংসদ শশী থারুর। পাশাপাশি কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ উঠেছে দিল্লিতে আরএসএসের কার্যালয়ে নিরাপত্তার দায়িত্বে আনা হয়েছে সিআইএসএফকে। গোটা ঘটনায় প্রতিবাদে সরব হয়েছে কংগ্রেস সাংসদ।

মোদি সরকারের এহেন সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার শশী থারুর বলেন, সাংসদ ও এয়ারলাইন্সের সঙ্গে আলোচনা না করে সরকারের এমন সিদ্ধান্ত নেওয়া একেবারেই উচিত হয়নি। শশী থারুর টুইটারে লিখেছেন, “আপনি যদি এই দুটি বিষয়(বিমান বন্দর থেকে CISF সরানো এবং RSS অফিসে নিয়োগ) আলাদাভাবে দেখেন তবে অবশ্যই সিআইএসএফ মোতায়েন নিয়ে প্রশ্ন উঠবে। বিমানবন্দর ব্যবহারকারী দেশের জনগণের জন্য তাহলে সিআইএসএফের নিরাপত্তা কম গুরুত্বপূর্ণ বেসরকারির তুলনায়? একদিন আগে আরএসএস অফিসের নিরাপত্তার জন্য সিআইএসএফ নিয়োগ এবং বিমানবন্দরের দায়িত্ব থেকে তাঁদের সরানো, দেশ এই সিদ্ধান্তের ব্যাখ্যা চায়।”

দিল্লিতে রয়েছে আরএসএস-এর দফতর কেশব কুঞ্জের কাছেই উদাসীন আশ্রমকে সিআইএসএফের নিরাপত্তার অধীনে আনা হয়েছে। গত 1 সেপ্টেম্বর থেকে সিআইএসএফ জওয়ানদের এখানে মোতায়েন করা হয়েছে বলে জানা গিয়েছে। কেন্দ্রের সরকারে এখন ভারতীয় জনতা পার্টি (BJP)। আর সেই বিজেপিরই চালিকাশক্তি আরএসএস। যাদের সদর দফতর নাগপুরে। ফলে এমন একটি সংগঠনকে কেন্দ্রীয় নিরাপত্তা দিলে স্বজনপোষণের অভিযোগ উঠবেই। বিরোধীরা ইতিমধ্যে এই অভিযোগ তুলতে শুরু করেছে। যদিও সরকারি সূত্র বলছে যে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক (Union Home Ministry) নিরাপত্তা বৃদ্ধি নিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে।

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version