বুধবার এএফসি কাপে বাগানের সামনে কুয়ালালামপুর সিটি এফসি

ম্যাচের আগের দিন সাংবাদিক বৈঠকে দলের অন্যতম ভরসা জনি কাউকো বললেন, ‘‘নাসাফ ম্যাচটা ভয়ঙ্কর ছিল।

আগামীকাল এএফসি আন্তঃআঞ্চলিক সেমিফাইনালের খেলতে নামছে এটিকে মোহনবাগান ( AFC Cup)। প্রতিপক্ষ মালয়েশিয়ার ক্লাব কুয়ালালামপুর সিটি এফসি। জিততে মরিয়া জুয়ান ফেরান্দোর দল।

গতবার উজবেকিস্তানের এফসি নাসাফের কাছে হাফ ডজন গোলে হারের ক্ষত এখনও শুকোয়নি। প্রীতম কোটাল, জনি কাউকোরা তাতে প্রলেপ লাগানোর সুযোগ পাচ্ছেন যুবভারতী ক্রীড়াঙ্গনের সবুজ গালিচায়। বুধবার এএফসি কাপের আন্তঃআঞ্চলিক সেমিফাইনালে মোহনবাগানের সামনে মালয়েশিয়ার ক্লাব কুয়ালালামপুর সিটি এফসি। ম্যাচের ২৪ ঘণ্টা আগে নাসাফ ম্যাচের দুঃস্বপ্ন ঘুরে ফিরে এল। অথচ, সেই ম্যাচের পর মোহনবাগান দলে অনেক বদল হয়েছে। তবে অ্যান্তোনিও লোপেজ হাবাসের সময়ের কোর টিমটা থেকে গিয়েছে। ম্যাচের আগের দিন সাংবাদিক বৈঠকে দলের অন্যতম ভরসা জনি কাউকো বললেন, ‘‘নাসাফ ম্যাচটা ভয়ঙ্কর ছিল। যদিও এবার আমাদের দল আরও ভাল। প্রস্তুতি ভাল হয়েছে। আশা করি, কুয়ালালামপুর সিটির বিরুদ্ধে জিতে মাঠ ছাড়ব।’’

ডুরান্ড কাপে দলের খেলা প্রত্যাশিত মানে পৌঁছয়নি। এমন একটি আন্তর্জাতিক ম্যাচের জন্যই তো অপেক্ষায় ছিলেন কোচ, ফুটবলার, কর্তা, সমর্থকরা। কিন্তু মরশুমের শুরুতে এখনও দল ছন্দে ফেরেনি। অজস্র গোলের সুযোগ নষ্ট হচ্ছে। আবার গোল করে তা ধরে রাখা যাচ্ছে না। কুয়ালালামপুর দলটায় ব্রাজিল, কলম্বিয়া এবং ঘানার তিন জন এমন ফুটবলার আছেন, যাঁরা মুহূর্তে ম্যাচের রং বদলে দিতে পারেন। বিশেষ করে ব্রাজিলীয় পাওলো জোসুর দিকে বাড়তি নজর রাখতেই হবে জুয়ান ফেরান্দোকে। মাঝমাঠের ফুটবলার হলেও এএফসি কাপে গোলের মধ্যে রয়েছেন তিনি। কলম্বিয়ার মিডফিল্ডার রোমেল মোরালেসও খেলা তৈরি করার পাশাপাশি গোলটাও চেনেন। এমন ফুটবলারদের বিরুদ্ধে সবুজ-মেরুন রক্ষণকে শক্ত চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে। জুয়ান অবশ্য তাঁর আক্রমণাত্মক রণনীতিতে ভরসা রাখছেন। বাগানের স্প্যানিশ কোচের সাফ কথা, ‘‘লিড ধরে রাখা বা রক্ষণ নিয়ে চিন্তিত নই। ৯০ মিনিট ফোকাস ধরে রেখে গোল পাওয়ার জন্য আমাদের ঝাঁপাতে হবে, গোল বাঁচানোর জন্য নয়।’’
বিপক্ষ দলের ক্রোয়েশীয় কোচ বোজান হোডাক এগিয়ে রাখলেন মোহনবাগানকেই। কয়েক বছর আগে জোহর দারুল তাজিমের কোচ হিসেবে ইস্টবেঙ্গলকে হারিয়েছিলেন বোজান। হারিয়েছেন বেঙ্গালুরু এফসি-কেও। এদিন বললেন, ‘‘মোহনবাগানের খেলা দেখেছি। ওরা অনেক শক্তিশালী দল। ঘরের মাঠে সমর্থকদের সামনে খেলবে। তাই ওরাই ফেভারিট। দিমিত্রি পেত্রাতোসকে আমি আগে কোচিং করিয়েছি। তবে ও তখন জুনিয়র ছিল। এখন ও পরিণত, বিশ্বকাপ খেলেছে। খুব ভাল সই করিয়েছে মোহনবাগান।’’ সূত্রের খবর, অস্ট্রেলীয় বিশ্বকাপার দিমিত্রিকে রেখেই প্রথম একাদশ সাজাবেন জুয়ান। বাকি তিন বিদেশি সম্ভবত কাউকো, হুগো বোউমাস এবং পোগবা। কলকাতার গরম এবং আর্দ্রতায় খেলাটা কঠিন হলেও ইতিহাস গড়তে চায় কুয়ালালামপুর সিটি। তাদের ব্রাজিলীয় তারকা পাওলো বললেন, ‘‘পরিবেশ প্রতিকূল হলেও আমরা তৈরি নিজেদের সেরাটা উজাড় করে দিতে।’’

আরও পড়ুন:সফল অস্ত্রোপচার, সোশ্যাল মিডিয়ায় জানালেন জাড্ডু

 

 

 

Previous articleসফল অস্ত্রোপচার, সোশ্যাল মিডিয়ায় জানালেন জাড্ডু
Next articleপাকিস্তানের পর শ্রীলঙ্কার কাছেও হার ভারতের