Monday, May 5, 2025

Entertainment: নটী বিনোদিনীর চরিত্রে এবার রুক্মিণী, প্রথম লুকেই বাজিমাত!

Date:

পুরুষ শাসিত সমাজে বিনোদিনীর (Binodini) বলিষ্ঠ ভূমিকা এবার বাংলার সিনে দর্শকদের উপহার দিতে চলেছে দেব এন্টারটেনমেন্ট ভেনচারস (Dev Entertainment Ventures)। রামকমল মুখোপাধ্যায় (Ramkamal Mukherjee) পরিচালিত নতুন বাংলা ছবি ‘বিনোদিনী’র টিজার প্রকাশ্যে এসেছে সোমবার। এর আগেই দেব এর প্রযোজনা সংস্থা ‘বড় কিছু’ আসছে বলে ঘোষণা করেছিল। সোমবার সকালেই জানা গেল বাংলার নবজাগরণের অন্যতম আইকনিক ও কিংবদন্তি থিয়েটার ব্যক্তিত্ব নটী বিনোদিনী রূপে রুপোলি পর্দায় আসছেন রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)।

দেব তাঁর প্রযোজনা সংস্থা শুরু করার পর থেকে অন্য ধরণের ছবি করার দিকে মন দিয়েছেন। বাংলা সিনেমার দর্শকদের ভিন্ন ধারার ছবি উপহার দিতে চেয়ে এর আগে টনিক (Tonic), কিশমিশ (Kishmish)-এর মতো ছবি তৈরি করেছে দেব এন্টারটেনমেন্ট ভেনচারস। একটু অন্যরকমের ছোঁওয়া দিতে ছবির টিজারটি পুরোটাই তৈরি করা হয়েছে গ্রাফিক্সে। পুরনো দিনের পালকি রিক্সা দিয়ে শুরু টিজার। স্টার থিয়েটারের বাইরে রাখা সেই পালকি পাশ থেকেই দর্শক সোজা ঢুকে পড়ে স্টার থিয়েটারে। সেখানে দেখা যায় একটি বোর্ড, যেখানে লেখা, ‘আজ সন্ধ্যায় নাট্যাচার্য গিরিশ চন্দ্র ঘোষের শ্রী চৈতন্য লীলা। নাম ভূমিকায় বিনোদিনী দাসী।’ সেখানেই দেখা যায় মঞ্চে চৈতন্য রূপে বিনোদিনী অর্থাৎ রুক্মিনী। প্রথম লুক থেকেই প্রশংসা পেয়েছেন রুক্মিনী। প্রসঙ্গত ২০২০ সালে এই ছবির পরিকল্পনা নিয়েছিলেন রামকমল। কিন্তু করোনার কারণে পিছিয়ে যায় সেই শ্যুটিং। প্রায় আড়াই বছর ধরে বিনোদনী হয়ে ওঠার জন্য প্রস্তুতি নিচ্ছেন অভিনেত্রী। ১৪৮ বছর আগের বহু চর্চিত এক চরিত্রকে সেলুলয়েডে তুলে আনা সহজ কথা নয়। অভিনেত্রী বলছেন, পর্দায় বিনোদিনী দাসীর চরিত্রে অভিনয় করা খুব বড় একটা দায়িত্ব। পুরুষতান্ত্রিক সমাজে বিনোদিনীর লড়াই ও উড়ানের গল্প বলা খুবই জরুরি। বিনোদিনীর কাহিনিতে গিরিশচন্দ্র ঘোষ, অমৃতলাল, শ্রী রামকৃষ্ণ, কুমার বাহাদুর, রঙ্গবাবুদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু সেই সব চরিত্রে কারা অভিনয় করছেন, সে বিষয়ে এখনও কিছু জানান নি নির্মাতারা।

 

Related articles

এক বাইকে চারজন! উল্টোডাঙা উড়ালপুলে ভয়াবহ দুর্ঘটনায় মৃত ২, আহত ২

ট্রাফিক নিয়ম ভাঙার চরম মাশুল দিলো চার বাইক আরোহী যুবক। সোমবার ভোরে উল্টোডাঙা উড়ালপুলে (Ultadanga flyover) ভয়াবহ দুর্ঘটনায়...

দুপুরে মুর্শিদাবাদ রওনা মুখ্যমন্ত্রীর, সেজে উঠেছে বহরমপুর

সামশেরগঞ্জে ওয়াকফ আন্দোলন ঘিরে অশান্তির পরে মুখ্যমন্ত্রী আক্রান্ত স্থানীয়দের উদ্দেশে বার্তা দিয়েছিলেন ভরসা রাখার। সেই প্রতিশ্রুতি অনুযায়ী এবার...

Breakfast News: আজ মুর্শিদাবাদ যাচ্ছেন মুখ্যমন্ত্রী

১) মুর্শিদাবাদের সামশেরগঞ্জ অশান্তির পরে সাধারণ মানুষের পাশে মুখ্যমন্ত্রী। সোমবার রওনা দিচ্ছেন মুর্শিদাবাদ ২) সোমবার বহরমপুর পৌঁছবেন মুখ্যমন্ত্রী মমতা...

বিশ্বের বাঙালিদের পাশেই মুখ্যমন্ত্রী: লন্ডনে চর্চায় আপন বাংলা পোর্টাল

পরিবার-পরিজন থেকে মাতৃভূমির শিকড়ের টান। প্রবাসের সঙ্গে বাংলার যোগাযোগ রাখতে অনাবাসীদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) আপন...
Exit mobile version