Wednesday, November 5, 2025

সান্মার্গ চিটফান্ড কেলেঙ্কারি মামলায় বিধায়ক সুবোধ অধিকারীকে তলব করল CBI

Date:

Share post:

সাম্মার্গ চিটফান্ড (Sunmarg Chitfund) কেলেঙ্কারিতে হালিশহর পুরসভার (Halisahar Municipality) চেয়ারম্যান রাজু সাহানি (Raju Sahani) গ্রেফতার হওয়ার পর থেকেই একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। সেই তথ্যের ভিত্তিতে হালিশহরের বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়েছে CBI. বীজপুরের (Bijpur) বিধায়ক সুবোধ অধিকারী এবং কাঁচড়াপাড়া পুরসভার চেয়ারম্যান কমল অধিকারীর বিরুদ্ধেও তল্লাশি চালিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সূত্রের খবর, এবার সল্টলেক সিজিও কমপ্লেক্সে বিধায়ক সুবোধ অধিকারীকে তলব করল CBI. তবে ঠিক কবে CBI তাঁকে তলব করেছে, তা এখনও জানা যায়নি।

এদিকে,সান্মার্গ চিটফান্ড কর্তার সঙ্গে সিপিএমের দাপুটে নেতাদের ঘনিষ্ঠ সম্পর্ক যে ছিল সেকথা স্বীকার করে নিয়েছেন ওই ভুঁইফোড় সংস্থার কর্মীরা। সিপিএমের আমলেই চিটফান্ড সংস্থা শুরু করার চার বছরের মধ্যেই বিপুল সম্পত্তির মালিক হয়ে ওঠে বর্ধমান সান্মার্গ – এর কর্তা। বাম আমলে অনেক নেতার সঙ্গে তার সুসম্পর্ক থাকায় ২০০৮ সালে চিটফান্ড চালাতে তার অসুবিধা হয়নি। ২০০৮ থেকে ২০১২ সালের মধ্যে সে ১০০টির বেশি সম্পত্তি কিনেছিল।

তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে, দিল্লিতে সাম্মার্গ কর্তা মোটা অঙ্কের টাকা খরচ করে ফ্ল্যাট কিনেছিল। তার পাশাপাশি গুসকরায় ২০ লক্ষ ৩৭ হাজার ৮১৩ টাকা দিয়ে তিন একর ৩৭ ডেসিমেল জায়গা কেনে। কাঁকসার মলানদিঘি এলাকায় ১৬ লক্ষ টাকা খরচ করে ৪২ ডেসিমেল জায়গা কিনেছে। কুলডিহার একটি প্লটে ৪৪.৪০ ডেসিমেল, অন্য একটি মৌজায় ২৯.৪ ডেসিমেল জায়গা রয়েছে। ওই এলাকাতেই একটি মৌজায় ৪.৮, ১০.২ ও ৮৭ ডেসিমেল জায়গা রয়েছে।

তদন্তকারীরা জানতে পেরেছেন, মলানদিঘির বিভিন্ন এলাকায় সান্মার্গ কর্তার ২০০ ডেসিমেল জায়গা কেনা রয়েছে। বেশি জমি আছে মলানদিঘি পঞ্চায়েত এলাকায়। এছাড়াও ফরিদপুর ব্লকের একটি মৌজায় ৪২ শতক ও অন্য একটি মৌজায় ৮ ডেসিমল জায়গা রয়েছে। ওই চিটফান্ড কর্তার দুর্গাপুর শহরেও সম্পত্তি রয়েছে। সমস্ত সম্পত্তির হিসেব তদন্তকারী সংস্থার কাছে রয়েছে। ওই চিটফান্ড কর্তা ২০১২ সাল থেকে ফেরার রয়েছে। তার খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চলানো হয়েছে।

 

spot_img

Related articles

‘সুফল বাংলা’ থেকে ‘উত্তরণ’: মমতা বন্দ্যোপাধ্যায়ের পথেই নিউ ইয়র্ক জয় মামদানির!

পরিবর্তনের ডাক। মা-মাটি-মানুষের জন্য স্লোগান। উন্নয়নমূলক পদক্ষেপে নাগরিক স্বাচ্ছন্দে জোর। একের পর এক জনমুখি প্রকল্প ঘোষণা। বাংলায় সাধারণ...

মুখ্যমন্ত্রীর দুয়ারে বিএলও, নিজের এসআইআর ফর্ম নিজেই নিলেন ‘ভোটার’ মমতা বন্দ্যোপাধ্যায় 

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া নিয়ে মঙ্গলবারই রাজপথে মিছিল করে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন...

মোদিকে জার্সি উপহার ভারতীয় দলের, বিশ্বকাপজয়ীদের সঙ্গে কী কথা বললেন প্রধানমন্ত্রী?

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির(PM Narendra Modi)সঙ্গে দেখা করলেন বিশ্বকাপজয়ী ভারতীয় দলের ক্রিকেটাররা। টিম ইন্ডিয়ার পক্ষ থেকে একটি জার্সি উপহার...

দিনহাটার সাবেক ছিটমহলে মন্ত্রীর হস্তক্ষেপে মিটল অচলাবস্থা, শুরু হল এসআইআর প্রক্রিয়া 

দিনহাটার সাবেক ছিটমহল পোয়াতুরকুঠি ও করলা এলাকায় গিয়ে এসআইআর (Summary Revision of Electoral Roll) নিয়ে বাসিন্দাদের বোঝালেন উত্তরবঙ্গ...