Thursday, January 1, 2026

জলমগ্ন বেঙ্গালুরুতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তরুণীর মৃত্যু

Date:

Share post:

লাগাতার বৃষ্টির জেরে জলমগ্ন বেঙ্গালুরু। কোথাও হাঁটু সমান জল, কোথাও আবার চলছে নৌকা। রাস্তাঘাট জলে ঢুবে থাকায় বিপর্যস্ত জনজীবন। এই অবস্থায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক তরুণীর।

আরও পড়ুন:ভিনরাজ্যেও “অ-পা”র বিপুল সম্পত্তির হদিশ, বেঙ্গালুরুতে বিলাসবহুল হোটেল-রিসর্ট

প্রশাসন সূত্রে খবর, সোমবার রাতে কাজ সেরে বাড়ি ফিরছিলেন ওই তরুণী। জলমগ্ন রাস্তায় তাঁর মোটরবাইক পিছলে যায়। বেসামাল হয়ে হাতের সামনে একটি বিদ্যুতের খুঁটি পেয়ে সেটিকেই আঁকড়ে ধরেন। যেটি আগে থেকেই জলে ভিজে বিদ্যুৎবাহী হয়েছিল। ফলে সেটিকে ছোঁয়া মাত্র বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। মৃত ওই তরুণীর নাম অখিলা (২৩)।

অসুস্থ তরুণীকে উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও চিকিৎসকরা জানান ইতিমধ্যেই তাঁর মৃত্যু হয়েছে। এই ঘটনায় তরুণীর পরিবার অখিলার মৃত্যুর জন্য পুর প্রশাসন ও বেঙ্গালুরু বিদ্যুৎ পর্ষদকে  দায়ী করেছে।

গত তিন দিন ধরে কার্যত ভাসছে তথ্যপ্রযুক্তি নগরী। জলমগ্ন শহরে বেহাল যাতায়াত ব্যবস্থা। এমনকি রাস্তায় নৌকাও নামাতে দেখা গিয়েছে। বন্যার কারণে বেঙ্গালুরুর একাধিক এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। জলের পাম্প ডুবে যাওয়ায় শহরের কিছু কিছু এলাকায় পানীয় জল সরবরাহ করা যাচ্ছে না। জলসঙ্কট ক্রমেই তীব্র হচ্ছে। এমনকি শহরের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন থাকার কারণে স্কুল-কলেজ-সহ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। অফিস যেতে রীতিমতো ঝক্কি সামলাতে হচ্ছে মানুষকে। ট্র্যাক্টরে চেপে অফিসে পৌঁছতে দেখা যায় বহু মানুষকে।

রবিবার রাত থেকে টানা বৃষ্টি হচ্ছে বেঙ্গালুরুতে। প্রশাসনের তরফে নির্দেশিকা জারি করে সকলকে ঘরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ভারথুর, বেল্লান্দুর, কে আর মার্কেট, সিল্ক বোর্ড জাংশন এলাকা। বেলাগেরে-পানাথুর রোড ছোটখাটো নদীতে পরিণত হয়েছে।

spot_img

Related articles

SIR শুনানি আতঙ্ক অব্যাহত: নতুন বছরের শুরুতেই গেল দুই প্রাণ

দেশের নাগরিক হয়েও প্রমাণ করতে হচ্ছে নাগরিকত্ব। দিন আনা দিন খাওয়া বাংলার মানুষের উপর কেন্দ্রের সরকারের চাপ অব্যাহত।...

মুখোশের আড়ালে বিরুষ্কা! বর্ষবরণে বিদেশে ধোনি, শুভেচ্ছা সৌরভ-মিতালিদের

বিদায় ২০২৫, স্বাগত ২০২৬। নতুন স্বপ্ন, নতুন আশাকে সঙ্গী করেই সূচনা ইংরেজি নববর্ষের(New Year 2026)।  পরিবারকে সঙ্গে নিয়েই...

বছরে শুরুতেই বড় ধাক্কা কেন্দ্রের! কত বাড়ছে গ্যাসের দাম

নতুন বছরের শুরুতেই মূল্যবৃদ্ধির বোঝা চাপাল কেন্দ্রীয় সরকার (Central Govt.)। বুধবার থেকেই ১৯ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ানো...

তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস: গণতন্ত্র রক্ষায় শুভেচ্ছা বার্তা দলনেত্রী ও অভিষেকের

রাজ্যের বিভিন্ন প্রান্তে ১ জানুয়ারি উদযাপিত তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা বার্ষিকী। দলের সর্বস্তরের নেতা-কর্মীদের প্রতিষ্ঠা বার্ষিকীর সকালে সম্মান ও...