Wednesday, August 27, 2025

মুক্তিযুদ্ধে শহিদ ভারতীয় সেনা জওয়ানদের উত্তরসূরিদের ছাত্রবৃত্তি ঘোষণা হাসিনার

Date:

৪ দিনের সফরে ভারতে(India) এসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা(Sekh Hasina)। তার সফরের তৃতীয়দিনে বুধবার দিল্লিতে এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে মুক্তিযুদ্ধে শহিদ ভারতীয় জওয়ানদের শ্রদ্ধা জানালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। একইসঙ্গে শহিদদের উত্তরসূরিদের জন্য ‘বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ছাত্রবৃত্তি’র(scholarship) ঘোষণাও করলেন তিনি। এদিনের অনুষ্ঠানে হাসিনার সঙ্গে উপস্থিত ছিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর(S Jayshankar)।

বুধবার এই অনুষ্ঠান থেকে মুক্তিযুদ্ধে শহিদ ভারতীয় সেনাদের শ্রদ্ধা ও তাঁদের উত্তরসূরিদের ছাত্রবৃত্তি ঘোষণা করে হাসিনা বলেন, “বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ছাত্রবৃত্তি আসলে শহিদ ভারতীয় জওয়ানদের প্রতি আমাদের শ্রদ্ধার্ঘ্য। আমাদের জন্য প্রাণ দিয়েছিলেন তাঁরা, আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য যে ভারতীয় জওয়ানরা শহিদ হয়েছেন তাঁদের সম্মান জানতে পেরে আমরা আপ্লুত।” দুই দেশের মধ্যে সম্পর্ক আরও মজবুত করার বার্তা দিয়ে তিনি বলেন, “দুই দেশের যুবপ্রজন্মের মধ্যে সম্পর্ক আরও গভীর করার প্রয়োজন রয়েছে। তারা একই ইতিহাসের অংশীদার এবং আগামীদিনে দেশের রাশ তাদেরই হাতে যাবে। তাই পূর্বসূরিদের মতো তাদেরও কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।” জানা গিয়েছে, দশম ও দ্বাদশ শ্রেণিতে পাঠরত শহিদ ভারতীয় জওয়ানদের উত্তরসূরিরা এই ছাত্রবৃত্তি পাবেন। এই দুই শ্রেণি থেকে ১০০ জন করে পড়ুয়াকে বেছে নিয়ে এই বৃত্তি দেওয়া হবে।

উল্লেখ্য, ৪ দিনের সফরে গত সোমবার ভারতে এসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সফরে গত মঙ্গলবার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেন তিনি। এই বৈঠকে ৭ টি চুক্তি সাক্ষরিত হয় দুই দেশের মধ্যে। যার মধ্যে উল্লেখযোগ্য অসমের কুশিয়ারা নদীর জলবণ্টন, এছাড়াও এই চুক্তির তালিকায় রয়েছে রেল, সড়ক, বিদ্যুৎ পাশাপাশি তথ্যপ্রযুক্তি, মহাকাশ ক্ষেত্রে দুই দেশ একে অপরের হাত ধরে চলবে।

Related articles

তিনিই নিয়োগ করেছিলেন, এবার গৌড়বঙ্গের উপাচার্যকে সরালেন রাজ্যপালই

রাজ্যের তালিকা অগ্রাহ্য করে বাংলার বিশ্ববিদ্যালয়গুলির উপর কার্যত এক নায়কতন্ত্র চালানোয় অভিযুক্ত রাজ্যপাল সি ভি আনন্দ বোস (C...

ভারতে বসছে দাবা বিশ্বকাপের আসর, কী বললেন প্রধানমন্ত্রী মোদি?

চলতি বছরে ভারতে বসছে দাবা বিশ্বকাপের আসর। ২০০২ সালের পর আবারও দাবা বিশ্বকাপ আয়োজন করতে চলেছে ভারত। ২৩...

একসঙ্গে গণেশ পুজোয়! সুনিতা বললেন ‘আমার গোবিন্দা শুধুই আমার’

বিচ্ছেদের যাবতীয় গুঞ্জন উড়িয়ে এক সঙ্গে গোবিন্দা-সুনিতা (Govinda-Sunita)। বুধবার বাড়ির গণেশ পুজোয় (Ganesh festival) ভেস্তে দিলেন নিন্দুকদের সব...

আমার ইতিহাস জড়িয়ে রয়েছে: মহারাষ্ট্র নিবাসের গণেশপুজোয় মন্তব্য মমতার

১০১ বছরে পড়ল কলকাতার মহারাষ্ট্র নিবাসের গণেশপুজো (Ganesh Pujo)। বুধবার, সেই পুজোর উদ্বোধন করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়...
Exit mobile version