Saturday, May 17, 2025

ভারতের বাজারে আরও ১২ টি পণ্যের প্রবেশাধিকার চায় বাংলাদেশ

Date:

Share post:

খায়রুল আলম, ঢাকা

বাংলাদেশ ১২টি নতুন পণ্য ভারতের বাজারে প্রবেশাধিকার চায় বলে জানিয়েছেন বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি জসিমউদ্দিন। প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার চার দিনের রাষ্ট্রীয় সফরে ভারতে আছেন।  বুধবার ভারতের ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে এই ইচ্ছাপ্রকাশ করেন বাংলাদেশের ব্যবসায়ীরা।

জসিমউদ্দিন জানান, ১২টি নতুন পণ্য ভারতের বাজারে দিতে চান বাংলাদেশের ব্যবসায়ীরা। অন্যদিকে বাংলাদেশের সিরামিকস, পাটসহ বিভিন্ন পণ্য আমদানিতে আগ্রহ দেখিয়েছেন ভারতের ব্যবসায়ীরা।তিনি জানান, বাংলাদেশে বিনিয়োগের বিষয়ে ভারতের ব্যবসায়ীরা আগ্রহ প্রকাশ করেছেন, কিন্তু তারা কয়েকটি প্রতিবন্ধকতার কথা বলেছেন।

এফবিসিসিআই সভাপতি আরও জানান, বিনিয়োগ সহজ করতে ভারতীয় ব্যবসায়ীরা ভিসা জটিলতা দূর করার কথা বলেছেন। অন্যদিকে ভারতের বাজারে বিনিয়োগের ক্ষেত্রে নীতি সংশোধন চেয়েছেন বাংলাদেশের ব্যবসায়ীরা। নয়াদিল্লিতে দুই দেশের ব্যবসায়ীরা বৈঠকে বসেন। উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা । তিনি ভারতীয় ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান।

এর আগে ভারতের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ৯টি রাজ্যের উন্নয়নমন্ত্রী কিষাণ রেড্ডির সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে সফরের তৃতীয় দিনের কর্মসূচি শুরু করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পরে তিনি যোগ দেন বাংলাদেশ ও ভারতের শীর্ষ ব্যবসায়ীদের বৈঠকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের ব্যবসায়ীদের বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিনিয়োগের আহ্বান জানান।তিনি বলেন, বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে তার সরকারের পক্ষ থেকে সব নীতিগত সুবিধা দেওয়া হবে।
বাংলাদেশে বিনিয়োগের বিষয়ে ভারতীয় ব্যবসায়ীরা প্রধানমন্ত্রীর কাছে কয়েকটি প্রতিবন্ধকতার কথা জানান।তারা আমলাতান্ত্রিক জটিলতা, লাল ফিতার দৌরাত্ম্য, যোগাযোগ ব্যবস্থার দুর্বলতা, বন্দররে সমস্যা দূর করার আহ্বান জানান।

spot_img

Related articles

বিক্ষোভে ক্ষুদে পড়ুয়াদের সামিল করলেন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা! নিন্দা সবমহলে

গল্প বলার আসর-এর নামে ক্ষুদে পড়ুয়াদের আন্দোলনে সামিল করলেন বিকাশ ভবনের সামনে অবস্থানরত চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা (Teacher)। শনিবার, বিকাশ...

মাও-দমনে নিহত রোলো! জওয়ানদের নিরাপত্তা দিতে গিয়ে ২০০ মৌমাছির কামড়

ছত্তিশগড়ের মাওবাদী দমনে সম্প্রতি ব্যাপক সাফল্যের মুখ দেখেছে সিআরপিএফ (CRPF)। মাওবাদীদের পেতে রাখা আইইডি থেকে নিজেদের নিরাপদ রেখে...

সেনা জওয়ানদের প্রতি শ্রদ্ধা! রাজ্যে তৃণমূলের টানা দু’দিনের শহিদতর্পণ কর্মসূচি

নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে শনিবার দেশের সেনা জওয়ানদের প্রতি সম্মান এবং শহিদতর্পণ কর্মসূচিতে নামল তৃণমূল কংগ্রেস। কলকাতা-সহ...

ইট দিয়ে খুন! ১৪ বছর পর যাবজ্জীবন সাজা অভিযুক্তর 

১৪ বছর আগের খুনের মামলায় অবশেষে চন্দননগর আদালতের রায়ে দোষী সাব্যস্ত হলেন কাশিনাথ মণ্ডল। শনিবার ফাস্ট ট্র্যাক কোর্টের...