Tuesday, January 20, 2026

ভারতের বাজারে আরও ১২ টি পণ্যের প্রবেশাধিকার চায় বাংলাদেশ

Date:

Share post:

খায়রুল আলম, ঢাকা

বাংলাদেশ ১২টি নতুন পণ্য ভারতের বাজারে প্রবেশাধিকার চায় বলে জানিয়েছেন বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি জসিমউদ্দিন। প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার চার দিনের রাষ্ট্রীয় সফরে ভারতে আছেন।  বুধবার ভারতের ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে এই ইচ্ছাপ্রকাশ করেন বাংলাদেশের ব্যবসায়ীরা।

জসিমউদ্দিন জানান, ১২টি নতুন পণ্য ভারতের বাজারে দিতে চান বাংলাদেশের ব্যবসায়ীরা। অন্যদিকে বাংলাদেশের সিরামিকস, পাটসহ বিভিন্ন পণ্য আমদানিতে আগ্রহ দেখিয়েছেন ভারতের ব্যবসায়ীরা।তিনি জানান, বাংলাদেশে বিনিয়োগের বিষয়ে ভারতের ব্যবসায়ীরা আগ্রহ প্রকাশ করেছেন, কিন্তু তারা কয়েকটি প্রতিবন্ধকতার কথা বলেছেন।

এফবিসিসিআই সভাপতি আরও জানান, বিনিয়োগ সহজ করতে ভারতীয় ব্যবসায়ীরা ভিসা জটিলতা দূর করার কথা বলেছেন। অন্যদিকে ভারতের বাজারে বিনিয়োগের ক্ষেত্রে নীতি সংশোধন চেয়েছেন বাংলাদেশের ব্যবসায়ীরা। নয়াদিল্লিতে দুই দেশের ব্যবসায়ীরা বৈঠকে বসেন। উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা । তিনি ভারতীয় ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান।

এর আগে ভারতের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ৯টি রাজ্যের উন্নয়নমন্ত্রী কিষাণ রেড্ডির সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে সফরের তৃতীয় দিনের কর্মসূচি শুরু করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পরে তিনি যোগ দেন বাংলাদেশ ও ভারতের শীর্ষ ব্যবসায়ীদের বৈঠকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের ব্যবসায়ীদের বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিনিয়োগের আহ্বান জানান।তিনি বলেন, বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে তার সরকারের পক্ষ থেকে সব নীতিগত সুবিধা দেওয়া হবে।
বাংলাদেশে বিনিয়োগের বিষয়ে ভারতীয় ব্যবসায়ীরা প্রধানমন্ত্রীর কাছে কয়েকটি প্রতিবন্ধকতার কথা জানান।তারা আমলাতান্ত্রিক জটিলতা, লাল ফিতার দৌরাত্ম্য, যোগাযোগ ব্যবস্থার দুর্বলতা, বন্দররে সমস্যা দূর করার আহ্বান জানান।

spot_img

Related articles

ভোটার তালিকা সংশোধনে কড়া নজরদারি, মঙ্গলবার থেকেই রাজ্যে ৪ স্পেশাল অবজার্ভার

রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী নিয়ে আরও সক্রিয় হলো নির্বাচন কমিশন। সোমবার দিল্লিতে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তলবে...

আধুনিক হচ্ছে ব্যারাকপুর পুলিশ অ্যাকাডেমি! বসছে সিসিটিভি ও আধুনিক অগ্নি-নির্বাপণ ব্যবস্থা

রাজ্যের পুলিশ প্রশিক্ষণের অন্যতম প্রধান কেন্দ্র ব্যারাকপুরের স্বামী বিবেকানন্দ স্টেট পুলিশ অ্যাকাডেমির ফরেনসিক ও সাইবার ফরেনসিক ল্যাবরেটরির নিরাপত্তা...

রোজ ভ্যালির টাকা ফেরত শুরু, তিন দফায় প্রায় ২৯ কোটি টাকা পাচ্ছেন আমানতকারীরা

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে রোজ ভ্যালি কাণ্ডে ক্ষতিগ্রস্ত আমানতকারীদের টাকা ফেরানোর প্রক্রিয়া গতি পেল। রোজ ভ্যালি অ্যাসেটস ডিসপোজাল...

সুপ্রিম রায়ের পরেই পদক্ষেপ! ১০ প্রতিনিধি নিয়ে সিইও মনোজ আগরওয়ালের সময় চাইলেন অভিষেক

'সুপ্রিম' নির্দেশের পরেই অ্যাকশন! এবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) মনোজ আগরওয়ালের সঙ্গে সাক্ষাতের আবেদন জানালেন তৃণমূলের সর্বভারতীয়...